thumbnail

গার্ডেনরিচ বিপর্যয় ও লোকসভা নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলনে বিকাশরঞ্জন, সঙ্গে সায়রা হালিম; দেখুন সরাসরি

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 4:18 PM IST

Updated : Mar 19, 2024, 4:36 PM IST

Bikash Ranjan Bhattacharya Live: গার্ডেনরিচে নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়া থেকে লোকসভা নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলনে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি কলকাতার প্রাক্তন মেয়র। ফলে গার্ডেনরিচ নির্মীয়মাণ বাড়ি ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে নিয়ে বর্তমান মেয়র তথা রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলতে চলেছেন বলে মনে করা হচ্ছে ৷ একইভাবে লোকসভা নির্বাচনে আইএসএফের সঙ্গে জোট নিয়ে আলোচনা করার নির্দেশ দিয়েছিল দল। ফলে, সেই বিষয়টিও নিয়েও তিনি মতামত রাখতে চলেছেন ৷ সোমবার বাড়ি ভেঙে পড়ায় কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম দাবি করেন, বাম আমল থেকেই ওই সব এলাকায় বেআইনি নির্মাণ চলছে। এই অভিযোগ শুনেই সরব হয়েছিলেন বাম নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর দাবি ছিল, এভাবে বামেদের দিকে দায় ঠেলে দেওয়া তৃণমূলের একটা স্বভাব। এরপর আজ মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী বলছেন, তা সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷
Last Updated : Mar 19, 2024, 4:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.