thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 2:07 PM IST

ETV Bharat / Videos

টানা বৃষ্টি ! থানার সামনে নামল ধস, দেখুন ভিডিয়ো - Landslide at Durgapur

Landslide Near Police Station: থানা থেকে ঢিলছোড়া দূরত্বে নামল ধস ৷ টানা বৃষ্টির জেরে দুর্গাপুরের ফরিদপুর থানার সামনের রাস্তায় হয়ে গেল বড় গর্ত ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ঝাঁজরা কোলিয়ারির আধিকারিকরা। টানা বৃষ্টিতেই রাস্তার ওপর এই ধস বলে জানিয়েছেন তাঁরা। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর আশ্বাস দেন ইসিএলের আধিকারিকবৃন্দ। ইসিএল-এর বিরুদ্ধে অভিযোগ, খনি থেকে কয়লা তুলে নেওয়ার পর পরিত্যক্ত খনিগুলিকে সঠিক উপায়ে ভরাট করার কাজ করে না ৷ যে কারণে খনি অঞ্চলে বারবার ধস দেখা দিচ্ছে। 

দুর্গাপুর-ফরিদপুর অঞ্চলের এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তা দিয়েই অগণিত মানুষ বিডিও অফিস, লাউদোহা গ্রাম পঞ্চায়েত অফিস, ভূমি ও ভূমি রাজস্ব আদায় কার্যালয়-সহ একাধিক বিদ্যালয় রয়েছে যেখানে পৌঁছতে এই রাস্তাই, একমাত্র। এখন কত দ্রুত এই রাস্তায় যে ধস দেখা দিয়েছে তা ভরাট করার কাজ শুরু করে ইসিএল কর্তৃপক্ষ সেটাই দেখার। শুধু তাই নয়, এই রাস্তার পাশেই রয়েছে ফরিদপুর থানা, জরুরি কাজে সেখানেও মানুষকে আসতে হয়। আপাতত ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এই রাস্তায় ধস মাটির নীচে কতদূর পর্যন্ত বিস্তার ঘটিয়েছে সেটাও খতিয়ে দেখার ব্যাপার। তা না-হলে যে কোনও মুহূর্তে বড়সড় বিপদ ঘটে যেতে পারে।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.