হায়দারবাদ: এজ সিরিজে নতুন মডেল লঞ্চ মটোরোলার ৷ মঙ্গলবার মটোরোলা তাদের এজ 60 সিরিজের দ্বিতীয় মডেল MOTOROLA EDGE 60 STYLUS ভারতের বাজারে লঞ্চ করেছে । এই ফোনটিতে রয়েছে একটি স্টাইলাস টুল, যেটি স্কেচিং এবং লেখার জন্য ব্যবহার করা যেতে পারে। এই ফোনটি IP68 রেটিং পেয়েছে, ফলে জল ও ধুলোতেও কোনও সমস্যা হবে না ৷ এছাড়াও মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে।
1.5K পোলড পাঞ্চ-হোল ডিসপ্লে
Motorola Edge 60 Stylus-এ রয়েছে 6.7-ইঞ্চি 1.5K পোলড পাঞ্চ-হোল ডিসপ্লে ৷ এটির রিফ্রেশ রেট 120 Hz এবং সর্বোচ্চ উজ্জ্বলতা 3 হাজার নিট। ফোনের সামনের অংশটি কর্নিং গরিলা গ্লাস 3 দ্বারা সুরক্ষিত।
Meet the Motorola Edge 60 STYLUS – made to move with your ideas, and match your every mood.
— Motorola India (@motorolaindia) April 15, 2025
Sale starts from 23th Apr'25 on Flipkart | https://t.co/azcEfy1Wlo | leading retail stores.#Motorola #MotoAI #MotorolaEdge60STYLUS #FlexYourCreativity
Motorola Edge 60 Stylus ব্যাটারি
এই ফোনটিতে 5,000 mAh ব্যাটারি রয়েছে ৷ 68 ওয়াট চার্জার সাপোর্ট করে । এছাড়াও, এই স্মার্টফোনটি 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।
Motorola Edge 60 Stylus-এর প্রসেসর
Motorola Edge 60 Stylus-এ রয়েছে স্ন্যাপড্রাগন 7এস জেন2 প্রসেসর ৷ সেইসঙ্গে রয়েছে 8জিবি র্যাম এবং 256 জিবি ইউএফএস 2.2 স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1 টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক হ্যালো ইউআইতে চলে এবং এতে 2 বছরের ওএস আপডেট এবং 3বছরের নিরাপত্তা আপডেটের সুবিধা রয়েছে ৷
Motorola Edge 60 Stylus-এর ক্যামেরা
Motorola Edge 60 Stylus-এ রয়েছে 50MP মেইন ক্যামেরা ৷ যেটি সোনি লাইট 700সি সেন্সর, 13 MP আল্ট্রাওয়াইড লেন্স এবং 3-ইন-1 লাইট সেন্সর। সেলফি তোলার জন্য এতে 32 MP ক্যামেরা রয়েছে। এতে ডলবি অ্যাটমস সাপোর্টেড স্টেরিয়ো স্পিকার রয়েছে। এটি দু’টি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে ৷
Motorola Edge 60 Stylus এর দাম ও কোথায় পাওয়া যাবে
Motorola Edge 60 Stylus 23 এপ্রিল দুপুর12টা থেকে বিক্রি শুরু হবে অনলাইন ও অফলাইনে ৷ এটি Flipkart, Motorola.in এবং Reliance Digital থেকে কিনতে পারবেন ক্রেতারা ৷ 8 জিবি ব়্যাম +256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 21,999 টাকা।
Motorola-র স্মার্টফোনে তোলা যাবে ম্যাক্রোশট, রয়েছে 'ক্যাচ মি আপ' ফিচার