ETV Bharat / technology

রাজধানীতে চালু হল ভোডাফোন-আইডিয়া 5জি পরিষেবা - VODAFONE IDEA LAUNCHES 5G

চলতি বছরের মধ্যেই 17টি সার্কেলে 5G পরিষেবা চালুর পরিকল্পনা করেছে ভোডাফোন আইডিয়া ৷ অগস্টে 5জি স্পেকট্রাম কিনেছে ৷ শীঘ্রই চালু হবে বেঙ্গালুরু ও মাইসুরুতে ৷

Vodafone Idea
দিল্লিতে চালু হল ভোডাফোনের 5 জি পরিষেবা (ছবি ভিআই)
author img

By ETV Bharat Tech Team

Published : May 15, 2025 at 3:25 PM IST

4 Min Read

নয়াদিল্লি: গত সপ্তাহে দিল্লিতে 5G নেটওয়ার্কের পরিষেবা চালুর ট্রায়াল পর্ব শুরু করেছিল ভোডাফোন আইডিয়া ৷ তারপর (Vi) বৃহস্পতিবার, 15 মে, 2025 তারিখে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবাটি চালু করেছে । রোলআউটের প্রাথমিক পর্যায়ে দিল্লির পাশাপাশি ইতিমধ্যেই মুম্বই, চণ্ডীগড় এবং পটনায় চালু হয়ে গিয়েছে Vi-এর পরিষেবা ।

টেলিকম সংস্থাটি 2025 সালের অগস্টের মধ্যে 17টি সার্কেলে 5জি পরিষেবা চালুর কথা ঘোষণা করেছিল ৷ দিল্লির পরই বেঙ্গালুরু এবং মাইসুর-সহ অন্যান্য শহরগুলি ও গুরুত্বপূর্ণ বাজারগুলিতেও 5জি পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে ৷ 55,000 কোটি টাকা ব্যয়ে 5জি পরিষেবা চালু করতে তিন বছরেরও বেশি সময় লাগবে বলে জানিয়েছে সংস্থাটি ৷

দিল্লি এনসিআর-এর জন্য, ভিআই-এর নেক্সস্ট জেনেরেশন 5G কাঠামো তৈরির জন্য এরিকসনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ৷ ভিআই-এর তরফে উল্লেখ করা হয়েছে, সংস্থাটি তাদের "নেটওয়ার্ক কর্মক্ষমতা আরও অপ্টিমাইজ করার জন্য ভিআই এআই-চালিত Self Organizing Network (SON) স্থাপন করেছে ৷ একটি 5G নন-স্ট্যান্ডঅ্যালোন (NSA) আর্কিটেকচার ব্যবহার করে, ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন অভিজ্ঞতার জন্য 4G পরিষেবা গুলিকেও 5G-তে রূপান্তর নিশ্চিত করেছে ৷"

গত সপ্তাহে দিল্লিতে 5G নেটওয়ার্ক পরীক্ষার সময়, বেশ কয়েকজন Vi গ্রাহক 75 Mbps থেকে 170 Mbps এর মধ্যে ডাউনলোড গতি পেয়েছেন বলে তাঁরা জানিয়েছেন ৷ তবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এই ডাউনলোডের গতি অঞ্চল ভেদে ভিন্ন ছিল ৷ টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়ার তরফে উল্লেখ করা হয়েছে, মুম্বইয়ের 70 শতাংশ ব্যবহারকারী ইতিমধ্যেই Vi-এর 5জি পরিষেবা উপভোগ করছেন ৷ এর প্রায় 20 শতাংশ ডেটা ট্র্যাফিক ইতিমধ্যেই 5জি নেটওয়ার্কে রূপান্তরিত হয়েছে । ভোডাফোন আইডিয়া এই বছরের মার্চ মাসে ভারতে তার 5জি পরিষেবা চালু করেছিল মায়ানগরী মুম্বই থেকে ।

এপ্রিল মাসে, Vi টি-টোয়েন্টি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এর সময়ে 11টি ক্রিকেট স্টেডিয়াম- আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা, লখনউ, মুম্বাই এবং বিশাখাপত্তনমে 5G নেটওয়ার্ক চালু করার ঘোষণা করেছিল ৷ যার ফলে গ্রাহকরা এই ভেন্যুগুলিতে হাইস্পিড মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পেরেছেন ৷ এই মাসে, Vi চণ্ডীগড় এবং পটনাতেও তার 5G নেটওয়ার্কের কভারেজ সম্প্রসারিত করেছে । মে মাসে বেঙ্গালুরু এবং দিল্লিতে Vi-এর 5G পরিষেবা চালুর পরিকল্পনা ছিল, সেই মতো কয়েকদিনের মধ্যেই এই দুই সার্কেলে চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷

Vi 5G প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান

Vi 5G প্রিপেইড প্ল্যানগুলির দাম শুরু হচ্ছে 299 টাকা থেকে, 28 দিনের বৈধতা ও আনলিমিটেড 5G ডেটা, প্রতিদিন 1 জিবি 4জি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি এসএমএস-এর সুবিধা রয়েছে ৷ Vi-এর 5G পোস্টপেইড প্ল্যানগুলির দাম শুরু হচ্ছে 451 টাকা থেকে, রাত 12টা থেকে সকাল 5টা পর্যন্ত 50 জিবি ডেটা-সহ আনলিমিটেড নাইট ডেটা, আনলিমিটেড কলিং, প্রতি মাসে 3 হাজার এসএমএস, ডেটা রোলওভারের সুবিধা রয়েছে ৷

Vi 5G প্রিপেড প্ল্যান:

প্ল্যানের দামডেটা(প্রতি দিন)ভ্যালিটিডিকী কী সুবিধা
₹2991GB/দিন28 দিনআনলিমিটেড কল, 100টি SMS/দিন, আনলিমিটেড 5জি ডেটা।
₹3491.5GB/দিন28 দিনআনলিমিটেড কল, 100টি SMS/দিন, আনলিমিটেড 5জি ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার, আনলিমিটেড 4জি নাইট ডেটা (রাত 12টা - সকাল 6টা)।
₹5791.5GB/দিন56 দিনআনলিমিটেড কল, 100টি SMS/দিন, আনলিমিটেড 5জি ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার, আনলিমিটেড 4জি নাইট ডেটা (রাত 12টা - সকাল 6টা)।
₹8591.5GB/দিন84 দিনআনলিমিটেড কল,100টি SMS/দিন, আনলিমিটেড ৫জি ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার, আনলিমিটেড ৪জি নাইট ডেটা (রাত 12টা - সকাল 6টা)।
₹3652GB/দিন28 দিনআনলিমিটেড কল, 100টি SMS/দিন, আনলিমিটেড 5জি ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার, আনলিমিটেড 4জি হাফ-ডে ডেটা (রাত 12টা - দুপুর12টা)।
₹6492GB/দিন56 দিনআনলিমিটেড কল, 100টি SMS/দিন, আনলিমিটেড 5জি ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার, আনলিমিটেড 4জি হাফ-ডে ডেটা (রাত 12টা - দুপুর 12টা)।
₹9792GB/দিন84 দিনআনলিমিটেড কল, 100টি SMS/দিন, আনলিমিটেড 5জি ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার, আনলিমিটেড ৪জি হাফ-ডে ডেটা (রাত 12টা - দুপুর 12টা), ভি মুভিজ অ্যান্ড টিভি সুপার সাবস্ক্রিপশন।
₹3,5992GB/দিন365 দিনআনলিমিটেড কল, 100টি SMS/দিন, আনলিমিটেড 5জি ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার, আনলিমিটেড 4জি হাফ-ডে ডেটা (রাত 12টা - দুপুর 12টা)।

Vi 5G পোস্টপেইড প্ল্যানস:

প্ল্যানের নাম দাম (₹/Month)ডেটাকী কী সুবিধা
Vi Max 451₹45150GB + আনলিমিটেড ডেটা (12AM–6AM)

আনলিমিটেড কল, 3,000 SMS/প্রতিমাসে, ডেটা রোলওভার

পছন্দ মতো একটি ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা

Vi Max 551₹55190GB + আনলিমিটেড ডেটা (12AM–6AM)

আনলিমিটেড কল, 3,000 SMS/প্রতিমাসে, ডেটা রোলওভার

পছন্দ মতো দু’টি ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা

Vi Max 751₹751150GB + আনলিমিটেড ডেটা (12AM–6AM)

আনলিমিটেড কল, 3,000 SMS/প্রতিমাসে, ডেটা রোলওভার

পছন্দ মতো তিনটি ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা

REDX 1201₹1201আনলিমিটেড

আনলিমিটেড কল, ইন্টারন্যাশনাল রোমিং প্যাক, 4x এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস

সাবস্ক্রিপশন: Vi Games, Netflix Basic, Amazon Prime (6 মাস), JioHotstar (1বছর/ মোবাইল), and অন্যান্য সুবিধা

Vi-এর 5G পরিষেবা চালু পরিষেবা চালু দুই রাজ্যে, মিলবে আনলিমিটেড ডেটা

নয়াদিল্লি: গত সপ্তাহে দিল্লিতে 5G নেটওয়ার্কের পরিষেবা চালুর ট্রায়াল পর্ব শুরু করেছিল ভোডাফোন আইডিয়া ৷ তারপর (Vi) বৃহস্পতিবার, 15 মে, 2025 তারিখে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবাটি চালু করেছে । রোলআউটের প্রাথমিক পর্যায়ে দিল্লির পাশাপাশি ইতিমধ্যেই মুম্বই, চণ্ডীগড় এবং পটনায় চালু হয়ে গিয়েছে Vi-এর পরিষেবা ।

টেলিকম সংস্থাটি 2025 সালের অগস্টের মধ্যে 17টি সার্কেলে 5জি পরিষেবা চালুর কথা ঘোষণা করেছিল ৷ দিল্লির পরই বেঙ্গালুরু এবং মাইসুর-সহ অন্যান্য শহরগুলি ও গুরুত্বপূর্ণ বাজারগুলিতেও 5জি পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে ৷ 55,000 কোটি টাকা ব্যয়ে 5জি পরিষেবা চালু করতে তিন বছরেরও বেশি সময় লাগবে বলে জানিয়েছে সংস্থাটি ৷

দিল্লি এনসিআর-এর জন্য, ভিআই-এর নেক্সস্ট জেনেরেশন 5G কাঠামো তৈরির জন্য এরিকসনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ৷ ভিআই-এর তরফে উল্লেখ করা হয়েছে, সংস্থাটি তাদের "নেটওয়ার্ক কর্মক্ষমতা আরও অপ্টিমাইজ করার জন্য ভিআই এআই-চালিত Self Organizing Network (SON) স্থাপন করেছে ৷ একটি 5G নন-স্ট্যান্ডঅ্যালোন (NSA) আর্কিটেকচার ব্যবহার করে, ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন অভিজ্ঞতার জন্য 4G পরিষেবা গুলিকেও 5G-তে রূপান্তর নিশ্চিত করেছে ৷"

গত সপ্তাহে দিল্লিতে 5G নেটওয়ার্ক পরীক্ষার সময়, বেশ কয়েকজন Vi গ্রাহক 75 Mbps থেকে 170 Mbps এর মধ্যে ডাউনলোড গতি পেয়েছেন বলে তাঁরা জানিয়েছেন ৷ তবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এই ডাউনলোডের গতি অঞ্চল ভেদে ভিন্ন ছিল ৷ টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়ার তরফে উল্লেখ করা হয়েছে, মুম্বইয়ের 70 শতাংশ ব্যবহারকারী ইতিমধ্যেই Vi-এর 5জি পরিষেবা উপভোগ করছেন ৷ এর প্রায় 20 শতাংশ ডেটা ট্র্যাফিক ইতিমধ্যেই 5জি নেটওয়ার্কে রূপান্তরিত হয়েছে । ভোডাফোন আইডিয়া এই বছরের মার্চ মাসে ভারতে তার 5জি পরিষেবা চালু করেছিল মায়ানগরী মুম্বই থেকে ।

এপ্রিল মাসে, Vi টি-টোয়েন্টি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এর সময়ে 11টি ক্রিকেট স্টেডিয়াম- আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা, লখনউ, মুম্বাই এবং বিশাখাপত্তনমে 5G নেটওয়ার্ক চালু করার ঘোষণা করেছিল ৷ যার ফলে গ্রাহকরা এই ভেন্যুগুলিতে হাইস্পিড মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পেরেছেন ৷ এই মাসে, Vi চণ্ডীগড় এবং পটনাতেও তার 5G নেটওয়ার্কের কভারেজ সম্প্রসারিত করেছে । মে মাসে বেঙ্গালুরু এবং দিল্লিতে Vi-এর 5G পরিষেবা চালুর পরিকল্পনা ছিল, সেই মতো কয়েকদিনের মধ্যেই এই দুই সার্কেলে চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷

Vi 5G প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান

Vi 5G প্রিপেইড প্ল্যানগুলির দাম শুরু হচ্ছে 299 টাকা থেকে, 28 দিনের বৈধতা ও আনলিমিটেড 5G ডেটা, প্রতিদিন 1 জিবি 4জি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি এসএমএস-এর সুবিধা রয়েছে ৷ Vi-এর 5G পোস্টপেইড প্ল্যানগুলির দাম শুরু হচ্ছে 451 টাকা থেকে, রাত 12টা থেকে সকাল 5টা পর্যন্ত 50 জিবি ডেটা-সহ আনলিমিটেড নাইট ডেটা, আনলিমিটেড কলিং, প্রতি মাসে 3 হাজার এসএমএস, ডেটা রোলওভারের সুবিধা রয়েছে ৷

Vi 5G প্রিপেড প্ল্যান:

প্ল্যানের দামডেটা(প্রতি দিন)ভ্যালিটিডিকী কী সুবিধা
₹2991GB/দিন28 দিনআনলিমিটেড কল, 100টি SMS/দিন, আনলিমিটেড 5জি ডেটা।
₹3491.5GB/দিন28 দিনআনলিমিটেড কল, 100টি SMS/দিন, আনলিমিটেড 5জি ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার, আনলিমিটেড 4জি নাইট ডেটা (রাত 12টা - সকাল 6টা)।
₹5791.5GB/দিন56 দিনআনলিমিটেড কল, 100টি SMS/দিন, আনলিমিটেড 5জি ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার, আনলিমিটেড 4জি নাইট ডেটা (রাত 12টা - সকাল 6টা)।
₹8591.5GB/দিন84 দিনআনলিমিটেড কল,100টি SMS/দিন, আনলিমিটেড ৫জি ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার, আনলিমিটেড ৪জি নাইট ডেটা (রাত 12টা - সকাল 6টা)।
₹3652GB/দিন28 দিনআনলিমিটেড কল, 100টি SMS/দিন, আনলিমিটেড 5জি ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার, আনলিমিটেড 4জি হাফ-ডে ডেটা (রাত 12টা - দুপুর12টা)।
₹6492GB/দিন56 দিনআনলিমিটেড কল, 100টি SMS/দিন, আনলিমিটেড 5জি ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার, আনলিমিটেড 4জি হাফ-ডে ডেটা (রাত 12টা - দুপুর 12টা)।
₹9792GB/দিন84 দিনআনলিমিটেড কল, 100টি SMS/দিন, আনলিমিটেড 5জি ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার, আনলিমিটেড ৪জি হাফ-ডে ডেটা (রাত 12টা - দুপুর 12টা), ভি মুভিজ অ্যান্ড টিভি সুপার সাবস্ক্রিপশন।
₹3,5992GB/দিন365 দিনআনলিমিটেড কল, 100টি SMS/দিন, আনলিমিটেড 5জি ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার, আনলিমিটেড 4জি হাফ-ডে ডেটা (রাত 12টা - দুপুর 12টা)।

Vi 5G পোস্টপেইড প্ল্যানস:

প্ল্যানের নাম দাম (₹/Month)ডেটাকী কী সুবিধা
Vi Max 451₹45150GB + আনলিমিটেড ডেটা (12AM–6AM)

আনলিমিটেড কল, 3,000 SMS/প্রতিমাসে, ডেটা রোলওভার

পছন্দ মতো একটি ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা

Vi Max 551₹55190GB + আনলিমিটেড ডেটা (12AM–6AM)

আনলিমিটেড কল, 3,000 SMS/প্রতিমাসে, ডেটা রোলওভার

পছন্দ মতো দু’টি ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা

Vi Max 751₹751150GB + আনলিমিটেড ডেটা (12AM–6AM)

আনলিমিটেড কল, 3,000 SMS/প্রতিমাসে, ডেটা রোলওভার

পছন্দ মতো তিনটি ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা

REDX 1201₹1201আনলিমিটেড

আনলিমিটেড কল, ইন্টারন্যাশনাল রোমিং প্যাক, 4x এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস

সাবস্ক্রিপশন: Vi Games, Netflix Basic, Amazon Prime (6 মাস), JioHotstar (1বছর/ মোবাইল), and অন্যান্য সুবিধা

Vi-এর 5G পরিষেবা চালু পরিষেবা চালু দুই রাজ্যে, মিলবে আনলিমিটেড ডেটা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.