thumbnail

চা শ্রমিকদের চা-ওয়ালার প্রণাম, শিলিগুড়ির সভায় প্রধানমন্ত্রী; দেখুন সরাসরি...

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 3:44 PM IST

Updated : Mar 9, 2024, 5:41 PM IST

PM Modi Live: শিলিগুড়িতে জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লোকসভা নির্বাচনের মুখে উত্তরবঙ্গে প্রথম শিলিগুড়িতে সভা করছেন তিনি। শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি ময়দানে শনিবার বিকেলে প্রথমে সরকারি অনুষ্ঠান হচ্ছে ৷ তারপর রাজনৈতিক সমাবেশে। জনসভার আগেই তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেছেন ৷ বিমানবন্দর থেকে শুরু করে সভাস্থল-পুরো এলাকায় পুলিশে ছয়লাপ ৷ এদিকে, এদিন সকালে অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্কে যান মোদি। সেখানে হাতির পিঠে সওয়ারি করেন প্রধানমন্ত্রী। কাজিরাঙা থেকে তিনি যান অরুণাচল প্রদেশের ইটানগরে। তারপর উদ্বোধন করেন সেলা টানেলের। সেখান থেকে তিনি আসেন শিলিগুড়িতে। এদিন প্রথমে রেলের প্রায় ছ'টি প্রকল্পের সূচনা করার কথা প্রধানমন্ত্রী ৷ এছাড়াও শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের আরও চারটি বড় প্রকল্পের শিলান্যাস করার কথাও রয়েছে। সবমিলিয়ে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও সূচনা করবেন প্রধানমন্ত্রীর। এরপর সোমবার ফের রাজ্যে এসে ঝাড়গ্রামে সভা করবেন মোদি। শিলিগুড়ি থেকে নরেন্দ্র মোদির জনসভা দেখুন সরাসরি ইটিভি ভারতে ৷ 
Last Updated : Mar 9, 2024, 5:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.