thumbnail

পরীক্ষা চলাকালীন তৃণমূলের অবস্থান বিক্ষোভ, সরব অভিভাবক-ছাত্রছাত্রীরা - trinamool meeting

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 10:05 PM IST

শহরের মাধব মোড় সংলগ্ন ম্যাকউইলিয়াম হাইস্কুলের উলটো দিকে রবিবার অবস্থান বিক্ষোভ চলছিল ৷ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পরীক্ষা চলছে ৷ সেই সময় মাইক বাজিয়ে আরজি করের ঘটনার প্রতিবাদে সরব আলিপুরদুয়ার তৃণমূল সমর্থক ও কর্মীরা ৷ অভিযোগ, ধরনা মঞ্চে মাইকের আওয়াজে সমস্যয় পড়েছেন পড়ুয়ারা ৷ কয়েকজন পরীক্ষার্থীর অভিভাবক ধরনা মঞের সদস্যদের মাইক বন্ধের অনুরোধ জানান ৷ তা নিয়েই বাক-বিতণ্ডা শুরু হয় দুই পক্ষের মধ্যে ৷ এদিন এক অভিভাবক পরিমল কর্মকার জানান, পরীক্ষা চলছে সাউন্ডের জন্য সমস্যা হচ্ছে বলার পর সমস্যা সৃষ্টি হয় ৷ যদিও পরে মাইকের আওয়াজ কিছুটা কমিয়ে দেন বিক্ষোভকারীরা ৷ এদিকে বচসার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ও আলিপুরদুয়ার টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় ৷ বলেন, "আমরা জানি না পরীক্ষা চলছে ৷ জানলে এই এলাকায় মঞ্চ করা হত না, অন্যত্র করা হত মঞ্চ।" আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, বিক্ষোভ মঞ্চ থেকে 800 মিটার দূরে পরীক্ষা চলছে ৷ তবুও পড়ুয়াদের কথা ভেবে সাউন্ড কমিয়ে দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.