Published : Mar 16, 2024, 4:23 PM IST
|Updated : Mar 16, 2024, 4:33 PM IST
নারায়ণগড়ে সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি দেখুন ইটিভি ভারতে...
লোকসভা ভোটের প্রচারে নারায়ণগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত মেদিনীপুর লোকসভার যে সাতটি বিধানসভা রয়েছে তারমধ্যে এই নারায়ণগড়, কেশিয়াড়ি, দাঁতন এবং এগরায় বিজেপির বাড়বাড়ন্তে কিছুটা ব্যাকফুটে তৃণমূল। 2019 লোকসভা নির্বাচনে এই বিধানসভাগুলিতে লিড ছিল বিজেপির ৷ সে সময় এলাকায় পরপর মিটিং-মিছিল করে কর্মী ও সমর্থক যেমন বাড়িয়েছেন, তেমনি সাংগঠনিক দক্ষতাও বৃদ্ধি হয়েছে । যদিও মেদিনীপুর লোকসভা কেন্দ্রে গতবার মানস ভুঁইয়া হারার পর এবার সেই জায়গায় জুন মালিয়াকে দায়িত্ব দিয়েছে প্রার্থী করেছে দল। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন জুন । লোকসভা ভোটেও সেই ম্যাজিক দেখার আশায় রয়েছে তৃণমূল ৷ এখনও পর্যন্ত এই লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। যদিও ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ ৷ তারমধ্যেই অভিনেত্রী-রাজনীতিবিদের সমর্থনে সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । রয়েছেন এলাকার বিধায়ক ও অন্যান্য নেতৃত্বও ৷
Last Updated : Mar 16, 2024, 4:33 PM IST