হায়দরাবাদ: চলতি বছরে KTM বেশ কয়েকটি নতুন মডেলের বাইক বাজারে ভারতীয় বাজারে লঞ্চ করেছে । অ্যাডভেঞ্চার সিরিজের KTM 390 Enduro R বাইকটি অফ-রোড ফোকাসড মোটরসাইকেল ৷ যেটির দাম শুরু হচ্ছে 3.36 লক্ষ টাকা (এক্স-শোরুম)। ইতালির মিলানে অনুষ্ঠিত EICMA 2024-এ প্রথম আত্মপ্রকাশ করেছিল ৷ তবে পরে গভর্নমেন্ট ইন্ডিয়া বাইকটি প্রদর্শন করে গাড়ি মেলাতে। একই বাইকটি দুর্গম রাস্তাতেও দুর্দান্ত পারফর্ম দেয়। নতুন এই বাইকটির ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক...
ডুয়াল-চ্যানেল ABS
KTM 390 Enduro R (ছবি KTM INDIA) অ্যাডভেঞ্চার সিরিজের লাইনআপে KTM 390 Enduro R-তে 399 cc সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন রয়েছে ৷ যা 46 hp শক্তি এবং 39 Nm টর্ক উৎপন্ন করে । Yat 390 অ্যাডভেঞ্চার বডি ফ্রেম এবং WP Apex অ্যাডজাস্টেবল সাসপেনশন দিয়ে সজ্জিত । পিছনের চাকা ও সাসপেনশনের মধ্যে 200মিমি এবং সামনের দিকে 205 মিমি ক্লিয়ারেন্স রয়েছে । অফ-রোড পারফরম্যান্স উন্নত করার জন্য, 285 মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং 240 মিমি রিয়ার ডিস্ক ব্রেক এবং সুইচযোগ্য ডুয়াল-চ্যানেল ABS রয়েছে ।
ফিচার
KTM 390 Enduro R (ছবি KTM INDIA) বাইকটিতে দু’টি রাইডিং মোড-সহ একটি 4.2-ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, এলইডি লাইটিং এবং ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে। এই বাইকের আসনের উচ্চতা 860 মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 253 মিমি এবং জ্বালানি ট্যাঙ্কের ক্ষমতা 9 লিটার, এই মডলের সিটের উচ্চতা G 390 মডলের অ্যাডভেঞ্চারের চেয়ে কম। বাইকটির ওজন 177 কেজি, যা অ্যাডভেঞ্চার মডেলের চেয়ে কম।
ডিজাইন
KTM 390 Enduro R (ছবি KTM INDIA) KTM 390 Enduro R মডলের এর ডিজাইন বেশ আকর্ষণীয় । বাইকটিতে রয়েছে বিশেষ ডিজাইনের হেডল্যাম্প ৷ KTM-এর সিগনেচার কমলা রঙের গ্রাফিক্স। হালকা ওজনের বডি ও সামনের দিকের চাকায় 21 ইঞ্চি এবং পিছনের দিকে চাকায় 18 ইঞ্চি স্পোক রয়েছে।
70কি.মি. মাইলেজ ও OBD-2B ইঞ্জিন আপডেটে লঞ্চ হিরোর নতুন বাইক