হায়দরাবাদ: Realme GT 7 সিরিজ নিয়ে বেশ কয়েকদিন ধরেই স্মার্টফোন প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে । এবার ভারতে ফোনটি লঞ্চের দিন ঘোষণা করল সংস্থাটি ৷ আগামী 27 মে ভারতে এই সিরিজটি লঞ্চ করতে চলেছে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা রিয়েলমি । ইতিমধ্যে এই সিরিজের দু’টি স্মার্টফোন Realme GT 7 এবং Realme GT 7T মডেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল ৷ বর্তমানে কোম্পানি এই সিরিজের একটি নতুন ফোনের টিজার প্রকাশ করেছে ৷ যেটি Realme GT 7 Dream Edition নামে পরিচিত ।
রিয়েলমি-র তরফে নিশ্চিত করা হয়েছে 27 মে দুপুর 1.30 মিনিটে এই সিরিজের অন্যান্য মডেলের সঙ্গে রিয়েলমি জিটি 7 ড্রিম এডিশন লঞ্চ করা হবে। তবে এই স্মার্টফোনের প্রকাশিত টিজারে কোনও বিশেষ তথ্য প্রকাশ করা হয়নি। টিজারের ছবিতে দেখা গিয়েছে Amazon Special লেখা ৷ যেটির অর্থ ফোনটি শুধুমাত্র অনলাইন শপিংশ সাইট Amazon-এর মাধ্যমে বিক্রি হবে ।
এছাড়াও, ছবিতে স্মার্টফোনটির পুরো নামও উল্লেখ করা হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে এটি গাঢ় সবুজ রঙের দেখেত ৷ যা-থেকে টেকস্যাভি ও স্মার্টফোন প্রেমীদের ধারণা Realme-র এই মডেলটি গাঢ় সবুজ রঙের হতে পারে। এছাড়াও, এই ফোনটি কাস্টমাইজড আইকন, থিম, অন্যান্য ডিজাইন এবং আলাদা রকমের বক্স প্যাকিংয়ের সঙ্গে লঞ্চ করা যেতে পারে ।
Realme GT 7-এর স্পেসিফিকেশন
Realme GT 7 Dream Edition-এর স্পেসিফিকেশন এই সিরিজের স্ট্যান্ডার্ড ভার্সনের মতোই হতে পারে। তবে, Realme GT 7 Ice-Sense Blue এবং Ice Sense Black রঙে লঞ্চ করা হতে পারে । Realme GT 7 মডেলে MediaTek Dimensity 9400e চিপসেট, অন্যদিকে Realme GT 6 মডেলে Snapdragon 8s Gen 3 চিপসেট থাকতে পারে । Realme-র তরফে দাবি করা হয়েছে, যে এই চিপসেটটি AnTuTu বেঞ্চমার্কে 2.4 মিলিয়নেরও বেশি পয়েন্ট পেয়েছ ৷
এই সিরিজের আসন্ন ফোনগুলি ব্যবহারকারীকে সেরা গেমিং অভিজ্ঞতা প্রদান করবে। কোম্পানির তরফে আরও দাবি করা হয়েছে, গেমাররা এই ফোনে 120fps এ BGMI খেলতে পারবে। ব্যবহারকারীদের সুবিধার্থে স্ক্রিনটিতে 6000 নিট উজ্জ্বলতাও রয়েছে । রিয়েলমি-র তরফে উল্লেখ করা হয়েছে, এই ডিভাইসগুলি বিশ্বের প্রথম ফোন যা গ্রাফিন কভার আইসেন্স ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হতে চলেছে ।
এটি বিশেষ ধরেনর ব্যাক কভার যেটি ডিভাইসের তাপমাত্রা 6 ডিগ্রি পর্যন্ত কমিয়ে দিতে সক্ষম। এই মডেলে রয়েছে 7,000 এমএএইচ ব্যাটারি এবং 120 ওয়াট দ্রুত চার্জিং-এর সুবিধা । কোম্পানির তরফে দাবি করা হয়েছে, মাত্র 15 মিনিটে ফোনটি 50 শতাংশ চার্জ করা যাবে । ফোনটিতে 7.5 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্টও থাকবে। তাছাড়া, Realme GT 7-এ একটি দীর্ঘস্থায়ী ব্যাটারি চিপও থাকবে। এটি ফোনের গরম হওয়ার হার 95% পর্যন্ত কমিয়ে দিতে পারে ৷ ব্যাটারির আয়ু 3 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম ।