thumbnail

স্বাস্থ্য ভবন অভিযানে ধুন্ধুমার ! জোকা ইএসআইয়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি - RG Kar Doctor Rape and Murder

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 7:56 PM IST

RG Kar Doctor Rape and Murder: আরজি কর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে স্টুডেন্ট ফ্রন্টের ডাকে স্বাস্থ্য ভবন অভিযান ও ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার। সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে জমায়েত হয়ে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই বিধাননগর পুলিশ সোমবার আটক করে বেশ কয়েকজন আন্দোলনকারীকে। আর তাতেই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। প্ল্যাকার্ড নিয়েই বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যাওয়া হয় পুলিশের তরফ থেকে। 

দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবিতে এদিন স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়। আজ ঠাকুরপুকুর জোকা ইএসআই হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ও নার্সরা বিক্ষোভ দেখান ৷ হাসপাতাল থেকে বেহালা চৌরাস্তা পর্যন্ত ডায়মন্ড হারবার রোডের উপর তাঁরা মিছিল করেন ৷ ডাক্তার ও ছাত্রদের আরও দাবি, এই সিভিক ভলান্টিয়ার একা নয়, সঙ্গে আরও কেউ আছে ৷ আরজি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রিন্সিপাল সুপারকে সরিয়ে দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার ৷ যতক্ষণ না দোষীরা ধরা পড়বে ও সাজা পাবে ততদিন এই কর্মবিরতি চলবে ৷

এদিকে নিরাপত্তার দাবিতে মালদা মেডিক্যালেও আজ কর্মবিরতি অব্যাহত ৷ কর্মবিরতি ও আন্দোলন 42 ঘণ্টা পেরিয়ে গেলেও নিরাপত্তা সুনিশ্চিত হওয়ার দাবি না-মানা হলে তাঁরা কাজে যোগ দেবেন না বলেও সোমবার তাঁরা জানান ৷ এদিন মালদা মেডিক্যালের সুপার প্রসেনজিৎ বর বলেন, "ইনটার্ন ডাক্তারদের কর্মবিরতি এখনও চলছে । স্বাভাবিকভাবেই মেডিক্যালের পরিষেবায় কিছুটা হলেও এর প্রভাব পড়বে । তবে আমরা বাকি স্ট্রেন্থ দিয়ে পরিষেবা চালিয়ে যাওয়ার সম্পূর্ণ চেষ্টা করছি ৷" 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.