রাস্তা অবরোধ করে আরজি কর কাণ্ডের সিবিআই তদন্ত দাবি বিজেপির - BJP AGITATION

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 11:08 PM IST

thumbnail
সিবিআই তদন্ত দাবি করল বিজেপি (ইটিভি ভারত)

রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে আরজি কর কাণ্ডের সিবিআই তদন্তের দাবি করল বিজেপি ৷ সোমবার বিকেলে দুর্গাপুরে গেরুয়া শিবিরের পক্ষ থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে সিবিআই তদন্তের দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। বিজেপির এই আন্দোলনকে ঘিরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা ও ধস্তাধস্তিও হয়। 

আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের পর নৃশংসভাবে খুনের ঘটনার মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দুর্গাপুরের সিটি সেন্টারে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে চলে এই বিক্ষোভ। দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘোড়ুই হুঁশিয়ারি দিয়ে বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রীকে-স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কলকাতার পুলিশ কমিশনারকেও পদত্যাগ করতে হবে। এই ঘটনার সঙ্গে শুধু সিভিক ভলান্টিয়ারই জড়িত নয়, এর সঙ্গে আরও অনেকে জড়িত। তাদের সকলকে গ্রেফতার করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.