ETV Bharat / technology

এক্স ব্যবহারে দিতে হবে ফি, নয়া নিয়ম বাতলে দিলেন ইলন - Elon Musk

Elon Musk on X: 'নট-এ-বট' শর্তাবলীর আওতায় ইউজারদের এক্স-এ অন্যান্য টুইট পোস্ট, শেয়ার, বুকমার্ক এবং কমেন্টের জন্য বার্ষিক ফি দিতে হবে ৷ নতুন ইউজারদের জন্য এমনই ঘোষণা করলেন এক্স ও টেসলার সিইও ইলন মাস্ক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 7:49 AM IST

Elon Musk
ইলন মাস্ক

হায়দরাবাদ, 16 এপ্রিল: সোশাল মিডিয়া মাধ্যম এক্স (আগে যা টুইটার ছিল) ব্যবহারের জন্য এবার থেকে টাকা দিতে হবে ৷ এমনই ঘোষণা করলেন এক্স ও টেসলার সিইও ইলন মাস্ক ৷ তবে নয়া এই নিয়ম একমাত্র নতুন ইউজারদের জন্যই প্রযোজ্য ৷ এক্সের নিয়ম পরিবর্তন প্রসঙ্গে সম্প্রতি একটি টুইট করেন এক ইউজার ৷ সেই টুইটের উত্তরে ইলন জানান, বট সমস্যার সমাধানের জন্য নয়া ব্যবহারকারীদের ব্যবহারের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে ৷

ইলন বলেন, "এক্সে কিছু লেখা বা পোস্ট করার জন্য দুর্ভাগ্যবশত নয়া ইউজারদের অল্প কিছু টাকা দিতে হবে ৷ বট সমস্যা সমাধানের এটাই একমাত্র উপায় ৷ বর্তমান AI (এবং ট্রল ফার্ম) সহজেই "আপনি কি একজন বট" পাস করতে পারে ৷" প্রথম তিন মাসের জন্যই এই চার্জ দিতে হবে ৷ তারপর পোস্ট করার জন্য আর কোনও টাকা দিতে হবে না বলেও জানিয়েছেন ইলন ৷ তবে অন্য কারও অ্যাকাউন্ট ফলো করার জন্য কোনও টাকা দেওয়ার প্রয়োজন নেই ৷ যদিও এক্সে নতুন অ্যাকাউন্ট খোলার পর বার্ষিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে ৷ সেই ফি-এর পরিমাণ ঠিক কত হবে, তা উল্লেখ করেননি ইলন ৷

ঠিক কীসের জন্য এই চার্জ দিতে হবে নতুন এক্স ব্যবহারকারীদের?

'নট-এ-বট' শর্তাবলীর আওতায় ইউজারদের এক্স-এ অন্যান্য টুইট পোস্ট, শেয়ার, বুকমার্ক এবং কমেন্টের জন্য বার্ষিক ফি দিতে হবে ৷ অবশ্য এক্সের প্রতিটি ক্ষেত্রেই চার্জ কার্যকর করতে চায়ছেন ইলন ৷ ব্যবসা ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য এই চিন্তা তাঁর বহুদিনের ৷

সম্প্রতি মাস্ক-এর নেতৃত্বে স্প্যাম অ্যাকাউন্টগুলি সরিয়ে ফেলে টুইটার ৷ এর ফলে বহু ইউজারের ফলোয়ারের সংখ্যা অনেক কমে যায় ৷ সেই সময় টুইটার ব্যবহার বন্ধ করে দেন অনেকে ৷ ইউজারদের 'অভিমান' ভাঙাতে ইলন জানান, বট এবং স্প্যামের সমস্যা সমাধানের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এবার সেই একই কারণে নয়া নিয়ম কার্যকর করছেন এক্সের কর্ণধার ৷

আরও পড়ুুন:

হায়দরাবাদ, 16 এপ্রিল: সোশাল মিডিয়া মাধ্যম এক্স (আগে যা টুইটার ছিল) ব্যবহারের জন্য এবার থেকে টাকা দিতে হবে ৷ এমনই ঘোষণা করলেন এক্স ও টেসলার সিইও ইলন মাস্ক ৷ তবে নয়া এই নিয়ম একমাত্র নতুন ইউজারদের জন্যই প্রযোজ্য ৷ এক্সের নিয়ম পরিবর্তন প্রসঙ্গে সম্প্রতি একটি টুইট করেন এক ইউজার ৷ সেই টুইটের উত্তরে ইলন জানান, বট সমস্যার সমাধানের জন্য নয়া ব্যবহারকারীদের ব্যবহারের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে ৷

ইলন বলেন, "এক্সে কিছু লেখা বা পোস্ট করার জন্য দুর্ভাগ্যবশত নয়া ইউজারদের অল্প কিছু টাকা দিতে হবে ৷ বট সমস্যা সমাধানের এটাই একমাত্র উপায় ৷ বর্তমান AI (এবং ট্রল ফার্ম) সহজেই "আপনি কি একজন বট" পাস করতে পারে ৷" প্রথম তিন মাসের জন্যই এই চার্জ দিতে হবে ৷ তারপর পোস্ট করার জন্য আর কোনও টাকা দিতে হবে না বলেও জানিয়েছেন ইলন ৷ তবে অন্য কারও অ্যাকাউন্ট ফলো করার জন্য কোনও টাকা দেওয়ার প্রয়োজন নেই ৷ যদিও এক্সে নতুন অ্যাকাউন্ট খোলার পর বার্ষিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে ৷ সেই ফি-এর পরিমাণ ঠিক কত হবে, তা উল্লেখ করেননি ইলন ৷

ঠিক কীসের জন্য এই চার্জ দিতে হবে নতুন এক্স ব্যবহারকারীদের?

'নট-এ-বট' শর্তাবলীর আওতায় ইউজারদের এক্স-এ অন্যান্য টুইট পোস্ট, শেয়ার, বুকমার্ক এবং কমেন্টের জন্য বার্ষিক ফি দিতে হবে ৷ অবশ্য এক্সের প্রতিটি ক্ষেত্রেই চার্জ কার্যকর করতে চায়ছেন ইলন ৷ ব্যবসা ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য এই চিন্তা তাঁর বহুদিনের ৷

সম্প্রতি মাস্ক-এর নেতৃত্বে স্প্যাম অ্যাকাউন্টগুলি সরিয়ে ফেলে টুইটার ৷ এর ফলে বহু ইউজারের ফলোয়ারের সংখ্যা অনেক কমে যায় ৷ সেই সময় টুইটার ব্যবহার বন্ধ করে দেন অনেকে ৷ ইউজারদের 'অভিমান' ভাঙাতে ইলন জানান, বট এবং স্প্যামের সমস্যা সমাধানের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এবার সেই একই কারণে নয়া নিয়ম কার্যকর করছেন এক্সের কর্ণধার ৷

আরও পড়ুুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.