ETV Bharat / technology

বর্ণালীবীক্ষণ যন্ত্রের সাহায্যে বোঝা যাবে মাটির প্রকৃতি - Rapid Soil Testing method

New Soil Testing Method: কৃষকদের স্বার্থে যুগান্তকারী আবিষ্কার খড়গপুর আইআইটির বিজ্ঞানীদের ৷ এবার বর্ণালীবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আরও সহজ মাটির প্রকৃতি জানা ৷ এই পরীক্ষা অত্যন্ত সাশ্রয়ী বলে দাবি করা হয়েছে ৷

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 18, 2024, 5:07 PM IST

New Soil Testing Method
কৃষকদের স্বার্থে যুগান্তকারী আবিষ্কার খড়গপুর আইআইটি (নিজস্ব ছবি)

খড়গপুর, 18 সেপ্টেম্বর: কৃষকদের সুবিধার্থে মাটি পরীক্ষার জন্য বিশেষ পদ্ধতি আবিষ্কার করল খড়গপুর আইআইটি-র বিজ্ঞানীরা ৷ সম্প্রতি পশ্চিমবঙ্গের খড়গপুর আইআইটি ও হায়দরাবাদের ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট অফ সেমি এরিড ট্রপিকস (ICRISAT) যৌথ উদ্যোগে একটি গবেষণা করে ৷ সেই গবেষণতেই আবিষ্কার হয়েছে, মাটির প্রকৃতি জানা যাবে DRS (Diffuse Reflectance Spectroscopy) বা বর্ণালীবিক্ষণ যন্ত্রের সাহায্যে ৷ নতুন পদ্ধতিতে সব থেকে বেশি উপকৃত হবেন ছোট ছোট কৃষকরা ৷ আগামিদিনে এই পদ্ধতির আরও উন্নয়ন করা হবে আশা করছেন বিজ্ঞানীরা ৷

Infosys-LVPEI-এর এই অ্যাপটি দিয়ে ঘরে বসে সহজে চোখের পরীক্ষা করুন

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়গপুরের কৃষি ও খাদ্য প্রকৌশল বিভাগ (এজিএফই) বছরের পর বছর গবেষণা শুরু করেছে মাটি পরীক্ষার পদ্ধতি নিয়ে ৷ যেখানে দেখা গিয়েছে, ডিফিউজ রিফ্লেক্টেন্স স্পেকট্রোস্কোপি (ডিআরএস)পদ্ধতিতে দ্রুত এবং নিরাপদে মাটি পরীক্ষা করা যায় ৷ সাধারণত মাটি পরীক্ষার জন্য ভিজে মাটি সংগ্রহ করে সেটি শুকিয়ে তারপর পরীক্ষা করা হয় ৷ যা সময় সাপেক্ষ ৷ তবে এই পদ্ধতিতে মাটি সংগ্রহের পর তা সহজেই পরীক্ষা করা যায় ৷ ডিফিউজড রিফ্লেক্টেন্স স্পেকট্রোস্কোপি (ডিআরএস) পদ্ধতিতে মাটির প্যারামিটার নির্ধারণ করা যায় ৷ 80% নির্ভুলতার সঙ্গে নির্ধারণ করা যায় মাটির প্রকৃতি ৷

কী এই ডিএসআর পদ্ধতি ?

এটি রিমোট সেন্সিং এর মাধ্যমে মাটি পরীক্ষা ৷ যেহেতু IEEE স্ট্যান্ডার্ডস অ্যাসোসিয়েশন মাটি পরীক্ষার আদর্শ পদ্ধতি হিসাবে মাটির স্পেকট্রোস্কোপিকে কাজ শুরু করেছে ৷ আইআইটি খড়গপুরের উদ্যোগে নতুন বর্ণালীবিক্ষণ যন্ত্রের মাধ্যমে মাটি পরীক্ষার পদ্ধতি কয়েকধার এগিয়েছে ৷ দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র কৃষকের সুবিধার জন্য দ্রুত মাটি পরীক্ষার পদ্ধতিগুলি উন্নত করা ও উন্নত কৃষি পদ্ধতির জন্য স্বল্প খরচে মাটি বিশ্লেষণের জন্য IIT খড়গপুরের এই উদ্যোগ ফলপ্রসূ হবে বলে অনেকে মনে করছেন ৷

দেখা গিয়েছে, DRS পদ্ধতির মাধ্যমে মাটি পরীক্ষার ফল (STCR) রসায়নাগারে মাটি পরীক্ষার রেজাল্টের সঙ্গে অনেক মিল রয়েছে ৷ এই প্রসঙ্গেই IIT খড়গপুরের অধ্যাপক বি.এস দাস বলেন, "এটি কৃষকদের জন্য দুর্দান্ত সুযোগ ৷ এতে মাটির গুণমান কীরকম তা সহজেই বোঝা যায় ৷ DRS পদ্ধতিতে মাটি পরীক্ষা অল্প সময়ে হয় ৷ চাষাবাদের ক্ষেত্রেও তা বিশেষ প্রভাব ফেলে ৷"

ICRISAT-এর ডিরেক্টর ডঃ জ্যাকুলিন হিউজ বলেন, " কৃষকদের স্বার্থে চাষাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চাষের প্রয়োজনীয় নতুন পদ্ধতির আবিষ্কারের চেষ্টা চলছে ৷ ICRISAT বিশ্বব্যাপী চেষ্টা করছে চাষাবাদের পদ্ধতিকে আধুনিক করতে।" মাটির গুণমান বিশ্লেষণের স্পেকট্রোস্কোপির পাশাপাশি মাটি বিশ্লেষণের জন্য DRS মডেলগুলির গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ কৃষকদের সাশ্রয়ী ও বিকল্প পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দেওয়া হচ্ছে ৷"

খড়গপুর, 18 সেপ্টেম্বর: কৃষকদের সুবিধার্থে মাটি পরীক্ষার জন্য বিশেষ পদ্ধতি আবিষ্কার করল খড়গপুর আইআইটি-র বিজ্ঞানীরা ৷ সম্প্রতি পশ্চিমবঙ্গের খড়গপুর আইআইটি ও হায়দরাবাদের ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট অফ সেমি এরিড ট্রপিকস (ICRISAT) যৌথ উদ্যোগে একটি গবেষণা করে ৷ সেই গবেষণতেই আবিষ্কার হয়েছে, মাটির প্রকৃতি জানা যাবে DRS (Diffuse Reflectance Spectroscopy) বা বর্ণালীবিক্ষণ যন্ত্রের সাহায্যে ৷ নতুন পদ্ধতিতে সব থেকে বেশি উপকৃত হবেন ছোট ছোট কৃষকরা ৷ আগামিদিনে এই পদ্ধতির আরও উন্নয়ন করা হবে আশা করছেন বিজ্ঞানীরা ৷

Infosys-LVPEI-এর এই অ্যাপটি দিয়ে ঘরে বসে সহজে চোখের পরীক্ষা করুন

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়গপুরের কৃষি ও খাদ্য প্রকৌশল বিভাগ (এজিএফই) বছরের পর বছর গবেষণা শুরু করেছে মাটি পরীক্ষার পদ্ধতি নিয়ে ৷ যেখানে দেখা গিয়েছে, ডিফিউজ রিফ্লেক্টেন্স স্পেকট্রোস্কোপি (ডিআরএস)পদ্ধতিতে দ্রুত এবং নিরাপদে মাটি পরীক্ষা করা যায় ৷ সাধারণত মাটি পরীক্ষার জন্য ভিজে মাটি সংগ্রহ করে সেটি শুকিয়ে তারপর পরীক্ষা করা হয় ৷ যা সময় সাপেক্ষ ৷ তবে এই পদ্ধতিতে মাটি সংগ্রহের পর তা সহজেই পরীক্ষা করা যায় ৷ ডিফিউজড রিফ্লেক্টেন্স স্পেকট্রোস্কোপি (ডিআরএস) পদ্ধতিতে মাটির প্যারামিটার নির্ধারণ করা যায় ৷ 80% নির্ভুলতার সঙ্গে নির্ধারণ করা যায় মাটির প্রকৃতি ৷

কী এই ডিএসআর পদ্ধতি ?

এটি রিমোট সেন্সিং এর মাধ্যমে মাটি পরীক্ষা ৷ যেহেতু IEEE স্ট্যান্ডার্ডস অ্যাসোসিয়েশন মাটি পরীক্ষার আদর্শ পদ্ধতি হিসাবে মাটির স্পেকট্রোস্কোপিকে কাজ শুরু করেছে ৷ আইআইটি খড়গপুরের উদ্যোগে নতুন বর্ণালীবিক্ষণ যন্ত্রের মাধ্যমে মাটি পরীক্ষার পদ্ধতি কয়েকধার এগিয়েছে ৷ দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র কৃষকের সুবিধার জন্য দ্রুত মাটি পরীক্ষার পদ্ধতিগুলি উন্নত করা ও উন্নত কৃষি পদ্ধতির জন্য স্বল্প খরচে মাটি বিশ্লেষণের জন্য IIT খড়গপুরের এই উদ্যোগ ফলপ্রসূ হবে বলে অনেকে মনে করছেন ৷

দেখা গিয়েছে, DRS পদ্ধতির মাধ্যমে মাটি পরীক্ষার ফল (STCR) রসায়নাগারে মাটি পরীক্ষার রেজাল্টের সঙ্গে অনেক মিল রয়েছে ৷ এই প্রসঙ্গেই IIT খড়গপুরের অধ্যাপক বি.এস দাস বলেন, "এটি কৃষকদের জন্য দুর্দান্ত সুযোগ ৷ এতে মাটির গুণমান কীরকম তা সহজেই বোঝা যায় ৷ DRS পদ্ধতিতে মাটি পরীক্ষা অল্প সময়ে হয় ৷ চাষাবাদের ক্ষেত্রেও তা বিশেষ প্রভাব ফেলে ৷"

ICRISAT-এর ডিরেক্টর ডঃ জ্যাকুলিন হিউজ বলেন, " কৃষকদের স্বার্থে চাষাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চাষের প্রয়োজনীয় নতুন পদ্ধতির আবিষ্কারের চেষ্টা চলছে ৷ ICRISAT বিশ্বব্যাপী চেষ্টা করছে চাষাবাদের পদ্ধতিকে আধুনিক করতে।" মাটির গুণমান বিশ্লেষণের স্পেকট্রোস্কোপির পাশাপাশি মাটি বিশ্লেষণের জন্য DRS মডেলগুলির গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ কৃষকদের সাশ্রয়ী ও বিকল্প পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দেওয়া হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.