thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 9:32 PM IST

ETV Bharat / Videos

তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে উত্তরে রোড-শো দেবের - Lok Sabha Election 2024

কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে রোড শো করলেন অভিনেতা তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী । মঙ্গলবার দুপুরে চিলাখানায় হেলিপ্যাডে নেমে চিলাখানা মোড় থেকে নাটাবাড়ি কদমতলা বাজার পর্যন্ত রোড শো করেন তিনি । হুডখোলা জিপে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া ও কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে নিয়ে রোড শো করেন অভিনেতা তথা ঘাটালের বিদায়ী সাংসদ । দেবকে দেখতে রাস্তার দু-ধারে বহু মানুষ ভিড় জমান ।

রাজ্যে প্রথম দফায় আগামী 19 এপ্রিল কোচবিহারে লোকসভা নির্বাচন হতে চলেছে । ইতিমধ্যেই সেখানে জোর প্রচার চলছে । ভোট প্রচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় । আগামী 12 এপ্রিল দিনহাটায় আর 15 এপ্রিল কোচবিহার রাসমেলার মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার আগে এদিন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়াকে নিয়ে নাটাবাড়িতে রোড শো করলেন দেব । 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.