আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়াদের বিক্ষোভ - RG Kar Doctor Rape and Murder

By ETV Bharat Bangla Team

Published : Aug 13, 2024, 6:12 PM IST

thumbnail
বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়াদের বিক্ষোভ (ইটিভি ভারত)

RG Kar Doctor Rape and Murder: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবার শান্তিপূর্ণ বিক্ষোভে নামলেন বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং ডাক্তারি পড়ুয়ারা । এদিন দুর্গাপুরের সিটি সেন্টার থেকে প্রতিবাদ মিছিল করেন তাঁরা ৷ আরজি কর হাসাপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে ৷ এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ডাক্তারি পড়ুয়ারা ৷ তাই যথার্থ নিরাপত্তার দাবিতে এবং আরজি কর-কাণ্ডে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কর্মবিরতি করে আজকের এই বিক্ষোভ তাঁদের ৷ ওই ঘটনায় ন্যায়বিচার না-হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা ৷

দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক দেবারতি বর্ধনের দাবি, তাঁদের সহকর্মীকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তা ভারতবর্ষের ইতিহাসে প্রথম ঘটনা ৷ পুরুষ-মহিলা নির্বিশেষে চিকিৎসকদের উপর বিভিন্ন প্রান্তে মারধর করা হয় ৷ সেই সব বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে ৷ আরজি কর মেডিক্যাল কলেজের নির্মম ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের সকলকেই গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে ৷ দুর্গাপুরের পাশাপাশি আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদ রাজ্যের জেলায় জেলায় কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তারি পড়ুয়ারা ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.