নদীতে 10 ফুটের অজগর ! উদ্ধার করতে হিমশিম বনবিভাগ, দেখুন ভিডিয়ো - Python Rescue From River
Published : Sep 11, 2024, 6:59 PM IST
Python Rescue: সুবর্ণরেখা নদী থেকে উদ্ধার হল বিশাল আকৃতির পাহাড়িয়া অজগর । খবর ছড়াতেই হৈ চৈ পড়ে যায় এলাকায় । বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার অন্তর্গত টিকায়েতপুর গ্রামের বাসিন্দারা সুবর্ণরেখা নদীতে অজগরটিকে দেখতে পায় । খবর দেওয়া হয় গোপীবল্লভপুর রেঞ্জের কমলশোল বিটে । এরপরই ঘটনাস্থলে পৌঁছয় বনকর্মীরা । ততক্ষণে অজগর দেখতে ভিড় জমে যায় ৷ দীর্ঘ প্রচেষ্টার পর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা ৷
প্রতিবছর শুধুমাত্র বর্ষার সময় সুবর্ণরেখা নদী থেকে অজগর সাপ উদ্ধারের খবর শোনা যায় । এই প্রসঙ্গে, ঝাড়গ্রাম জেলার সর্প বিশারদ হিসেবে পরিচিত গৌতম পান্ডা বলেন,"সুবর্ণরেখা নদীর উৎপত্তিস্থল হল ঝাড়খন্ড রাজ্য । সেখানে বড় বড় পাহাড় রয়েছে । আর সেই পাহাড় সংলগ্ন গোপীবল্লভপুর, সাঁকরাইল ও নয়াগ্রামের উপর দিয়ে বয়ে গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে । অজগর সাপ পাহাড়ি পাথুরে এলাকার থাকতে বেশি পছন্দ করে । প্রচুর বৃষ্টিপাতের কারণে সেই পাহাড়িয়া অজগর সুবর্ণরেখা নদীতে ভেসে চলে আসে গোপীবল্লভপুরের মতো সমতল এলাকায় ।"
স্থানীয় বাসিন্দার কথায়, "সারাবছর সুবর্ণরেখা নদীতে অজগর দেখতে পাই না । কিন্তু, প্রতি বছর বর্ষাকাল এলে মাঝে মধ্যেই অজগর দেখতে পাওয়া যায় ।" বনবিভাগ সূত্রে খবর, উদ্ধার হওয়া অজগর সাপটি প্রায় 10 ফুট লম্বা । উদ্ধারের পর তা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ৷