হায়দরাবাদ: চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা রিয়েলমি ভারত-সহ বিশ্ব বাজারে একাধিক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ৷ সম্প্রতি ভারতীয় বাজারে Realme GT 7 Pro লঞ্চ করেছে ৷ এই মডেলে রয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট রয়েছে । এবার চিনা সংস্থাটি কোম্পানি Realme GT 7 ফোনটি লঞ্চ করতে চলেছে ৷ ইতিমধ্যেই লঞ্চের তারিখ নিশ্চিত করে একটি পোস্ট করেছে ৷ এই মডেলে রয়েছে 7000mAh ব্যাটারি ৷ ডিভাইসট 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে উল্লেখ করা হয়েছে ৷
Realme GT 7 লঞ্চের তারিখ এবং সময়
রিয়েলমি আনুষ্ঠানিকভাবে স্মার্টফোন লঞ্চের তারিখ ঘোষণা করেছে। Realme GT 7 স্মার্টফোনটি চলতি বছরের 23এপ্রিল চিনে লঞ্চ হতে চলেছে । ভারতীয় সময় দুপুর 1.30 মিনিটে লঞ্চ হবে এই ডিভাইসটি ৷ সংস্থার নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে লঞ্চ ইভেন্টের সরাসরি সম্প্রচার দেখা যাবে ৷
Realme GT 7-এর সম্ভাব্য বৈশিষ্ট্য
- ডিসপ্লে: রিয়েলমি এই মডেলে 120Hz রিফ্রেশ রেট এবং 6500nits সর্বোচ্চ উজ্জ্বলতা-সহ 6.78-ইঞ্চি কার্ভড OLED+ ডিসপ্লে থাকতে পারে।
- প্রসেসর: এতে মিডিয়াটেক 9400+ চিপসেট ব্যবহার করতে পারে
- ব্যাটারি: কোম্পানি এই ফোনে বেশ বড় ব্যাটারি ব্যবহার করতে পারে, যা 7000mAh বড় ব্যাটারি এবং 100W দ্রুত চার্জিং সাপোর্ট করতে পারে।
- ক্যামেরা: এতে 50 MP+8MP ও 50MP ক্যামেরা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেলফির জন্য 16 MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে
- মেমোরি: 12জিবি ব়্যাম থাকায় মাল্টিটাস্কিং-এ সমস্যা হবে
ভারতে এটি কখন চালু হবে?
কোম্পানি আপাতত ফোনটি প্রথমে চিনে লঞ্চ করবে। ভারতে ফোনটি কবে লঞ্চ হবে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। মনে করা হচ্ছে যে চিনের বাজারে লঞ্চের কয়েক দিনের মধ্যেই এটি ভারতীয় বাজারে পাওয়া যাবে। Realme GT 7 Pro মডেলটি বর্তমানে ভারতীয় বাজারে বিক্রি হচ্ছে।