thumbnail

বিচার চাই ! রায়গঞ্জে প্রতীকী মস্তিষ্ক-মেরুদণ্ড নিয়ে প্রতিবাদ - Kolkata Rape and Murder Incident

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 10:57 PM IST

আরজি কর-কাণ্ডে চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদ ৷ ন্যায় বিচারের দাবিতে ঢাক বাজিয়ে ও উলুধ্বনি দিয়ে ঝোলানো হল মস্তিস্ক ও মেরুদণ্ডের প্রতীক ৷ প্রতিবাদ জানালেন রায়গঞ্জ প্রতিবাদীদের সমন্বয় । মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিন রায়গঞ্জের বকুলতলায় একটি কর্মসূচি গ্রহণ করা হয় । দুর্গাপুজোতে এবারে প্রতিবাদের উৎসবে মাতবেন সাধারণ মানুষ । সেই বার্তাকে সামনে রেখেই রায়গঞ্জের বকুলতলায় প্রতিবাদে অংশ নেন সাধারণ মানুষ, ছিলেন এলাকার চিকিৎসকরাও । 

ঢাক, কাসরের সঙ্গে বেজে ওঠে শঙ্খ ও উলুধ্বনি । প্রতিবাদ মঞ্চে মস্তিষ্ক সমেত প্রতীকী মেরুদণ্ড রেখে তাকে মালা পড়িয়ে আরতি করেন মহিলারা । ডাঃ বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের কর্মসূচি একটাই ৷ তিলোত্তমার বিচার । আমরা পথেই থাকব বিচারে আশায় । আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছিলেন, উৎসব ফিরে আসছে ৷ কিন্তু মৃত্যুর বিচার বাকি রেখে সেই উৎসবের অঙ্গ হচ্ছে ঢাক ও কাসি । সেটাকেই বিচার চাওয়ার দাবিকে অঙ্গ হিসেবে মেনে নিয়েছি ।’’

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.