হায়দরাবাদ: টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন-আইডিয়া (ভিআই) আরও সম্প্রসারণ করছে তাদের 5G পরিষেবা ৷ ইতিমধ্যেই বাণিজ্য়নগরী মুম্বইতে সংস্থাটি তাদের 5G পরিষেবা সম্প্রসারণ করেছে ৷ পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় ক্রিকেট স্টেডিয়ামে এই পরিষেবা (সিমলেস) পাবেন গ্রহাকরা । আইপিএল মরশুমে গ্রাহকদের উন্নত পরিষেবা দিতে সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে সংস্থাটি।
ভোডাফোন-আইডিয়ার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ক্রিকেট প্রেমীদের কথা ভেবে আইপিএলের মরশুমে বিশেষ পরিষেবা ৷ দেশের প্রধান শহর তথা আমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, লখনউ, মুম্বই এবং বিশাখাপত্তনমের স্টেডিয়ামগুলিতে Vi-এর সিমলেস 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন নাগরিকরা ।"
Vi-এর 5G পরিষেবা স্টেডিয়ামগুলিতে পৌঁছেছে
22 মার্চ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এর আগে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাটি ঘোষণা করেছিল, Vi প্রথম ক্রিকেট স্টেডিয়ামগুলিতে সিমলেস 5G পরিষেবা দেবে । আইপিএল চলবে মার্চ থেকে মে মাস পর্যন্ত চলবে । স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা গ্রাহকদের নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদানের জন্য সংস্থাটি 5G পরিষেবা চালু করেছে ।
Vi-এর মতে, এই নেটওয়ার্ক সম্প্রসারণে সেরা ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের জন্য এই উদ্যোগ। দর্শকদের ভিড় সত্ত্বেও, স্টেডিয়ামে উপস্থিত নাগরিকরা যাতে দ্রুত এবং নির্ভরযোগ্য সংযোগ উপভোগ করতে পারেন তা নিশ্চিত করেছে কোম্পানিটি । VI স্টেডিয়াম কমপ্লেক্সে মোট 53টি 5G নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে । এছাড়াও, এটি 44টি স্থানে ইন্টারনেট সংযোগ বৃদ্ধি করেছে ৷ ভক্তদের সঙ্গে সংযুক্ত রাখতে 9টি সেল অন হুইলস (CoW) স্থাপন করেছে।
স্টেডিয়ামে কারা Vi-এর 5G পরিষেবা পাবেন ?
ভোডাফোন-আইডিয়ার তরফে জাননো হয়েছে, হ্যান্ডসেটে 5G সাপোর্ট করে সেই সমস্ত গ্রাহকরা এই সুবিধাল পাবেন ৷ এই পরিষেবা পেতে প্রথমে ডিভাইসের সেটিংসে 5G নেটওয়ার্ক অ্যাক্টিভ করতে হবে ৷ তারপরই স্টেডিয়ামে আনলিমিটেড 5G পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন । স্টেডিয়ামে 5G পরিষেবা অ্যাক্সেস করার জন্য নির্দিষ্ট কোনও শর্তাবলি প্রয়োগ করেনি টেলিকম সংস্থাটি ৷
কোন কোন স্টেডিয়ামে Vi 5G পরিষেবা পাবেন গ্রাহকরা
- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
- অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
- চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
- ডাঃ ওয়াই.এস. রাজশেখর রেড্ডি স্টেডিয়াম, ভাইজ্যাগ
- ইডেন গার্ডেন, কলকাতা
- একানা স্টেডিয়াম, লখনউ
- এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
- মহারাজা যদবিন্দ্র সিং স্টেডিয়াম, চণ্ডীগড়
- নমো স্টেডিয়াম, আমেদাবাদ
- রাজীব গান্ধি স্টেডিয়াম, হায়দরাবাদ
- সওয়াই মানসিংহ স্টেডিয়াম, জয়পুর
যেসকল VI ব্যবহারকারী স্টেডিয়ামে সরাসরি ম্যাচটি দেখতে পারছেন না, তারা সহজেই তাদের বাড়ি থেকে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচটি উপভোগ করতে পারবেন । তারজন্য ব্যবহারকারীকে 101 টাকার একটি বিশেষ Vi রিচার্জ প্যাক কিনতে হবে ৷ সঙ্গে আনলিমিটেড ডেটা এবং Jio Hotstar সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা ।
AI পাওয়ারড ও 50 MP সোনি ক্যামেরা ফিচার-সহ আসছে Vivo-র নতুন স্মার্টফোন