বিনা হেলমেটের বাইক চালকদের ধরছে পুলিশ, তবে হচ্ছে না জরিমানা ! কেন? - TRAFFIC AWARENESS

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : April 13, 2025 at 8:22 PM IST

1 Min Read

বিনা হেলমেটের বাইক চালকদের সচেতনতার পাঠে উদ্যোগী হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার চার যুবক ৷ উর্দিধারীর বেশে হেলমেটবিহীন ও সিট বেল্ট না-লাগানো চালকদের ধরলেন তাঁরা ৷ তবে, ফাইন করতে বা বেআইনিভাবে টাকা তুলতে নয় ৷ সচেতন করতে ৷ যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং মহাদেব এবং তাঁর নন্দী ও ভৃঙ্গি ৷ তাঁরাও অভিনয়ের মাধ্যমে অসেচতন বাইক ও গাড়িচালকদের সচেতন করলেন ৷ আর উর্দি পড়া যুবক, পুলিশের কায়দাতেই ধমক দিলেন হেলমেট না পরা ও সিট বেল্ট না-বাঁধায় ৷

চণ্ডী সাঁতরা, তাপস মিদ্যা, প্রদীপ পোড়া ও সুশান্ত দাস ৷ এই চারজন মিলে প্রতিবছর চন্দ্রোকোণায় বাইক ও ছোট-বড় গাড়িতে সওয়ার মানুষজনকে সচেতন করেন ৷ এ দিনও তাই করলেন তাঁরা ৷ চণ্ডী সাঁতরা ভাড়ায় আনা পুলিশের উর্দি পরে হেলমেটবিহীন চালকদের আটকালেন রাজ্যসড়কের উপর ৷ প্রথমটায় উর্দিধারীকে দেখে বাইক চালকরা ঘাবড়েও গিয়েছিলেন ৷ একজনকে আবার দেখা গেল ঘুষ দেওয়ার চেষ্টায় ৷ তাতেও জুটল কড়া ধমক ৷

আর তাপস মিদ্যা, প্রদীপ পোড়া ও সুশান্ত দাসরা কেউ শিব, তো কেউ নন্দী ও ভৃঙ্গি সেজে লোকজনকে সতর্ক করলেন ৷ এই চারজনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচলতি লোকজন ৷ এভাবে পথ সচেতনার উদ্যোগ অভিনব বলেই জানাচ্ছেন তাঁরা ৷ কেউ-কেউ নিজেদের ভুল স্বীকার করে পুনরায় তা না-করার কথা জানালেন ৷ আবার অনেকে আবার নিজেদের ভুল বুঝে ফিরেও গেলেন হেলমেট আনার জন্য ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.