খাটের নীচে তাকাতেই চক্ষু চড়কগাছ ! 14 ফুট লম্বা কিং কোবরা, দেখুন ভিডিয়ো... - KING COBRA RESCUED
🎬 Watch Now: Feature Video


Published : March 29, 2025 at 7:29 PM IST
গৃহস্থের খাটের নীচে নজর যেতেই আঁতকে উঠলেন বাড়ির মালিক ৷ বৃহৎ কিং কোবরা দেখে চক্ষু চড়কগাছ ! আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের টোটোপাড়া পারগাঁও এলাকার ঘটনা ৷ বাড়ির মালিক দিলীপ লামা খাটের নীচে উঁকি মারতেই দেখেন বড় একটি সাপ ৷ আলো দিয়ে ভালোভাবে দেখতেই তিনি দেখেন শুয়ে আছে বিশালাকার বিষধর কিং কোবরা ৷ সাপটিকে দেখতে পেয়ে তড়িঘড়ি খবর তিনি খবর দেন লঙ্কাপাড়া রেঞ্জের বন কর্মীদের। দীর্ঘ চেষ্টা পর সাপটিকে উদ্ধার করেন বনকর্মীরা ৷ সাপটিকে পরীক্ষা করার পর জলদাপাড়ার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ৷
জলদাপাড়া জাতীয় উদ্যানের সহ বন্যপ্রাণ সহায়ক নভোজিৎ দে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন লঙ্কাপাড়া রেঞ্জের বনকর্মীরা ৷ সাপটিকে উদ্ধার করে পরীক্ষা নিরীক্ষার পর জলদাপাড়ায় নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি ৷ সাপটি প্রায় 14 ফুট লম্বা এবং 12 কেজি ওজনের ৷