thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 6:55 PM IST

ETV Bharat / Videos

আরজি করের ঘটনায় ছবি এঁকে প্রতিবাদ চিত্র শিল্পীদের - RG kar Incident protest

আরজি করে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। এবার ছবি এঁকে জলপাইগুড়িতে প্রতিবাদে নামলেন চিত্র শিল্পীরা। রবিবার শহরের পূর্ত দফতরের বাইরে রাস্তার পাশে ছবি এঁকে আরজি করের ঘটনার প্রতিবাদে সামিল হলেন শিল্পীরা ৷ এই প্রতিবাদ কর্মসূচি করার কথা ছিল জলপাইগুড়ি সরোজেন্দ্র দেব রায়কত কলাকেন্দ্রের সামনে। কিন্তু সরকারি সংঙ্গীতানুষ্ঠানের আয়োজন চলায় কলাকেন্দ্রের সামনে প্রতিবাদ কর্মসূচী করতে দেওয়া হয়নি। অভিযোগ সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে ৷

এদিন শহরের জনবহুল রাস্তায় রঙ তুলির ক্যানভাসে আরজি কর-কাণ্ডের নির্যাতিতার মৃ্ত্যুর বিচারের দাবি জানিয়েছেন । সেইসঙ্গে রাজ্যের মহিলাদের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তার কথাও তুলে ধরেন তিনি ৷ এই ঘটনার সঙ্গে জড়িতদের একাধিক কাল্পনিক চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলেন ৷ বিভিন্ন বিষয় ফুটিয় তোলেন এই শিল্পীদের প্রতিবাদে। প্রসঙ্গত, শনিবার 'জলসা নয় বিচার চাই' পোস্টার নিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন শহরের বিজ্ঞানী, চিকিৎসক ও নাট্যকর্মীরা ৷ তারপর তাদের পুলিশ আটক করে থানায় নিয়ে যায় ৷ পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় ৷ আজও সেই ঘটনারও প্রতিবাদ করেন চিত্র শিল্পীরা ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.