ETV Bharat / technology

চলতি বছরেই একাধিক অ্যান্ড্রয়েড ও আইফোনে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ - WhatsApp Will Stop Working

WhatsApp Will Stop Working: মেটা অধিগ্রহণের পর থেকে প্রায়দিনই নতুন আপডেট আসছে হোয়াটঅ্যাপে ৷ সম্প্রতি 32 জনকে একসঙ্গে ভিডিয়ো কলের সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা ৷ কিন্তু কিছু ফোনে চলতি বছরেই বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 4:45 PM IST

WhatsApp Will Stop Working
অ্যান্ড্রয়েড ও আইফোনে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটঅ্যাপে (ফাইল ছবি)

হায়দরাবাদ, 27 জুন: এই বছরই বেশ কিছু স্মার্টফোন ও আইফোনে বন্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ ৷ যার মধ্যে আছে স্যামসাং থেকে শুরু করে আইফোন, লেনোভো, সোনি এ্রসপেরিয়া সিরিজ, এলজি, হুয়াউ কোম্পানির মোবাইল ৷

মেসেজ সার্ভিস পরিষেবাগুলির মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ ৷ বিশ্বের বিপুল সংখ্যক মানুষ ব্যবহার করেন এই মেসেজ সার্ভিস অ্যাপটি ৷ বর্তমানে মেটার এই অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা 2 বিলিয়ন ৷ প্রতিনিয়ত আপডেট আনছে হোয়াটসঅ্যাপে ৷ নতুন আপডেট ভার্সনটি বেশ কিছু ডিভাইসে সাপোর্ট করবে না ৷ যে সমস্ত স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ভর্সন 5.0 এবং আইফোন আইওএস 12 সফটওয়্যার ব্যবহারকারীরা হোয়াটঅ্যাপের আপডেট ভার্সনটি ব্যবহার করতে পারেবেন না ৷ মেটার পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তার দিকটি সুনিশ্চত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ ব্যবহারকারীদের নিরাপত্তার সঙ্গে কোনওভাবেই আপস করে না মেটা ৷

ইতিমধ্যেই 35টি স্মার্টফোনে নিষিদ্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ ৷ শুধুমাত্র অ্যান্ড্রয়েড নয়, বেশ কিছু আই ফোনেও বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ ৷ যার মধ্যে আছে রয়েছে...

স্যামসং গ্যালাক্সি এসিই প্লাস (Samsung Galaxy Ace Plus)

স্যামসং গ্যালাক্সি কোর (Samsung Galaxy Core)

স্যামসং গ্যালাক্সি এক্সপ্রেস 2 (Samsung Galaxy Express 2)

স্যামসং গ্যালাক্সি গ্র্যান্ড (Samsung Galaxy Grand)

স্যামসং গ্যালাক্সি নোট 3 (Samsung Galaxy Note 3)

স্যামসং গ্যালাক্সি এস 3 মিনি (Samsung Galaxy S3 Mini)

স্যামসং গ্যালাক্সি এস 4 অ্যাক্টিভ (Samsung Galaxy S4 Active)

স্যামসং গ্যালাক্সি এস 4 মিনি (Samsung Galaxy S4 Mini)

স্যামসং গ্যালাক্সি এস 4 জুম (Samsung Galaxy S4 Zoom)

মটোরোলা মোটো জি (Motorola Moto G)

মটোরোলা মোটো এক্স (Motorola Moto X)

অ্যাপেলের আইফোন 5 (Apple iPhone 5)

আইফোন 6 (Apple iPhone 6)

আইফোন 6s (Apple iPhone 6s)

আইফোন 6s প্লাস (Apple iPhone 6s Plus)

আইফোন SE (Apple iPhone SE)

হুয়াউ অ্যাসেন্ড পি6 এস (Huawei Ascend P6 S)

হুয়াউ অ্যাসেন্ড জি525 (Huawei Ascend G525)

হুয়াউ সি199 (Huawei C199)

হুয়াউ জিএক্স1s (Huawei GX1s)

হুয়াউ ওয়াই625 (Huawei Y625)

লেনোভো 46600 (Lenovo 46600)

লেনোভো এ858টি (Lenovo A858T)

লেনোভো পি 70 (Lenovo P70)

লেনোভো এস 890 (Lenovo S890)

লেনোভো এ890 (Lenovo A890)

লেনোভো এ820 (Lenovo A820)

সোনি এক্সপেরিয়া Z1 (Sony Xperia Z1)
সোনি এক্সপেরিয়া E3 (Sony Xperia E3)

সোনি এক্সপেরিয়া M (Sony Xperia M)

এল জি অপটিমাস 4x HD (LG Optimus 4X HD)

এল জি অপটিমাস জি (LG Optimus G)

এল জি অপটিমাস জি প্রো (LG Optimus G Pro)

এল জি অপটিমাস L7 (LG Optimus L7)

হায়দরাবাদ, 27 জুন: এই বছরই বেশ কিছু স্মার্টফোন ও আইফোনে বন্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ ৷ যার মধ্যে আছে স্যামসাং থেকে শুরু করে আইফোন, লেনোভো, সোনি এ্রসপেরিয়া সিরিজ, এলজি, হুয়াউ কোম্পানির মোবাইল ৷

মেসেজ সার্ভিস পরিষেবাগুলির মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ ৷ বিশ্বের বিপুল সংখ্যক মানুষ ব্যবহার করেন এই মেসেজ সার্ভিস অ্যাপটি ৷ বর্তমানে মেটার এই অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা 2 বিলিয়ন ৷ প্রতিনিয়ত আপডেট আনছে হোয়াটসঅ্যাপে ৷ নতুন আপডেট ভার্সনটি বেশ কিছু ডিভাইসে সাপোর্ট করবে না ৷ যে সমস্ত স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ভর্সন 5.0 এবং আইফোন আইওএস 12 সফটওয়্যার ব্যবহারকারীরা হোয়াটঅ্যাপের আপডেট ভার্সনটি ব্যবহার করতে পারেবেন না ৷ মেটার পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তার দিকটি সুনিশ্চত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ ব্যবহারকারীদের নিরাপত্তার সঙ্গে কোনওভাবেই আপস করে না মেটা ৷

ইতিমধ্যেই 35টি স্মার্টফোনে নিষিদ্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ ৷ শুধুমাত্র অ্যান্ড্রয়েড নয়, বেশ কিছু আই ফোনেও বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ ৷ যার মধ্যে আছে রয়েছে...

স্যামসং গ্যালাক্সি এসিই প্লাস (Samsung Galaxy Ace Plus)

স্যামসং গ্যালাক্সি কোর (Samsung Galaxy Core)

স্যামসং গ্যালাক্সি এক্সপ্রেস 2 (Samsung Galaxy Express 2)

স্যামসং গ্যালাক্সি গ্র্যান্ড (Samsung Galaxy Grand)

স্যামসং গ্যালাক্সি নোট 3 (Samsung Galaxy Note 3)

স্যামসং গ্যালাক্সি এস 3 মিনি (Samsung Galaxy S3 Mini)

স্যামসং গ্যালাক্সি এস 4 অ্যাক্টিভ (Samsung Galaxy S4 Active)

স্যামসং গ্যালাক্সি এস 4 মিনি (Samsung Galaxy S4 Mini)

স্যামসং গ্যালাক্সি এস 4 জুম (Samsung Galaxy S4 Zoom)

মটোরোলা মোটো জি (Motorola Moto G)

মটোরোলা মোটো এক্স (Motorola Moto X)

অ্যাপেলের আইফোন 5 (Apple iPhone 5)

আইফোন 6 (Apple iPhone 6)

আইফোন 6s (Apple iPhone 6s)

আইফোন 6s প্লাস (Apple iPhone 6s Plus)

আইফোন SE (Apple iPhone SE)

হুয়াউ অ্যাসেন্ড পি6 এস (Huawei Ascend P6 S)

হুয়াউ অ্যাসেন্ড জি525 (Huawei Ascend G525)

হুয়াউ সি199 (Huawei C199)

হুয়াউ জিএক্স1s (Huawei GX1s)

হুয়াউ ওয়াই625 (Huawei Y625)

লেনোভো 46600 (Lenovo 46600)

লেনোভো এ858টি (Lenovo A858T)

লেনোভো পি 70 (Lenovo P70)

লেনোভো এস 890 (Lenovo S890)

লেনোভো এ890 (Lenovo A890)

লেনোভো এ820 (Lenovo A820)

সোনি এক্সপেরিয়া Z1 (Sony Xperia Z1)
সোনি এক্সপেরিয়া E3 (Sony Xperia E3)

সোনি এক্সপেরিয়া M (Sony Xperia M)

এল জি অপটিমাস 4x HD (LG Optimus 4X HD)

এল জি অপটিমাস জি (LG Optimus G)

এল জি অপটিমাস জি প্রো (LG Optimus G Pro)

এল জি অপটিমাস L7 (LG Optimus L7)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.