ETV Bharat / technology

অত্যাধুনিক চিপসেটে জোড়া স্মার্টফোন লঞ্চ চিনা সংস্থার - REALME GT 7 LAUNCH DATE

আগামী সপ্তাহগুলিতে দু’টি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে চিনা সংস্থা Realme । দু’টি মডেলের একাধিক ফিচার প্রকাশ্যে এসেছে ৷

Realme GT 7
গত বছর লঞ্চ হওয়া Realme GT 6 এর আপগ্রেডেড মডেল Realme GT 7 (ছবি Realme)
author img

By ETV Bharat Tech Team

Published : March 28, 2025 at 11:41 AM IST

2 Min Read

হায়দরাবাদ: চিনা সংস্থা Realme-র নতুন স্মার্টফোন মডেল GT-7 নিয়ে টিপস্টারদের মধ্যে জল্পনা তুঙ্গে ৷ ইতিমধ্যেই বেঞ্চমার্কিং ওয়েবসাইটে এই ফোনটির সার্টিফিকেশন দেখা গিয়েছে । এই মডেল সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে ৷ ফোনটি সম্পর্কে ফাঁস হওয়া বেশ কিছু প্রতিবেদনও প্রকাশিত হয়েছে । মনে হচ্ছে কোম্পানি শীঘ্রই এই ফোনটি লঞ্চ করতে পারে।

জনপ্রিয় চিনা টিপস্টার সম্প্রতি একটি ডিজিটাল চ্যাট স্টেশনে সে দেশের ওয়েবসাইট ওয়েইবোতে একটি পোস্ট করেছেন ৷ সেখানেই উল্লেখ করেছেন Realme GT 7-এ চিপসেটের উপর নজর দেওয়া হয়েছ ৷ এই মডেলে MediaTek Dimensity 9400+ চিপসেট ব্যবহার করা যেতে পারে। এছাড়াও, এই ফোনে ব্যাটারি ক্ষমতা বাড়াতে 7X00mAh ব্যাটারি থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে । কোম্পানি এই আসন্ন ফোনে 7000mAh ব্যাটারি দিতে পারে।

Realme GT 7 এর বিশেষ ফিচার

চিনের ওই টিপস্টারের মতে, Realme GT 7-এ 100W তারযুক্ত দ্রুত চার্জিং দেওয়া যেতে পারে। এই ফোনটির ফ্ল্যাট স্ক্রিন, স্লিম ডিজাইন এবং হালকা ওজনের সঙ্গে লঞ্চ করা যেতে পারে। তবে, আমরা আপনাকে বলি যে Realme GT 6 এর ওজন 206 গ্রাম এবং এর পুরুত্ব 8.43 মিমি হতে পারে ৷

চিনা টিপস্টারের ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, Realme GT স্মার্টফোনটি চলতি বছরের 7 এপ্রিল চিনে প্রথম লঞ্চ করা হতে পারে। তবে, গত বছর অর্থাৎ 2024-এর জুলাইতে Realme GT 6 চিনে লঞ্চ করা হয়েছিল।

Realme GT 8 Pro এর তথ্য ফাঁস

এছাড়াও, আরেক টিপস্টার স্মার্ট পিকাচু চিনা ওয়েবসাইট ওয়েইবোর পোস্টে দাবি করেছেন, যে Realme GT 8 Pro-তে স্ন্যাপড্রাগন 8 এলিট 2 চিপসেট প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনে একটি OLED স্ক্রিন থাকতে পারে, যেটি 2K রেজোলিউশনের হতে পারে। এছাড়াও, এই ফোনে 7000 এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও, বায়োমেট্রিকের জন্য Realme ফোনে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া যেতে পারে। দু’টি মডেলে পেরিস্কোপ টেলিফটো সেন্সর থাকতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী আগামী সপ্তাহে লঞ্চ হলেও, নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করা হয়নি ৷

সাত হাজারে মিলবে লাভার 50MP ক্যামেরা ও Unisoc চিপের স্মার্টফোন

আইফোন 17Air-এর থেকেও স্লিম স্যামসাংয়ের S25 Edge

Google Pixel 9a নাকি iphone 16e পছন্দের তালিকায় এগিয়ে কে ?

হায়দরাবাদ: চিনা সংস্থা Realme-র নতুন স্মার্টফোন মডেল GT-7 নিয়ে টিপস্টারদের মধ্যে জল্পনা তুঙ্গে ৷ ইতিমধ্যেই বেঞ্চমার্কিং ওয়েবসাইটে এই ফোনটির সার্টিফিকেশন দেখা গিয়েছে । এই মডেল সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে ৷ ফোনটি সম্পর্কে ফাঁস হওয়া বেশ কিছু প্রতিবেদনও প্রকাশিত হয়েছে । মনে হচ্ছে কোম্পানি শীঘ্রই এই ফোনটি লঞ্চ করতে পারে।

জনপ্রিয় চিনা টিপস্টার সম্প্রতি একটি ডিজিটাল চ্যাট স্টেশনে সে দেশের ওয়েবসাইট ওয়েইবোতে একটি পোস্ট করেছেন ৷ সেখানেই উল্লেখ করেছেন Realme GT 7-এ চিপসেটের উপর নজর দেওয়া হয়েছ ৷ এই মডেলে MediaTek Dimensity 9400+ চিপসেট ব্যবহার করা যেতে পারে। এছাড়াও, এই ফোনে ব্যাটারি ক্ষমতা বাড়াতে 7X00mAh ব্যাটারি থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে । কোম্পানি এই আসন্ন ফোনে 7000mAh ব্যাটারি দিতে পারে।

Realme GT 7 এর বিশেষ ফিচার

চিনের ওই টিপস্টারের মতে, Realme GT 7-এ 100W তারযুক্ত দ্রুত চার্জিং দেওয়া যেতে পারে। এই ফোনটির ফ্ল্যাট স্ক্রিন, স্লিম ডিজাইন এবং হালকা ওজনের সঙ্গে লঞ্চ করা যেতে পারে। তবে, আমরা আপনাকে বলি যে Realme GT 6 এর ওজন 206 গ্রাম এবং এর পুরুত্ব 8.43 মিমি হতে পারে ৷

চিনা টিপস্টারের ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, Realme GT স্মার্টফোনটি চলতি বছরের 7 এপ্রিল চিনে প্রথম লঞ্চ করা হতে পারে। তবে, গত বছর অর্থাৎ 2024-এর জুলাইতে Realme GT 6 চিনে লঞ্চ করা হয়েছিল।

Realme GT 8 Pro এর তথ্য ফাঁস

এছাড়াও, আরেক টিপস্টার স্মার্ট পিকাচু চিনা ওয়েবসাইট ওয়েইবোর পোস্টে দাবি করেছেন, যে Realme GT 8 Pro-তে স্ন্যাপড্রাগন 8 এলিট 2 চিপসেট প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনে একটি OLED স্ক্রিন থাকতে পারে, যেটি 2K রেজোলিউশনের হতে পারে। এছাড়াও, এই ফোনে 7000 এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও, বায়োমেট্রিকের জন্য Realme ফোনে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া যেতে পারে। দু’টি মডেলে পেরিস্কোপ টেলিফটো সেন্সর থাকতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী আগামী সপ্তাহে লঞ্চ হলেও, নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করা হয়নি ৷

সাত হাজারে মিলবে লাভার 50MP ক্যামেরা ও Unisoc চিপের স্মার্টফোন

আইফোন 17Air-এর থেকেও স্লিম স্যামসাংয়ের S25 Edge

Google Pixel 9a নাকি iphone 16e পছন্দের তালিকায় এগিয়ে কে ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.