ETV Bharat / technology

10 হাজারের কমে 5জি মোবাইল, দেখে নিন ইনফিনিক্স হট 50র ফিচার - Infinix Hot 50 5G

Infinix unveils Hot 50 5G smartphone: Infinix-এর এই নতুন স্মার্টফোন ফোনটিতে একটি 6.7 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। 5G প্রযুক্তির উপর ভিত্তি করে। শুধু তাই নয়, এতে আরও অনেক ফিচার রয়েছে এবং দামও সাশ্রয়ী।

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 6, 2024, 2:56 PM IST

Infinix unveils Hot 50 5G smartphone
Infinix Hot 50 5G স্মার্টফোন (ছবি Infinix)

হায়দরাবাদ: স্মার্টফোন নির্মাতা Infinix ভারতীয় বাজারে আনল তাদের নতুন স্মার্টফোন Infinix Hot 50 5G ৷ এই স্মার্টফোনে রয়েছে 8 জিবি র‍্যাম ও অন্যান্য আকর্ষনীয় ফিচার । এটি 9 হাজার টাকাতেই পাওয়া যাবে এই স্মার্টফোন ৷ তবে স্মার্টফোনটির দাম 10 হাজার টাকা ৷ এক হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে লঞ্চিং অফারে ৷

Infinix Hot 50 5G

  • স্টোরেজ: 4GB/8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ
  • ডিসপ্লে: 6.7-ইঞ্চি HD+
  • প্রদর্শন বৈশিষ্ট্য: 120Hz রিফ্রেশ হার
  • প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট
  • রেয়ার ক্যামেরা: 48MP
  • ফ্রন্ট ক্যামেরা: 8MP
  • ব্যাটারি/চার্জিং: 5,000mAh ব্যাটারি, দ্রুত চার্জিংয়ের সুবিধা আছে

মোবাইলে ভিডিয়ো গেম খেলেতে ভালো লাগে! সস্তায় গেমিং স্মার্টফোন কিনতে চান ?

ক্যামেরা সেটআপ

দাম 10 হাজারের মধ্যে হলেও এই মোবাইলের ক্যামেরা সেটআপ বেশ ভালো ৷ Infinix Hot 50 5G-এ রয়েছে 48MP প্রাইমারি ক্যামেরা ৷ যেটির ডেপথ সেন্সর রয়েছে । সেলফি এবং ভিডিয়ো কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। একটি 5000mAh লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে । স্মার্টফোনটি 7.8 মিলিমিটার পুরু ৷

দাম কত: কোম্পানি Infinix Hot 50 5G-এর 4GB + 128GB ভেরিয়েন্টের দাম ধার্য করেছে 9999 টাকায় ৷ এই ফোনের 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। এই ফোনের বিক্রি শুরু হবে 9 সেপ্টেম্বর থেকে। স্মার্টফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে কিনতে পারেন। এখন Axis Bank ক্রেডিট এবং ডেবিট কার্ড এবং Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে ৷ সমস্ত ছাড় দেওয়ার পর ফোনটির দাম 8,999 টাকা হচ্ছে ৷

শীঘ্র ভারতের বাজারে আসছে Realme Narzo 70 Turbo 5G, রয়েছে ডাইমেনশন 7300 এনার্জি চিপসেট

হায়দরাবাদ: স্মার্টফোন নির্মাতা Infinix ভারতীয় বাজারে আনল তাদের নতুন স্মার্টফোন Infinix Hot 50 5G ৷ এই স্মার্টফোনে রয়েছে 8 জিবি র‍্যাম ও অন্যান্য আকর্ষনীয় ফিচার । এটি 9 হাজার টাকাতেই পাওয়া যাবে এই স্মার্টফোন ৷ তবে স্মার্টফোনটির দাম 10 হাজার টাকা ৷ এক হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে লঞ্চিং অফারে ৷

Infinix Hot 50 5G

  • স্টোরেজ: 4GB/8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ
  • ডিসপ্লে: 6.7-ইঞ্চি HD+
  • প্রদর্শন বৈশিষ্ট্য: 120Hz রিফ্রেশ হার
  • প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট
  • রেয়ার ক্যামেরা: 48MP
  • ফ্রন্ট ক্যামেরা: 8MP
  • ব্যাটারি/চার্জিং: 5,000mAh ব্যাটারি, দ্রুত চার্জিংয়ের সুবিধা আছে

মোবাইলে ভিডিয়ো গেম খেলেতে ভালো লাগে! সস্তায় গেমিং স্মার্টফোন কিনতে চান ?

ক্যামেরা সেটআপ

দাম 10 হাজারের মধ্যে হলেও এই মোবাইলের ক্যামেরা সেটআপ বেশ ভালো ৷ Infinix Hot 50 5G-এ রয়েছে 48MP প্রাইমারি ক্যামেরা ৷ যেটির ডেপথ সেন্সর রয়েছে । সেলফি এবং ভিডিয়ো কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। একটি 5000mAh লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে । স্মার্টফোনটি 7.8 মিলিমিটার পুরু ৷

দাম কত: কোম্পানি Infinix Hot 50 5G-এর 4GB + 128GB ভেরিয়েন্টের দাম ধার্য করেছে 9999 টাকায় ৷ এই ফোনের 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। এই ফোনের বিক্রি শুরু হবে 9 সেপ্টেম্বর থেকে। স্মার্টফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে কিনতে পারেন। এখন Axis Bank ক্রেডিট এবং ডেবিট কার্ড এবং Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে ৷ সমস্ত ছাড় দেওয়ার পর ফোনটির দাম 8,999 টাকা হচ্ছে ৷

শীঘ্র ভারতের বাজারে আসছে Realme Narzo 70 Turbo 5G, রয়েছে ডাইমেনশন 7300 এনার্জি চিপসেট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.