ETV Bharat / technology

অবসরে স্মার্টফোন থেকে আয় হাজার হাজার টাকা, কীভাবে ? - Use Mobile Phone to Make Money

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 2:37 PM IST

How to earn money from mobile: অবসর সময়কে কাজে লাগিয়ে মোবাইল থেকে অর্থ উপার্জন করতে পারেন। একটু সচেতন হলেই হাজার হাজার টাকা আয় করা যায়। চলুন জেনে নিই কীভাবে মোবাইল থেকে আয় করা যায়।

How to earn money from mobile
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

হায়দরাবাদ: স্মার্টফোন এখন আর শুধু বিনোদন নয়, অত্যন্ত প্রয়োজনীয় একটি বস্তু ৷ একটু সচেতন হলেই মোবাইলফোনটিক মাধ্যমে উপার্জন করা সম্ভব ৷ মোবাইল অ্যাপস, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং ডিজিটাল মাধ্যমের সঠিক ব্যবহারে অর্থ উপার্জন করতে পারেন। আসুন জেনে নেই কীভাবে আপনি আপনার স্মার্টফোনটিকে উপার্জনের কাজে লাগাবেন ৷

1. মোবাইল অ্যাপস: অ্যাপ স্টোর এবং গুগল প্লে-এর মতো অ্যাপ স্টোরে গিয়ে নিজের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করুন ৷ এবার যে জিনিসপত্র বিক্রি করতে চান সেগুলির বিবরণ নিজের তৈরি করা অ্যাপে দিন ৷ আপনি সেগুলি বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন। গেমিং অ্যাপ তৈরি করেও উপার্জন করতে পারেন ৷ এইগুলি সহজেই আকর্ষণ করে যেকোনও মানুষকে ৷

2. ফ্রিল্যান্স কাজ: লেখা, গ্রাফিক ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করতে পারে ৷ লেখালেখির জন্য যে সব-সময় কম্পিউটার প্রয়োজন তা নয়, স্মার্টফোন থাকলেই হল ৷ লেখা-লেখি যেমন করতে পারবেন সেই রমকই, কোনও ডিজাইন তৈরি করে সেখান থেকে উপার্জন করতে পারেন ৷ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে এই ধরনের কাজের সন্ধান করতে পারেন ৷

3. অনলাইন সমীক্ষা: আপনি Swagbucks, Survey Junkie বা Vindale Research এর মত অ্যাপের মাধ্যমে অনলাইন সমীক্ষায় অংশগ্রহণ করে নগদ উপার্জন করতে পারেন।

4. অ্যাফিলিয়েট মার্কেটিং: আপনি সোশ্যাল মিডিয়ায় ব্লগের মাধ্যমে পণ্য, বিভিন্ন পরিষেবার বিজ্ঞাপন দিয়েও উপার্জন করতে পারেন। আপনার পাঠানো লিঙ্ক যদি অপরজনকে রেফার করেন, তার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন ৷

5. পণ্যের বিপণন: অনলাইনে কোনও পণ্য বিক্রি করেও তার থেকে উপার্জন করতে পারেন ৷ আপনি বিভিন্ন পণ্য বিক্রির জন্য Amazon, eBay বা Etsy এর মতো ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। এর থেকে ভালো টাকা আয় করতে পারবেন।

6. মোবাইল বিজ্ঞাপন : আপনি Google AdMob বা অন্যান্য মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্কের সাহায্যে ওয়েবসাইট বা অ্যাপে বিজ্ঞাপন দিতে পারেন কোনও পণ্যের ৷ তার মাধ্যমেও টাকা আসবে ৷

দামি মোবাইল পছন্দ ভারতীয়দের! 1 লাখের বেশি দামের স্মার্টফোনের বিক্রি বাড়ল 80 শতাংশ

7. গিগ ইকোনমি: গিগ ইকোনমি প্ল্যাটফর্মে নাম নথিভুক্ত করলে সেখান কাজের সন্ধান পেতে পারেন ৷

8. স্টক ফটো: শাটারস্টক, আইস্টক বা অ্যাডোব স্টকের মতো স্টক ইমেজ ওয়েবসাইটগুলিতে আয়ের সুযোগ থাকে ৷ সেখানে ছবি বিক্রি করে আয়ের সুযোগ থাকে অনেকের।

9. টিউশন এবং বিনামূল্যে পরামর্শ: আপনি TutorMe বা স্পষ্টতার মত প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের অনলাইন ক্লাস, পরামর্শ দিতে পারেন।

10. অনলাইন কোর্স বিক্রি: অনলাইন কোর্স তৈরি করা এবং সেগুলিকে Udemy, Teachable বা Skillshare-এর মতো প্ল্যাটফর্মে বিক্রি করা ৷ আপনার দক্ষতার জন্য ভালো পারিশ্রমিক পেতে পারে।

মোবাইল ফোন আপনার জন্য অর্থ উপার্জনের অনেক সুযোগ খুলে দিয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার করে, আপনি আপনার মোবাইল ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারেন। এছাড়াও, আপনি উপরের তথ্যগুলি আপনার বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে ভাগ করে নিতে পারেন, যাতে তাদের কাজের সমস্যা কিছুটা হলেও উপশম হয়।

বিল মেটাতে মোবাইল নয়, স্মার্টওয়াচের 'tap and pay' অপশনে এক নিমেষে পেমেন্ট

হায়দরাবাদ: স্মার্টফোন এখন আর শুধু বিনোদন নয়, অত্যন্ত প্রয়োজনীয় একটি বস্তু ৷ একটু সচেতন হলেই মোবাইলফোনটিক মাধ্যমে উপার্জন করা সম্ভব ৷ মোবাইল অ্যাপস, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং ডিজিটাল মাধ্যমের সঠিক ব্যবহারে অর্থ উপার্জন করতে পারেন। আসুন জেনে নেই কীভাবে আপনি আপনার স্মার্টফোনটিকে উপার্জনের কাজে লাগাবেন ৷

1. মোবাইল অ্যাপস: অ্যাপ স্টোর এবং গুগল প্লে-এর মতো অ্যাপ স্টোরে গিয়ে নিজের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করুন ৷ এবার যে জিনিসপত্র বিক্রি করতে চান সেগুলির বিবরণ নিজের তৈরি করা অ্যাপে দিন ৷ আপনি সেগুলি বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন। গেমিং অ্যাপ তৈরি করেও উপার্জন করতে পারেন ৷ এইগুলি সহজেই আকর্ষণ করে যেকোনও মানুষকে ৷

2. ফ্রিল্যান্স কাজ: লেখা, গ্রাফিক ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করতে পারে ৷ লেখালেখির জন্য যে সব-সময় কম্পিউটার প্রয়োজন তা নয়, স্মার্টফোন থাকলেই হল ৷ লেখা-লেখি যেমন করতে পারবেন সেই রমকই, কোনও ডিজাইন তৈরি করে সেখান থেকে উপার্জন করতে পারেন ৷ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে এই ধরনের কাজের সন্ধান করতে পারেন ৷

3. অনলাইন সমীক্ষা: আপনি Swagbucks, Survey Junkie বা Vindale Research এর মত অ্যাপের মাধ্যমে অনলাইন সমীক্ষায় অংশগ্রহণ করে নগদ উপার্জন করতে পারেন।

4. অ্যাফিলিয়েট মার্কেটিং: আপনি সোশ্যাল মিডিয়ায় ব্লগের মাধ্যমে পণ্য, বিভিন্ন পরিষেবার বিজ্ঞাপন দিয়েও উপার্জন করতে পারেন। আপনার পাঠানো লিঙ্ক যদি অপরজনকে রেফার করেন, তার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন ৷

5. পণ্যের বিপণন: অনলাইনে কোনও পণ্য বিক্রি করেও তার থেকে উপার্জন করতে পারেন ৷ আপনি বিভিন্ন পণ্য বিক্রির জন্য Amazon, eBay বা Etsy এর মতো ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। এর থেকে ভালো টাকা আয় করতে পারবেন।

6. মোবাইল বিজ্ঞাপন : আপনি Google AdMob বা অন্যান্য মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্কের সাহায্যে ওয়েবসাইট বা অ্যাপে বিজ্ঞাপন দিতে পারেন কোনও পণ্যের ৷ তার মাধ্যমেও টাকা আসবে ৷

দামি মোবাইল পছন্দ ভারতীয়দের! 1 লাখের বেশি দামের স্মার্টফোনের বিক্রি বাড়ল 80 শতাংশ

7. গিগ ইকোনমি: গিগ ইকোনমি প্ল্যাটফর্মে নাম নথিভুক্ত করলে সেখান কাজের সন্ধান পেতে পারেন ৷

8. স্টক ফটো: শাটারস্টক, আইস্টক বা অ্যাডোব স্টকের মতো স্টক ইমেজ ওয়েবসাইটগুলিতে আয়ের সুযোগ থাকে ৷ সেখানে ছবি বিক্রি করে আয়ের সুযোগ থাকে অনেকের।

9. টিউশন এবং বিনামূল্যে পরামর্শ: আপনি TutorMe বা স্পষ্টতার মত প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের অনলাইন ক্লাস, পরামর্শ দিতে পারেন।

10. অনলাইন কোর্স বিক্রি: অনলাইন কোর্স তৈরি করা এবং সেগুলিকে Udemy, Teachable বা Skillshare-এর মতো প্ল্যাটফর্মে বিক্রি করা ৷ আপনার দক্ষতার জন্য ভালো পারিশ্রমিক পেতে পারে।

মোবাইল ফোন আপনার জন্য অর্থ উপার্জনের অনেক সুযোগ খুলে দিয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার করে, আপনি আপনার মোবাইল ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারেন। এছাড়াও, আপনি উপরের তথ্যগুলি আপনার বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে ভাগ করে নিতে পারেন, যাতে তাদের কাজের সমস্যা কিছুটা হলেও উপশম হয়।

বিল মেটাতে মোবাইল নয়, স্মার্টওয়াচের 'tap and pay' অপশনে এক নিমেষে পেমেন্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.