Published : Apr 25, 2024, 3:14 PM IST
|Updated : Apr 25, 2024, 4:15 PM IST
বিচারপতির আসনে বসে বিজেপি করতেন! নাম না-করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তোপ মমতার, দেখুন সরাসরি... - Mamata Banerjee campaign
রাজ্যে অন্যতম হেভিওয়েট কেন্দ্র তমলুক লোকসভা ৷ এই কেন্দ্রে তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল ৷ তিনি এবার রাজ্যের কনিষ্ঠ লোকসভা প্রার্থী ৷ তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ যিনি এসএসসি-র নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলার নির্দেশের জন্য বারবার খবরের শিরোনামে এসেছিলেন ৷ ভোটে অংশ নেবেন বলে 5 মার্চ তিনি বিচারপতি পদে ইস্তফা দেন ৷ তাঁকে প্রার্থী করার নেপথ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷ এই কেন্দ্রে তরুণ নেতা দেবাংশুর সঙ্গে প্রাক্তন বিচারপতির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করা হচ্ছে ৷ তাই শুভেন্দু-গড়ে মহিষাদল বিধানসভা এলাকায় দেবাংশুর হয়ে প্রচারে এসেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ক'দিন আগেই হলদিয়ায় এসে তমলুক লোকসভা সাংগঠনিক জেলা তৃণমূলের সঙ্গে ঘরোয়া বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
Last Updated : Apr 25, 2024, 4:15 PM IST