ETV Bharat / technology

ইনস্টাগ্রামের পর এবার ফেসবুক-মেসেঞ্জারে টিন অ্যাকাউন্ট ফিচার - INSTAGRAM TEEN ACCOUNTS SAFETY

ব্যবহারকারীদের সুরক্ষার জন্য নতুন ফিল্টার মেটার । অনলাইনে অ্যাডাল্ট কনটেন্ট থেকে অপ্রাপ্ত বয়স্কদের দূরে রাখতে ফেসবুক-মেসেঞ্জারে টিন অ্যাকাউন্ট ফিচার যোগ হতে চলেছে ৷

Instagram Teen Accounts
ইনস্টাগ্রামের টিনেজ অ্যাকাউন্ট ফিচার ফেসবুক এবং মেসেঞ্জারে যোগ হল (ছবি মেটা)
author img

By ETV Bharat Tech Team

Published : April 10, 2025 at 10:50 AM IST

2 Min Read

হায়দরবাদ: গত বছর ইনস্টাগ্রাম অপ্রাপ্ত বয়স্কদের সুুরক্ষিত রাখতে বিশেষ 'টিন অ্যাকাউন্টস' ফিচার যোগ হয়েছে ৷ এবার মেটা আরও দু’টি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং মেসেঞ্জারে টিন অ্যাকাউন্টস ফিচারটি যোগ করতে চলেছে । এটি 16 বছরের কম কিশোর-কিশোরীদের উপর সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহার নিয়ন্ত্রণ করবে ৷ পাশাপাশি অ্যাডাল্ট কনটেন্ট থেকে দূরে রাখতেই এই ফিচার অ্যাড মেটার ৷

মেটার এই সিদ্ধান্ত কেন ?

মেটা গত বছর ইনস্টাগ্রামে প্রথম টিন অ্যাকাউন্টস ফিচারটি চালু করেছে । সেখানেই উল্লেখ করা হয়েছে, 16 বছর বয়স না-হওয়া পর্যন্ত বাবা-মায়ের সন্তানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন । কিন্তু শিশুদের নিরাপত্তার আরও আঁটোসাটো করতেই মেটাকে ফেসবুক এবং মেসেঞ্জারে এই ফিচার আনার দাবি জানিয়েছিলেন অভিভাবকরা ৷ সেইমতোই অপর দুই অ্যাকাউন্টেও যোগ হতে চলেছে এই ফিচার ৷

অশ্লীল ছবি নিজে থেকে ঝাপসা হয়ে যাবে

মেটার তরফে উল্লেখ করা হয়েছে, 16 বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাপটি ব্যবহার করার আগে অভিভাবকদের সম্মতি নিতে হবে। এছাড়াও, মেটা একটি ফিচার চালু করেছে যা 16 বছরের কম ব্যবহারকারীদের কাছে পাঠানো যেকোনও অশ্লীল ছবি নিজে থেকে ঝাপসা করে দেয়। অবাঞ্ছিত বার্তা ফিল্টার করার জন্য ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাকাউন্টের জন্য একই রকম, স্বয়ংক্রিয় সুরক্ষা ফিচার যোগ করা হবে বলে উল্লেখ করা হয়েছে । এটি কিশোর-কিশোরীদের সোশাল মিডিয়া ব্যবহারও নিয়ন্ত্রণ করবে।

কখন এবং কোথায় এই ফিচার পাওয়া যাবে?

মেটা জানিয়েছে, প্রাথমিকভাবে এই ফিচার মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডায় চালু করা হবে ৷ এটি চালু হলে কিশোর-কিশোরীদের ফেসবুক-মেসেঞ্জার অ্যাকাউন্টে ফিল্টার অপশনটি যোগ হবে ৷ মেটার তরফে জানানো হয়েছে, আগামী 2 মাসের মধ্যে এই আপডেটগুলি অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করবে ।

কিশোর অ্যাকাউন্ট কী?

  • 16 বছর বয়স না-হওয়া পর্যন্ত বাবা-মায়ের তাদের সন্তানের সোশাল মিডিয়া অযাকাউন্টের উপর নিয়ন্ত্রণ থাকবে
  • কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টগুলিতে সংবেদনশীল বিষয়বস্তু নিয়ন্ত্রণ থাকে। ফিডের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে
  • দিনে এক ঘণ্টার মিনিটের বেশি অ্যাপটি ব্যবহার করার পরে একটি বিজ্ঞপ্তি আসবে
  • এছাড়াও, রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত স্লিপ মোড কার্যকর থাকবে। সেই সময় কোনও বিজ্ঞপ্তি আসবে না।

প্রসঙ্গত, গত বছর ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টগুলিতে স্পেশাল ফিচার যোগ হলেও, প্রায় 97 শতাংশ কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তাঁদের মালিকানাধীন। অন্যদিকে, 13-15 বছর বয়সী ব্যবহারকারীদের ডিফল্ট অপশন রয়েছে । ইতিমধ্যে, 94 শতাংশ আমেরিকান বাবা-মা কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট সাপোর্ট করেন ।

কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অভিভাবকদের হাতে

ইন্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপেও যোগ করা যাবে মিউজিক নোট

হায়দরবাদ: গত বছর ইনস্টাগ্রাম অপ্রাপ্ত বয়স্কদের সুুরক্ষিত রাখতে বিশেষ 'টিন অ্যাকাউন্টস' ফিচার যোগ হয়েছে ৷ এবার মেটা আরও দু’টি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং মেসেঞ্জারে টিন অ্যাকাউন্টস ফিচারটি যোগ করতে চলেছে । এটি 16 বছরের কম কিশোর-কিশোরীদের উপর সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহার নিয়ন্ত্রণ করবে ৷ পাশাপাশি অ্যাডাল্ট কনটেন্ট থেকে দূরে রাখতেই এই ফিচার অ্যাড মেটার ৷

মেটার এই সিদ্ধান্ত কেন ?

মেটা গত বছর ইনস্টাগ্রামে প্রথম টিন অ্যাকাউন্টস ফিচারটি চালু করেছে । সেখানেই উল্লেখ করা হয়েছে, 16 বছর বয়স না-হওয়া পর্যন্ত বাবা-মায়ের সন্তানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন । কিন্তু শিশুদের নিরাপত্তার আরও আঁটোসাটো করতেই মেটাকে ফেসবুক এবং মেসেঞ্জারে এই ফিচার আনার দাবি জানিয়েছিলেন অভিভাবকরা ৷ সেইমতোই অপর দুই অ্যাকাউন্টেও যোগ হতে চলেছে এই ফিচার ৷

অশ্লীল ছবি নিজে থেকে ঝাপসা হয়ে যাবে

মেটার তরফে উল্লেখ করা হয়েছে, 16 বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাপটি ব্যবহার করার আগে অভিভাবকদের সম্মতি নিতে হবে। এছাড়াও, মেটা একটি ফিচার চালু করেছে যা 16 বছরের কম ব্যবহারকারীদের কাছে পাঠানো যেকোনও অশ্লীল ছবি নিজে থেকে ঝাপসা করে দেয়। অবাঞ্ছিত বার্তা ফিল্টার করার জন্য ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাকাউন্টের জন্য একই রকম, স্বয়ংক্রিয় সুরক্ষা ফিচার যোগ করা হবে বলে উল্লেখ করা হয়েছে । এটি কিশোর-কিশোরীদের সোশাল মিডিয়া ব্যবহারও নিয়ন্ত্রণ করবে।

কখন এবং কোথায় এই ফিচার পাওয়া যাবে?

মেটা জানিয়েছে, প্রাথমিকভাবে এই ফিচার মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডায় চালু করা হবে ৷ এটি চালু হলে কিশোর-কিশোরীদের ফেসবুক-মেসেঞ্জার অ্যাকাউন্টে ফিল্টার অপশনটি যোগ হবে ৷ মেটার তরফে জানানো হয়েছে, আগামী 2 মাসের মধ্যে এই আপডেটগুলি অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করবে ।

কিশোর অ্যাকাউন্ট কী?

  • 16 বছর বয়স না-হওয়া পর্যন্ত বাবা-মায়ের তাদের সন্তানের সোশাল মিডিয়া অযাকাউন্টের উপর নিয়ন্ত্রণ থাকবে
  • কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টগুলিতে সংবেদনশীল বিষয়বস্তু নিয়ন্ত্রণ থাকে। ফিডের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে
  • দিনে এক ঘণ্টার মিনিটের বেশি অ্যাপটি ব্যবহার করার পরে একটি বিজ্ঞপ্তি আসবে
  • এছাড়াও, রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত স্লিপ মোড কার্যকর থাকবে। সেই সময় কোনও বিজ্ঞপ্তি আসবে না।

প্রসঙ্গত, গত বছর ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টগুলিতে স্পেশাল ফিচার যোগ হলেও, প্রায় 97 শতাংশ কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তাঁদের মালিকানাধীন। অন্যদিকে, 13-15 বছর বয়সী ব্যবহারকারীদের ডিফল্ট অপশন রয়েছে । ইতিমধ্যে, 94 শতাংশ আমেরিকান বাবা-মা কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট সাপোর্ট করেন ।

কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অভিভাবকদের হাতে

ইন্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপেও যোগ করা যাবে মিউজিক নোট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.