ETV Bharat / technology

50 মেগা পিক্সেল সেলফি ক্যামেরা থেকে দীর্ঘমেয়াদি ব্য়াটারি ভিভোর এই সিরিজে - Vivo V40e India launch

VIVO V40E Launch: ভারতের বাজারে লঞ্চ করল Vivo V40e ৷ এটি Vivo V40 সিরিজের স্মার্টফোনগুলির মধ্যে সব থেকে কম দাম ৷ Vivo V40e দুর্দান্ত ফিচার ও একধিক আকর্ষনীয় রঙে পাওয়া যাবে ৷

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 25, 2024, 2:44 PM IST

VIVO V40E Launch
Vivo V40e স্মার্টফোন (Vivo India)

হায়দরাবাদ: ভারতীয় বাজারে ভিভো লঞ্চ করল তাদের নতুন মডেল Vivo V40e ৷ এই মডেলে রয়েছে Sony ক্যামেরা ৷ এছাড়াও রয়েছে 50 মেগা পিক্সেল সেলফি ক্যামেরা ৷ এছড়াও 4কে ভিডিয়ো রেকর্ডিং-এর সুবিধা ৷ ভিভোর নতুন এই মডেলের দাম 30 হাজারের থেকেও কম ৷ 27 সেপ্টেম্বর Flipkart Big Billion Day সেলে কিনতে গেলে দাম অবশ্য় আরও কিছুটা কম হবে ৷ এছড়া ভিভো ইন্ডিয়া ওয়েবসাইট থেকে বুকিং করা এবং কেনা যাবে।

31 হাজার টাকায় আইফোন 15, কীভাবে-কোথায় বিস্তারিত জানুন

Vivo V40e বৈশিষ্ট্য: ইতিমধ্যেই ভিভো তাদের ওয়েবসাইটে এই স্মার্টফোন সম্পর্কিত বেশ কিছু তথ্য শেয়ার করেছে। সেখানেই উল্লেখ করা হয়েছে Vivo V40e রয়্যাল ব্রোঞ্জ এবং মিন্ট গ্রিন রঙে পাওয়া যাবে ৷

VIVO V40E Launch
মিন্ট গ্রিন রঙের মডেল (Vivo India)
  • ডিসপ্লে: Vivo V40e ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট, HDR10, P3 কালার গ্যামাট ৷ 6.77-ইঞ্চি কার্ভড 3D Full-HD+ (2392x1080) AMOLED ডিসপ্লে রয়েছে । কার্ভ ডিসপ্লে থাকায় চোখে ক্ষতিও অনেকটাই রেহাই পায় ৷
  • ক্যামেরা: Vivo V40e ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ-এর সুবিধা রয়েছে। যার মধ্যে একটি 50-মেগাপিক্সেল Sony IMX882 প্রাথমিক সেন্সর ক্যামেরা এবং অন্যটি একটি 8-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। আই অটো ফোকাস সেন্সর রয়েছে । এতে ফ্ল্যাশের জন্য আছে অরা লাইটের রয়েছে। সেলফি এবং ভিডিয়ো কলের ক্ষেত্রে বিশেষ সুবিধা যোগ করবে ৷
  • এআই ফিচার: এই ফোনে এআই ফটো ক্যরেটশনের সুবিধা ৷ এছাড়াও এআই ইরেজার ইনস্টল থাকা ডিলিটের ক্ষেত্রে বিশেষ সুবিধা পান ব্যবহাকারীরা ৷
  • ব্যাটারি: এই স্মার্টফোনটি একটি বড় 5,500 mAh ব্যাটারি দ্বারা চালিত। এটি 80W দ্রুত চার্জিংয়ের সুবিধা আছে ৷
  • ওজন: Vivo V40e 0.74 সেমি এবং ওজন 183 গ্রাম ৷

নতুন লঞ্চ হওয়া Vivo V40e স্মার্টফোনটি প্রায় 28,999 টাকায় পাওয়া যাবে ৷ এটি নাথিং ফোন (2A) প্লাস, মটোরোলা এজ 50, ওয়ানপ্লাস নর্ড 4-এর মতো স্মার্টফোনগুলিকে ফিচারের দিক থেকে অনায়াসেই টক্কর দিতে পারে ৷

জলের দরে iPhone 13, শুরু হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল

হায়দরাবাদ: ভারতীয় বাজারে ভিভো লঞ্চ করল তাদের নতুন মডেল Vivo V40e ৷ এই মডেলে রয়েছে Sony ক্যামেরা ৷ এছাড়াও রয়েছে 50 মেগা পিক্সেল সেলফি ক্যামেরা ৷ এছড়াও 4কে ভিডিয়ো রেকর্ডিং-এর সুবিধা ৷ ভিভোর নতুন এই মডেলের দাম 30 হাজারের থেকেও কম ৷ 27 সেপ্টেম্বর Flipkart Big Billion Day সেলে কিনতে গেলে দাম অবশ্য় আরও কিছুটা কম হবে ৷ এছড়া ভিভো ইন্ডিয়া ওয়েবসাইট থেকে বুকিং করা এবং কেনা যাবে।

31 হাজার টাকায় আইফোন 15, কীভাবে-কোথায় বিস্তারিত জানুন

Vivo V40e বৈশিষ্ট্য: ইতিমধ্যেই ভিভো তাদের ওয়েবসাইটে এই স্মার্টফোন সম্পর্কিত বেশ কিছু তথ্য শেয়ার করেছে। সেখানেই উল্লেখ করা হয়েছে Vivo V40e রয়্যাল ব্রোঞ্জ এবং মিন্ট গ্রিন রঙে পাওয়া যাবে ৷

VIVO V40E Launch
মিন্ট গ্রিন রঙের মডেল (Vivo India)
  • ডিসপ্লে: Vivo V40e ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট, HDR10, P3 কালার গ্যামাট ৷ 6.77-ইঞ্চি কার্ভড 3D Full-HD+ (2392x1080) AMOLED ডিসপ্লে রয়েছে । কার্ভ ডিসপ্লে থাকায় চোখে ক্ষতিও অনেকটাই রেহাই পায় ৷
  • ক্যামেরা: Vivo V40e ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ-এর সুবিধা রয়েছে। যার মধ্যে একটি 50-মেগাপিক্সেল Sony IMX882 প্রাথমিক সেন্সর ক্যামেরা এবং অন্যটি একটি 8-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। আই অটো ফোকাস সেন্সর রয়েছে । এতে ফ্ল্যাশের জন্য আছে অরা লাইটের রয়েছে। সেলফি এবং ভিডিয়ো কলের ক্ষেত্রে বিশেষ সুবিধা যোগ করবে ৷
  • এআই ফিচার: এই ফোনে এআই ফটো ক্যরেটশনের সুবিধা ৷ এছাড়াও এআই ইরেজার ইনস্টল থাকা ডিলিটের ক্ষেত্রে বিশেষ সুবিধা পান ব্যবহাকারীরা ৷
  • ব্যাটারি: এই স্মার্টফোনটি একটি বড় 5,500 mAh ব্যাটারি দ্বারা চালিত। এটি 80W দ্রুত চার্জিংয়ের সুবিধা আছে ৷
  • ওজন: Vivo V40e 0.74 সেমি এবং ওজন 183 গ্রাম ৷

নতুন লঞ্চ হওয়া Vivo V40e স্মার্টফোনটি প্রায় 28,999 টাকায় পাওয়া যাবে ৷ এটি নাথিং ফোন (2A) প্লাস, মটোরোলা এজ 50, ওয়ানপ্লাস নর্ড 4-এর মতো স্মার্টফোনগুলিকে ফিচারের দিক থেকে অনায়াসেই টক্কর দিতে পারে ৷

জলের দরে iPhone 13, শুরু হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.