'পরিশ্রমেই সাফল্য আসবে', ভারতীয় দলকে বললেন শিশির
🎬 Watch Now: Feature Video
Published : Nov 10, 2024, 6:05 PM IST
ইগর স্টিম্য়াচকে অপসারণের পর ভারতীয় ফুটবল দলের নয়া কোচ হয়ে এসেছেন মানোলো মার্কুয়েজ ৷ তাতেও 'মেন ইন ব্লু'র বিশেষ উন্নতি কিছু পরিলক্ষিত হচ্ছে না ৷ সাম্প্রতিক অতীতে আন্তর্জাতিক স্তরে ভারতীয় দল কেবলই ব্যর্থ ৷ বিশ্বকাপ যোগ্যতা অর্জনের দ্বিতীয় রাউন্ডের ম্য়াচে গত বছর শেষ জয় পেয়েছিল ভারত ৷ এমতাবস্থায় জাতীয় দলের প্রাক্তন স্ট্রাইকার শিশির ঘোষ জানালেন, ভারতীয় দলকে আরও পরিশ্রম করতে হবে ৷ দক্ষিণ এশিয়ান গেমসে সোনাজয়ী বাঙালি স্ট্রাইকার শনিবার বোলপুরে চল্লিশোর্ধ্বদের ফুটবল প্রতিযোগিতায় এসেছিলেন অতিথি হয়ে ৷
সেখানে তিনি বলেন, "সোজা কথা খাটতে হবে, পরিশ্রম করতে হবে ৷ ফুটবল খেলা বড়লোকদের খেলা নয় ৷ কষ্ট না করলে কেষ্ট পাবে না ৷ আমাদের আগেও যাঁরা খেলে গিয়েছেন তাঁরাও প্রচুর কষ্ট করেছেন ৷ গ্রামবাংলা থেকেই ফুটবলার ওঠে ৷ শহরাঞ্চলে ফুটবলার থাকে না ৷ তবে এখন গ্রামবাংলা থেকেই ফুটবলাদের সাপ্লাই লাইন কমে গিয়েছে।" যদিও তিনি এর বেশি ভারতীয় দলকে কোনও পরামর্শ দিতে চাননি ৷ শিশিরের কথায়, "আমি পরামর্শ দেওয়ায় বিশ্বাসী নই৷ আমি খাটতে বিশ্বাসী। সবাই মিলে চেষ্টা করতে হবে।"