ETV Bharat / technology

ক্রিকেট স্টেডিয়ামে সিমকার্ড ছাড়া মিলবে ভোডাফোন-এর 5G পরিষেবা - VODAFONE IDEA 5G TO CRICKET STADIUM

টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল চলাকালীন, ভোডাফোন-আইডিয়া 11টি ক্রিকেট স্টেডিয়ামগুলিতে 5জি পরিষেবা চালু করেছে।

5g- connectivity
মুম্বইতে চালু হয়েছে ভোডাফোন আইডিয়া 5 জি পরিষেবা (ছবি Vodafone Idea)
author img

By ETV Bharat Tech Team

Published : April 9, 2025 at 11:06 AM IST

2 Min Read

হায়দরাবাদ: টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন-আইডিয়া (ভিআই) আরও সম্প্রসারণ করছে তাদের 5G পরিষেবা ৷ ইতিমধ্যেই বাণিজ্য়নগরী মুম্বইতে সংস্থাটি তাদের 5G পরিষেবা সম্প্রসারণ করেছে ৷ পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় ক্রিকেট স্টেডিয়ামে এই পরিষেবা (সিমলেস) পাবেন গ্রহাকরা । আইপিএল মরশুমে গ্রাহকদের উন্নত পরিষেবা দিতে সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে সংস্থাটি।

ভোডাফোন-আইডিয়ার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ক্রিকেট প্রেমীদের কথা ভেবে আইপিএলের মরশুমে বিশেষ পরিষেবা ৷ দেশের প্রধান শহর তথা আমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, লখনউ, মুম্বই এবং বিশাখাপত্তনমের স্টেডিয়ামগুলিতে Vi-এর সিমলেস 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন নাগরিকরা ।"

Vi-এর 5G পরিষেবা স্টেডিয়ামগুলিতে পৌঁছেছে

22 মার্চ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এর আগে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাটি ঘোষণা করেছিল, Vi প্রথম ক্রিকেট স্টেডিয়ামগুলিতে সিমলেস 5G পরিষেবা দেবে । আইপিএল চলবে মার্চ থেকে মে মাস পর্যন্ত চলবে । স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা গ্রাহকদের নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদানের জন্য সংস্থাটি 5G পরিষেবা চালু করেছে ।

Vi-এর মতে, এই নেটওয়ার্ক সম্প্রসারণে সেরা ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের জন্য এই উদ্যোগ। দর্শকদের ভিড় সত্ত্বেও, স্টেডিয়ামে উপস্থিত নাগরিকরা যাতে দ্রুত এবং নির্ভরযোগ্য সংযোগ উপভোগ করতে পারেন তা নিশ্চিত করেছে কোম্পানিটি । VI স্টেডিয়াম কমপ্লেক্সে মোট 53টি 5G নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে । এছাড়াও, এটি 44টি স্থানে ইন্টারনেট সংযোগ বৃদ্ধি করেছে ৷ ভক্তদের সঙ্গে সংযুক্ত রাখতে 9টি সেল অন হুইলস (CoW) স্থাপন করেছে।

স্টেডিয়ামে কারা Vi-এর 5G পরিষেবা পাবেন ?

ভোডাফোন-আইডিয়ার তরফে জাননো হয়েছে, হ্যান্ডসেটে 5G সাপোর্ট করে সেই সমস্ত গ্রাহকরা এই সুবিধাল পাবেন ৷ এই পরিষেবা পেতে প্রথমে ডিভাইসের সেটিংসে 5G নেটওয়ার্ক অ্যাক্টিভ করতে হবে ৷ তারপরই স্টেডিয়ামে আনলিমিটেড 5G পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন । স্টেডিয়ামে 5G পরিষেবা অ্যাক্সেস করার জন্য নির্দিষ্ট কোনও শর্তাবলি প্রয়োগ করেনি টেলিকম সংস্থাটি ৷

কোন কোন স্টেডিয়ামে Vi 5G পরিষেবা পাবেন গ্রাহকরা

  1. ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
  2. অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
  3. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
  4. ডাঃ ওয়াই.এস. রাজশেখর রেড্ডি স্টেডিয়াম, ভাইজ্যাগ
  5. ইডেন গার্ডেন, কলকাতা
  6. একানা স্টেডিয়াম, লখনউ
  7. এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
  8. মহারাজা যদবিন্দ্র সিং স্টেডিয়াম, চণ্ডীগড়
  9. নমো স্টেডিয়াম, আমেদাবাদ
  10. রাজীব গান্ধি স্টেডিয়াম, হায়দরাবাদ
  11. সওয়াই মানসিংহ স্টেডিয়াম, জয়পুর

যেসকল VI ব্যবহারকারী স্টেডিয়ামে সরাসরি ম্যাচটি দেখতে পারছেন না, তারা সহজেই তাদের বাড়ি থেকে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচটি উপভোগ করতে পারবেন । তারজন্য ব্যবহারকারীকে 101 টাকার একটি বিশেষ Vi রিচার্জ প্যাক কিনতে হবে ৷ সঙ্গে আনলিমিটেড ডেটা এবং Jio Hotstar সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা ।

IPL-এর মরশুমে বাড়ল সময়সীমা, কতদিন থাকবে 'আনলিমিটেড' অফার

জেনেরেটিভ AI ফিচারে এফই সিরিজে দু’টি ট্যাব লঞ্চ স্যামসাংয়ের

AI পাওয়ারড ও 50 MP সোনি ক্যামেরা ফিচার-সহ আসছে Vivo-র নতুন স্মার্টফোন

হায়দরাবাদ: টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন-আইডিয়া (ভিআই) আরও সম্প্রসারণ করছে তাদের 5G পরিষেবা ৷ ইতিমধ্যেই বাণিজ্য়নগরী মুম্বইতে সংস্থাটি তাদের 5G পরিষেবা সম্প্রসারণ করেছে ৷ পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় ক্রিকেট স্টেডিয়ামে এই পরিষেবা (সিমলেস) পাবেন গ্রহাকরা । আইপিএল মরশুমে গ্রাহকদের উন্নত পরিষেবা দিতে সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে সংস্থাটি।

ভোডাফোন-আইডিয়ার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ক্রিকেট প্রেমীদের কথা ভেবে আইপিএলের মরশুমে বিশেষ পরিষেবা ৷ দেশের প্রধান শহর তথা আমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, লখনউ, মুম্বই এবং বিশাখাপত্তনমের স্টেডিয়ামগুলিতে Vi-এর সিমলেস 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন নাগরিকরা ।"

Vi-এর 5G পরিষেবা স্টেডিয়ামগুলিতে পৌঁছেছে

22 মার্চ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এর আগে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাটি ঘোষণা করেছিল, Vi প্রথম ক্রিকেট স্টেডিয়ামগুলিতে সিমলেস 5G পরিষেবা দেবে । আইপিএল চলবে মার্চ থেকে মে মাস পর্যন্ত চলবে । স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা গ্রাহকদের নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদানের জন্য সংস্থাটি 5G পরিষেবা চালু করেছে ।

Vi-এর মতে, এই নেটওয়ার্ক সম্প্রসারণে সেরা ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের জন্য এই উদ্যোগ। দর্শকদের ভিড় সত্ত্বেও, স্টেডিয়ামে উপস্থিত নাগরিকরা যাতে দ্রুত এবং নির্ভরযোগ্য সংযোগ উপভোগ করতে পারেন তা নিশ্চিত করেছে কোম্পানিটি । VI স্টেডিয়াম কমপ্লেক্সে মোট 53টি 5G নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে । এছাড়াও, এটি 44টি স্থানে ইন্টারনেট সংযোগ বৃদ্ধি করেছে ৷ ভক্তদের সঙ্গে সংযুক্ত রাখতে 9টি সেল অন হুইলস (CoW) স্থাপন করেছে।

স্টেডিয়ামে কারা Vi-এর 5G পরিষেবা পাবেন ?

ভোডাফোন-আইডিয়ার তরফে জাননো হয়েছে, হ্যান্ডসেটে 5G সাপোর্ট করে সেই সমস্ত গ্রাহকরা এই সুবিধাল পাবেন ৷ এই পরিষেবা পেতে প্রথমে ডিভাইসের সেটিংসে 5G নেটওয়ার্ক অ্যাক্টিভ করতে হবে ৷ তারপরই স্টেডিয়ামে আনলিমিটেড 5G পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন । স্টেডিয়ামে 5G পরিষেবা অ্যাক্সেস করার জন্য নির্দিষ্ট কোনও শর্তাবলি প্রয়োগ করেনি টেলিকম সংস্থাটি ৷

কোন কোন স্টেডিয়ামে Vi 5G পরিষেবা পাবেন গ্রাহকরা

  1. ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
  2. অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
  3. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
  4. ডাঃ ওয়াই.এস. রাজশেখর রেড্ডি স্টেডিয়াম, ভাইজ্যাগ
  5. ইডেন গার্ডেন, কলকাতা
  6. একানা স্টেডিয়াম, লখনউ
  7. এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
  8. মহারাজা যদবিন্দ্র সিং স্টেডিয়াম, চণ্ডীগড়
  9. নমো স্টেডিয়াম, আমেদাবাদ
  10. রাজীব গান্ধি স্টেডিয়াম, হায়দরাবাদ
  11. সওয়াই মানসিংহ স্টেডিয়াম, জয়পুর

যেসকল VI ব্যবহারকারী স্টেডিয়ামে সরাসরি ম্যাচটি দেখতে পারছেন না, তারা সহজেই তাদের বাড়ি থেকে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচটি উপভোগ করতে পারবেন । তারজন্য ব্যবহারকারীকে 101 টাকার একটি বিশেষ Vi রিচার্জ প্যাক কিনতে হবে ৷ সঙ্গে আনলিমিটেড ডেটা এবং Jio Hotstar সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা ।

IPL-এর মরশুমে বাড়ল সময়সীমা, কতদিন থাকবে 'আনলিমিটেড' অফার

জেনেরেটিভ AI ফিচারে এফই সিরিজে দু’টি ট্যাব লঞ্চ স্যামসাংয়ের

AI পাওয়ারড ও 50 MP সোনি ক্যামেরা ফিচার-সহ আসছে Vivo-র নতুন স্মার্টফোন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.