thumbnail

গণ আন্দোলন কলকাতাকে জাগিয়ে তুলেছে, আরজি কর-কাণ্ডে সরব স্বস্তিকা-পরমব্রত - RG Kar Doctor Rape and Murder

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2024, 8:11 PM IST

Convention on RG Kar Doctor Rape and Murder: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হল গণ কনভেনশন ৷ শিক্ষা সমাজ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য ব্যক্তিরা । তাঁরা সবাই এদিন সব মানুষের ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করলেন ৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কনভেনশনে বক্তব্য রাখেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷

পরমব্রত এদিন বলেন,"আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গত দেড় মাস ধরে যে গণ আন্দোলন চলছে তার জন্য সাধারণ মানুষ প্রশংসার দাবিদার । এই গণ আন্দোলন কলকাতাকে জাগিয়ে তুলতে সাহায্য করেছে । কয়েক বছর আগে বিলকিস বানোর ঘটনা গোটা দেশকে নাড়া দিয়েছিল ৷ এমন ঘটনায় সমাজ লজ্জিত । বিলকিস বানো ও আরজি কর ঘটনাকে উপড়ে ফেলতে গণ আন্দোলন চালিয়ে যেতে হবে ।"

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় জোর দেন নারী স্বাধীনতার উপর ৷ তাঁর মতে, মহিলাদের নিশানা করা একটা রীতি হয়ে গিয়েছে ৷ তা বন্ধ করা প্রয়োজন ৷ এ দিনের সম্মেলনে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা সাধারণ মানুষের আন্দোলনকে উৎসাহিত করেছেন । বুধবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জহর সরকার ও আখতার আলিও ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.