আউটডোর পরিষেবা দিয়েই প্রতিবাদে সামিল আসানসোল জেলা হাসপাতাল - RG Kar doctor Rape and murder case
Published : Aug 14, 2024, 6:28 PM IST
Doctors Agitation Asansol District Hospital: কলকাতার থেকে অন্য ছবি আসানসোল জেলা হাসপাতালে ৷ জুনিয়র চিকিৎসকরা পেন ডাউন করে বিক্ষোভ অবস্থানে সামিল হলেন ৷ আর তাঁদের আন্দোলনকে সমর্থন করে নির্দিষ্ট আউটডোর কক্ষের বাইরেই ওপিডি পরিষেবা চালু রাখলেন সিনিয়র চিকিৎসকরা ৷ আউটডোর বিভাগের নির্দিষ্ট কক্ষ ছেড়ে এমার্জেন্সির বাইরে রোগীরা যেখানে অপেক্ষা করেন, সেখানেই চিকিৎসকরা একসঙ্গে বসে ওপিডি পরিষেবা দেন বুধবার ।
এই বিষয়ে আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস জানান, প্রতিদিন আউটডোরে 10 থেকে 12টি বিভাগ চালু থাকে । প্রায় 1200 রোগী এই আউটডোর বিভাগ থেকে পরিষেবা পেয়ে থাকেন । বুধবার এমার্জেন্সি থেকে শুরু ক'রে সব বিভাগই স্বাভাবিক রয়েছে ৷
আউটডোরে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সুমন চন্দ্র বলেন, "জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়েই আমরা ওপিডি করছি । যেখানে ওপিডি হয়, সেখানে আমরা বসিনি ।" আসানসোল জেলা হাসপাতালের জুনিয়র চিকিৎসক অস্মিতা মণ্ডলের কথায়, "আমরা পেন ডাউন ক'রে আন্দোলন করছি সব হাসপাতালের চিকিৎসকদের মতোই । যদিও আমাদের হাসপাতালের সিনিয়ররা ওপিডি চালু রেখেছেন ।"