ETV Bharat / technology

স্প্ল্যাশ টাচ ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ, এই ফিচারের বিশেষত্ব কী ! - OPPO K13 5G

Oppo আনুষ্ঠানিকভাবে ভারতে Oppo K13 5G স্মার্টফোনের লঞ্চের তারিখ এবং বেশ কয়েকটি উল্লেখযোগ্য ফিচারের কথা উল্লেখ করেছে ৷

Oppo K13 5G
21 এপ্রিল Oppo K13 5G লঞ্চ হবে (ছবি Oppo)
author img

By ETV Bharat Tech Team

Published : April 16, 2025 at 11:19 AM IST

2 Min Read

হায়দরাবাদ: Oppo লঞ্চ করতে চলেছে Oppo K13 5G স্মার্টফোন । সংস্থার তরফে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে ডিভাইসটির লঞ্চের তারিখ এবং ফিচারের কথা ঘোষণা করা হয়েছে ৷ জানা গিয়েছে, আগামী 21 এপ্রিল বাজারজাত হবে এই ডিভাইসটি ৷ অনলাইন শপিং সাইট Flipkart-এ প্রকাশিত হয়েছে সমস্ত ফিচার ৷ এই ফোনটি লঞ্চের পরে ই-কমার্স ওয়েবসাইটে খুচরা বিক্রয় শুরু হবে ৷ এটির সবথেকে আকর্ষণীয় ফিচার হল এতে স্প্ল্যাশ টাচ 120Hz AMOLED ডিসপ্লে রয়েছে ৷ স্ক্রিনে জল পড়লে বা হাত ভিজে থাকলেও কোনও সমস্যা হবে না ৷

Oppo-র তরফে দাবি করা হয়েছে, এই হ্যান্ডসেটটিতে একটি বড় ব্যাটারি, দ্রুত চার্জিং এবং একটি নতুন Qualcomm Snapdragon চিপসেট থাকবে। এছড়াও 50MP প্রধান রিয়ার শ্যুটার-সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে । Oppo K13 5G দু’টি রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে ৷ এটি Icy Purple এবং Prism Black রঙে। এটিতে Android 15-এর উপর ভিত্তি করে ColorOS 15-এ চলবে। এছাড়াও, ডিভাইসটিতে ইমেজিং এবং দৈনন্দিন কাজের জন্য AI ফিচার থাকবে ৷ এর আগে ভারতে Oppo K12 5G-এর লঞ্চ করেছে ৷

Oppo K13 5G-এর ফিচার

Flipkart-এ প্রকাশিত লাইভ মাইক্রোসাইট অনুসারে, Oppo K13 5G-তে 6.6-ইঞ্চি (2400 x 1080 পিক্সেল) রেজোলিউশনের ফ্ল্যাট AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz, সর্বোচ্চ উজ্জ্বলতা 1200 নিট ৷ নীল-আলো চোখের সুরক্ষা এবং স্প্ল্যাশ টাচ ফিচার । স্মার্টফোনটি 4nm Qualcomm Snapdragon 6 Gen 4 চিপসেট থাকতে পারে ৷ এটির AnTuTu স্কোর 7.9 লক্ষেরও বেশি ৷

Oppo K13 5G ডিভাইসটিতে 5700 মিমি বর্গাকার আল্ট্রা-লার্জ ভ্যাপার কুলিং চেম্বার, যার মধ্যে থাকবে 6000 মিমি স্কোয়ার গ্রাফাইট থাকবে, যা আরও ভালোভাবে ঠান্ডা করবে। গেমিং ও মাল্টিটাক্সিং-এ কোনও সমস্যা হবে না ৷ এছাড়াও, ডিভাইসটিতে দৈনন্দিন কাজের জন্য AI Summary, Screen Translator এবং AI Writer এর মতো AI ফিচার থাকবে । তাছাড়া, ধুলো এবং জল প্রতিরোধের জন্য হ্যান্ডসেটটিতে IP65 রেটিং থাকবে। এটির ওজন 208 গ্রাম এবং পুরুত্ব 8.45 মিমি।

স্মার্টফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজের সঙ্গে যুক্ত । হ্যান্ডসেটটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে ৷ যার মধ্যে থাকবে 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে ৷ যার মধ্যে থাকবে AI Reflection Remover, AI Unblur, AI Eraser এবং AI Clarity Enhancer মতো দরকারী AI ফিচার । Oppo K13 5G-তে 80W SUPERVOCC চার্জিং সাপোর্ট-সহ 7000mAh গ্রাফাইট ব্যাটারি থাকবে । মাইক্রোসাইট অনুসারে, ব্যাটারিটি 5 বছর সার্ভিস দেবে ৷ মনে করা হচ্ছে যে ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15 এর উপর ভিত্তি করে ColorOS 15 চলবে।

আগামী সপ্তাহে বিক্রি শুরু এসারের স্মার্টফোনের

50MP সেলফি ক্যামেরা ও লাইভ কল ট্রান্সলেশন ফিচারে স্মার্টফোন লঞ্চ

হায়দরাবাদ: Oppo লঞ্চ করতে চলেছে Oppo K13 5G স্মার্টফোন । সংস্থার তরফে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে ডিভাইসটির লঞ্চের তারিখ এবং ফিচারের কথা ঘোষণা করা হয়েছে ৷ জানা গিয়েছে, আগামী 21 এপ্রিল বাজারজাত হবে এই ডিভাইসটি ৷ অনলাইন শপিং সাইট Flipkart-এ প্রকাশিত হয়েছে সমস্ত ফিচার ৷ এই ফোনটি লঞ্চের পরে ই-কমার্স ওয়েবসাইটে খুচরা বিক্রয় শুরু হবে ৷ এটির সবথেকে আকর্ষণীয় ফিচার হল এতে স্প্ল্যাশ টাচ 120Hz AMOLED ডিসপ্লে রয়েছে ৷ স্ক্রিনে জল পড়লে বা হাত ভিজে থাকলেও কোনও সমস্যা হবে না ৷

Oppo-র তরফে দাবি করা হয়েছে, এই হ্যান্ডসেটটিতে একটি বড় ব্যাটারি, দ্রুত চার্জিং এবং একটি নতুন Qualcomm Snapdragon চিপসেট থাকবে। এছড়াও 50MP প্রধান রিয়ার শ্যুটার-সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে । Oppo K13 5G দু’টি রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে ৷ এটি Icy Purple এবং Prism Black রঙে। এটিতে Android 15-এর উপর ভিত্তি করে ColorOS 15-এ চলবে। এছাড়াও, ডিভাইসটিতে ইমেজিং এবং দৈনন্দিন কাজের জন্য AI ফিচার থাকবে ৷ এর আগে ভারতে Oppo K12 5G-এর লঞ্চ করেছে ৷

Oppo K13 5G-এর ফিচার

Flipkart-এ প্রকাশিত লাইভ মাইক্রোসাইট অনুসারে, Oppo K13 5G-তে 6.6-ইঞ্চি (2400 x 1080 পিক্সেল) রেজোলিউশনের ফ্ল্যাট AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz, সর্বোচ্চ উজ্জ্বলতা 1200 নিট ৷ নীল-আলো চোখের সুরক্ষা এবং স্প্ল্যাশ টাচ ফিচার । স্মার্টফোনটি 4nm Qualcomm Snapdragon 6 Gen 4 চিপসেট থাকতে পারে ৷ এটির AnTuTu স্কোর 7.9 লক্ষেরও বেশি ৷

Oppo K13 5G ডিভাইসটিতে 5700 মিমি বর্গাকার আল্ট্রা-লার্জ ভ্যাপার কুলিং চেম্বার, যার মধ্যে থাকবে 6000 মিমি স্কোয়ার গ্রাফাইট থাকবে, যা আরও ভালোভাবে ঠান্ডা করবে। গেমিং ও মাল্টিটাক্সিং-এ কোনও সমস্যা হবে না ৷ এছাড়াও, ডিভাইসটিতে দৈনন্দিন কাজের জন্য AI Summary, Screen Translator এবং AI Writer এর মতো AI ফিচার থাকবে । তাছাড়া, ধুলো এবং জল প্রতিরোধের জন্য হ্যান্ডসেটটিতে IP65 রেটিং থাকবে। এটির ওজন 208 গ্রাম এবং পুরুত্ব 8.45 মিমি।

স্মার্টফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজের সঙ্গে যুক্ত । হ্যান্ডসেটটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে ৷ যার মধ্যে থাকবে 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে ৷ যার মধ্যে থাকবে AI Reflection Remover, AI Unblur, AI Eraser এবং AI Clarity Enhancer মতো দরকারী AI ফিচার । Oppo K13 5G-তে 80W SUPERVOCC চার্জিং সাপোর্ট-সহ 7000mAh গ্রাফাইট ব্যাটারি থাকবে । মাইক্রোসাইট অনুসারে, ব্যাটারিটি 5 বছর সার্ভিস দেবে ৷ মনে করা হচ্ছে যে ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15 এর উপর ভিত্তি করে ColorOS 15 চলবে।

আগামী সপ্তাহে বিক্রি শুরু এসারের স্মার্টফোনের

50MP সেলফি ক্যামেরা ও লাইভ কল ট্রান্সলেশন ফিচারে স্মার্টফোন লঞ্চ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.