ETV Bharat / technology

50MP সেলফি ক্যামেরা ও লাইভ কল ট্রান্সলেশন ফিচারে স্মার্টফোন লঞ্চ - VIVO V50E PRICE INDIA

Vivo V50e ভারতীয় বাজারে লঞ্চ করেছে । এতে রয়েছে 4k ভিডিয়ো রেকর্ডিং, 50MP Sony সেন্সর ফ্রন্ট ক্যামেরা ৷

Vivo V50e
Vivo V50e ভারতে লঞ্চ হয়েছে (ছবি Vivo)
author img

By ETV Bharat Tech Team

Published : April 10, 2025 at 1:51 PM IST

3 Min Read

হায়দারবাদ: ভিভো মিড-রেঞ্জ স্মার্টফোন VIVO V50E লঞ্চ করেছে ভারতের বাজারে । এই ফোনটি, 2025 সালের ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া Vivo V50-এর স্ট্যান্ডার্ড লাইনআপ সংযুক্ত ৷ আজ থেকে প্রি-বুকিং শুরু হয়েছে । ভিভোর ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 SoC চিপসেট দ্বারা চালিত । এবার জেনে নেওয়া যাক ডিভাইসটির ফিচার ও দাম ৷ Flipkart-এর মাধ্যমে বিক্রি শুরু হবে ।

Vivo V50e-এর দাম ও কোথা থেকে বিক্রি শুরু হবে
লঞ্চর পরই Vivo V50e এর প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে । 17 এপ্রিল থেকে বিক্রি শুরু হবে । স্মার্টফোনটি Flipkart, Vivo-এর ওয়েবসাইট এবং অফলাইন স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে। ভিভোর তরফে ঘোষণা করা হয়েছে, অনলাইনে ফোনটি বুক করলে 10 শতাংশ পর্যন্ত ব্যাংকের কার্ডে ছাড় এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা পেতে পারবেন আগ্রীরা। যাঁরা অফলাইনে ফোনটি কিনবেন তাঁরাও 10 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ৷ সেই সঙ্গে 9 মাসের মাসিক কিস্তির সুবিধা, কোনও ডাউনপেমেন্ট ছাড়া ৷

ভিভোর এই মডেলটি পার্ল হোয়াইট এবং স্যাফায়ার ব্লু এই দুই রঙের বিকল্পে পাওয়া যাবে ৷ Vivo V50e মডেলটি 8GB ব়্যাম + 128GB স্টোরেজ এবং 8GB ব়্যাম + 256GB স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে । দাম যথাক্রমে 29, 9999 টাকা ও 30,999 টাকা।

Vivo V50E: স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo V50e-তে রয়েছে 6.7-ইঞ্চি আল্ট্রা-স্লিম কোয়াড কার্ভড ডিসপ্লে ৷ যার রিফ্রেশ রেট 120Hz এবং উজ্জ্বলতা 1300 নিট। ফোনটির 7.3 মিমি পুরু ও ডিসপ্লেতে লো লাইট ব্লু সার্টিফিকেশন ।

ক্যামেরা: এই ফোনের ক্যামেরা সিস্টেমে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট ৷ 50 MP Sony IMX882 প্রধান সেন্সর, 116 ডিগ্রি ফিল্ড অফ ভিউ-সহ একটি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা । কম আলোতে ভালো ছবি তোলার জন্য এতে একটি অরা লাইট ক্যামেরা ফিচার রয়েছে । এছাড়াও, ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরাতেই 4K ভিডিয়ো রেকর্ডিং ফিচার রয়েছে ৷ এছাড়াও, Vivo V50e ফোনটিতে ওয়েডিং পোর্ট্রেট স্টুডিয়ো নামে একটি বিশেষ পোর্ট্রেট মোডও রয়েছে ।

প্রসেসর: Vivo V50e একটি 4 nm MediaTek Dimensity 7300 SoC চিপসেট রয়েছে

ব্যাটারি, চার্জিং: ফোনটিতে 5,600 mAh এর আল্ট্রা-লার্জ ব্যাটারি রয়েছে যা 90-ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে

অপারেটিং সিস্টেম: Vivo V50e অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক Funtouch OS15 অপারেটিং সিস্টেমে চলে। কোম্পানির দাবি, Vivo V50e 5 বছর পর্যন্ত আপডেট দেবে

আইপি রেটিং: ফোনটি জল এবং ধুলো থেকে রক্ষা করার জন্য আইপি68 এবং আইপি69 রেটিং রয়েছে

রঙের বিকল্প: Vivo V50e দু’টি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে: পার্ল হোয়াইট এবং স্যাফায়ার ব্লু।

অন্যান্য বৈশিষ্ট্য: ফোনটিতে অনেক AI ফিচার রয়েছে ৷ AI ইমেজ এক্সপেন্ডার, AI নোট অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ, AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, লাইভ কল ট্রান্সলেশন, AI সুপারলিংক-সহ একাধিক ফিচার রয়েছে ৷

আকর্ষণীয় রং ও সুগন্ধে মাতিয়ে রাখবে Infinix-এর স্মার্টফোন

হায়দারবাদ: ভিভো মিড-রেঞ্জ স্মার্টফোন VIVO V50E লঞ্চ করেছে ভারতের বাজারে । এই ফোনটি, 2025 সালের ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া Vivo V50-এর স্ট্যান্ডার্ড লাইনআপ সংযুক্ত ৷ আজ থেকে প্রি-বুকিং শুরু হয়েছে । ভিভোর ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 SoC চিপসেট দ্বারা চালিত । এবার জেনে নেওয়া যাক ডিভাইসটির ফিচার ও দাম ৷ Flipkart-এর মাধ্যমে বিক্রি শুরু হবে ।

Vivo V50e-এর দাম ও কোথা থেকে বিক্রি শুরু হবে
লঞ্চর পরই Vivo V50e এর প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে । 17 এপ্রিল থেকে বিক্রি শুরু হবে । স্মার্টফোনটি Flipkart, Vivo-এর ওয়েবসাইট এবং অফলাইন স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে। ভিভোর তরফে ঘোষণা করা হয়েছে, অনলাইনে ফোনটি বুক করলে 10 শতাংশ পর্যন্ত ব্যাংকের কার্ডে ছাড় এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা পেতে পারবেন আগ্রীরা। যাঁরা অফলাইনে ফোনটি কিনবেন তাঁরাও 10 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ৷ সেই সঙ্গে 9 মাসের মাসিক কিস্তির সুবিধা, কোনও ডাউনপেমেন্ট ছাড়া ৷

ভিভোর এই মডেলটি পার্ল হোয়াইট এবং স্যাফায়ার ব্লু এই দুই রঙের বিকল্পে পাওয়া যাবে ৷ Vivo V50e মডেলটি 8GB ব়্যাম + 128GB স্টোরেজ এবং 8GB ব়্যাম + 256GB স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে । দাম যথাক্রমে 29, 9999 টাকা ও 30,999 টাকা।

Vivo V50E: স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo V50e-তে রয়েছে 6.7-ইঞ্চি আল্ট্রা-স্লিম কোয়াড কার্ভড ডিসপ্লে ৷ যার রিফ্রেশ রেট 120Hz এবং উজ্জ্বলতা 1300 নিট। ফোনটির 7.3 মিমি পুরু ও ডিসপ্লেতে লো লাইট ব্লু সার্টিফিকেশন ।

ক্যামেরা: এই ফোনের ক্যামেরা সিস্টেমে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট ৷ 50 MP Sony IMX882 প্রধান সেন্সর, 116 ডিগ্রি ফিল্ড অফ ভিউ-সহ একটি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা । কম আলোতে ভালো ছবি তোলার জন্য এতে একটি অরা লাইট ক্যামেরা ফিচার রয়েছে । এছাড়াও, ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরাতেই 4K ভিডিয়ো রেকর্ডিং ফিচার রয়েছে ৷ এছাড়াও, Vivo V50e ফোনটিতে ওয়েডিং পোর্ট্রেট স্টুডিয়ো নামে একটি বিশেষ পোর্ট্রেট মোডও রয়েছে ।

প্রসেসর: Vivo V50e একটি 4 nm MediaTek Dimensity 7300 SoC চিপসেট রয়েছে

ব্যাটারি, চার্জিং: ফোনটিতে 5,600 mAh এর আল্ট্রা-লার্জ ব্যাটারি রয়েছে যা 90-ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে

অপারেটিং সিস্টেম: Vivo V50e অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক Funtouch OS15 অপারেটিং সিস্টেমে চলে। কোম্পানির দাবি, Vivo V50e 5 বছর পর্যন্ত আপডেট দেবে

আইপি রেটিং: ফোনটি জল এবং ধুলো থেকে রক্ষা করার জন্য আইপি68 এবং আইপি69 রেটিং রয়েছে

রঙের বিকল্প: Vivo V50e দু’টি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে: পার্ল হোয়াইট এবং স্যাফায়ার ব্লু।

অন্যান্য বৈশিষ্ট্য: ফোনটিতে অনেক AI ফিচার রয়েছে ৷ AI ইমেজ এক্সপেন্ডার, AI নোট অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ, AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, লাইভ কল ট্রান্সলেশন, AI সুপারলিংক-সহ একাধিক ফিচার রয়েছে ৷

আকর্ষণীয় রং ও সুগন্ধে মাতিয়ে রাখবে Infinix-এর স্মার্টফোন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.