thumbnail

পা-ফসকে জলপ্রপাতে ভেসে গেলেন একই পরিবারের পাঁচজন, দেখুন ভিডিয়ো - Lonavala waterfall tragedy

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 3:22 PM IST

Lonavala Waterfall Mishap: ভ্রমণে গিয়ে বিপত্তি! মুম্বই থেকে 80 কিলোমিটার দূরে লোনাভালা জনপ্রিয় পর্যটনকেন্দ্র। সেখানে রয়েছে, ভূশি বাঁধের কাছে রয়েছে এক জলপ্রপাত ৷ সেখানে ছুটি কাটাতে গিয়েছিল এক পরিবার ৷ ওই পরিবারের সবাই পুনের বাসিন্দা। ওই পাঁচজনের মধ্যে একজন পুরুষ, একজন নারী বাকিরা ছিল শিশু বা কিশোর ৷ এক ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁরা পাঁচজন জলপ্রপাতের স্রোতের মাঝে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন ৷ একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও তাঁরা প্রবল জলের তোড়ে মুহূর্তের মধ্যেই ভেসে যান। আশেপাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও কেউ কিছুই করে উঠতে পারেনি। ইতিমধ্য়েই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো ৷ 

রবিবারের ওই ঘটনায় ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় প্রশাসন ও জরুরি বিভাগ। ভেসে যাওয়া পরিবারের সদস্যদের খুঁজে বার করতে তল্লাশি অভিযান শুরু করে ৷ তাঁদের মধ্যে 3 জনের দেহ উদ্ধার করা হয় ৷ মৃতরা হলেন, সাহিস্তা লিয়াকত আনসারি (37), আমিমা সালমান ওরফে আদিল আনসারি (13) উমেরা সালমান (8) ৷ এখনও নিখোঁজ আদনান শাবাত আনসারি (4) এবং মারিয়া আনসারি (9)। জোরকদমে চলছে উদ্ধারকাজ। তবে ভারী বৃষ্টি আর বজ্রপাতের জন্য তল্লাশিতে বেগ পেতে হচ্ছে। এই ঘটনায় লোনাভালায় পর্যটকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.