ETV Bharat / technology

অনলাইনে জাল লটারির ফাঁদ, গুগল-মেটাকে নোটিশ কেরল পুলিশের - ONLINE LOTTERY SCAM

Lottery Scam in Kerala: অনলাইনে জাল লটারির টিকিট বিক্রি বন্ধ করতে গুগল ও মেটাকে নোটিশ পাঠাল কেরল পুলিশ ৷ প্লে-স্টোর থেকেও জাল লটারির টিকিট বিক্রি করা অ্যাপগুলিকে সরিয়ে ফেলতে হবে, এই মর্মে নোটিশ জারি করেছে কেরল পুলিশ ৷ পাশাপাশি ফেসবুক থেকে এই ধরনের অনলাইন লটারির বিজ্ঞাপন মুছে ফেলার জন্য মেটাকেও নোটিশ দেওয়া হয়েছে।

author img

By ETV Bharat Tech Team

Published : Aug 21, 2024, 7:51 PM IST

Lottery Scam in Kerala
অনলাইনে জাল লটারি বিক্রি (নিজস্ব চিত্র)

কেরল, 21 অগস্ট: অনলাইনে জাল লটারি বিক্রি বন্ধ করতে গুগল ও মেটাকে নোটিশ কেরল পুলিশের ৷ প্লে-স্টোর থেকেও জাল লটারির টিকিট বিক্রি করা অ্যাপগুলিকে সরিয়ে ফেলতে হবে এই মর্মে নোটিশ জারি করেছে কেরল পুলিশ ৷ পাশাপাশি ফেসবুক থেকে এই ধরনের অনলাইন লটারির বিজ্ঞাপন মুছে ফেলার জন্য মেটাকেও নোটিশ দেওয়া হয়েছে।

সম্প্রতি, কেরল পুলিশের সাইবার শাখা অনলাইন লটারি বিক্রির 60টি ভুয়ো অ্যাপের সন্ধান পেয়েছে ৷ যার মধ্যে 25টি ফেসবুক প্রোফাইল এবং 20টি ওয়েবসাইট থেকে ভুয়ো লটারির টিকিট বিক্রি হত ৷ এই প্রতারণার সঙ্গে যারা যুক্ত, তাদের খুঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে । গত কয়েকদিন ধরে কেরল রাজ্য লটারির নামে একটি ভুয়ো বিজ্ঞাপন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ 'মেগা মিলিয়ন লটারি' এবং 'কেরল গ্রীষ্মকালীন ধামাকা' নামে দু’টি লটারির বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৷ যেখানে কেরল রাজ্য লটারির নাম উল্লেখ করা হয়েছে ৷ বিজ্ঞাপনটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, কেরল সরকার অনলাইনে লটারির টিকিট বিক্রি শুরু করেছে ৷ টিকিটের দাম 40 টাকা ৷ 12 কোটি টাকা পর্যন্ত পুরস্কার মূল্য রয়েছে এই লটারির ৷

সেখানে বলা করা হয়েছে, বিজ্ঞাপনে উল্লিখিত নম্বরে 40 টাকা পাঠালে হোয়াটসঅ্যাপে টিকিট পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি ৷ সেই ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে ৷ তদন্তে পুলিশ জানতে পারে 40 টাকা পাঠালে একটি নকল লটারির টিকিট পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৷ সেখানে 5 লক্ষ টাকা পুরস্কার মূল্য উল্লেখ করা হয়েছে ৷ এরপরই প্রতারকদের মধ্যে থেকে কেউ নিজেকে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে শিকারকে ফোন করছেন ৷

জানানো হচ্ছে, লটারির টিকিটের ক্রেতা বা সংশ্লিষ্ট ব্যক্তি 5 লক্ষ টাকা জিতেছেন ৷ এক্ষেত্রে টাকা পেতে গেলে নির্দিষ্ট অঙ্কের টাকা প্রতারকদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে ৷ তারপরই তাঁকে পুরস্কার মূল্য দেওয়া হবে ৷ দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়ম মেনেই টাকা পাঠানো হবে ৷ সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে কখনও কখনও ভিডিয়ো শেয়ার করছেন প্রতারকরা ৷ এই ঘটনাটি পুলিশের নজরে পড়তেই তৎপর হয় পুলিশ ৷ এই অবস্থায় কেরল পুলিশের পক্ষ থেকে প্রতারকদের ফাঁদে না পড়তে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে ৷ কোনওরকম অনলাইন স্ক্যাম বা আর্থিক প্রতারণার সন্ধান পেলে তা অবিলম্বে 1930 নম্বরে পুলিশকে জানাতে হবে।

কেরল, 21 অগস্ট: অনলাইনে জাল লটারি বিক্রি বন্ধ করতে গুগল ও মেটাকে নোটিশ কেরল পুলিশের ৷ প্লে-স্টোর থেকেও জাল লটারির টিকিট বিক্রি করা অ্যাপগুলিকে সরিয়ে ফেলতে হবে এই মর্মে নোটিশ জারি করেছে কেরল পুলিশ ৷ পাশাপাশি ফেসবুক থেকে এই ধরনের অনলাইন লটারির বিজ্ঞাপন মুছে ফেলার জন্য মেটাকেও নোটিশ দেওয়া হয়েছে।

সম্প্রতি, কেরল পুলিশের সাইবার শাখা অনলাইন লটারি বিক্রির 60টি ভুয়ো অ্যাপের সন্ধান পেয়েছে ৷ যার মধ্যে 25টি ফেসবুক প্রোফাইল এবং 20টি ওয়েবসাইট থেকে ভুয়ো লটারির টিকিট বিক্রি হত ৷ এই প্রতারণার সঙ্গে যারা যুক্ত, তাদের খুঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে । গত কয়েকদিন ধরে কেরল রাজ্য লটারির নামে একটি ভুয়ো বিজ্ঞাপন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ 'মেগা মিলিয়ন লটারি' এবং 'কেরল গ্রীষ্মকালীন ধামাকা' নামে দু’টি লটারির বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৷ যেখানে কেরল রাজ্য লটারির নাম উল্লেখ করা হয়েছে ৷ বিজ্ঞাপনটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, কেরল সরকার অনলাইনে লটারির টিকিট বিক্রি শুরু করেছে ৷ টিকিটের দাম 40 টাকা ৷ 12 কোটি টাকা পর্যন্ত পুরস্কার মূল্য রয়েছে এই লটারির ৷

সেখানে বলা করা হয়েছে, বিজ্ঞাপনে উল্লিখিত নম্বরে 40 টাকা পাঠালে হোয়াটসঅ্যাপে টিকিট পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি ৷ সেই ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে ৷ তদন্তে পুলিশ জানতে পারে 40 টাকা পাঠালে একটি নকল লটারির টিকিট পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৷ সেখানে 5 লক্ষ টাকা পুরস্কার মূল্য উল্লেখ করা হয়েছে ৷ এরপরই প্রতারকদের মধ্যে থেকে কেউ নিজেকে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে শিকারকে ফোন করছেন ৷

জানানো হচ্ছে, লটারির টিকিটের ক্রেতা বা সংশ্লিষ্ট ব্যক্তি 5 লক্ষ টাকা জিতেছেন ৷ এক্ষেত্রে টাকা পেতে গেলে নির্দিষ্ট অঙ্কের টাকা প্রতারকদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে ৷ তারপরই তাঁকে পুরস্কার মূল্য দেওয়া হবে ৷ দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়ম মেনেই টাকা পাঠানো হবে ৷ সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে কখনও কখনও ভিডিয়ো শেয়ার করছেন প্রতারকরা ৷ এই ঘটনাটি পুলিশের নজরে পড়তেই তৎপর হয় পুলিশ ৷ এই অবস্থায় কেরল পুলিশের পক্ষ থেকে প্রতারকদের ফাঁদে না পড়তে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে ৷ কোনওরকম অনলাইন স্ক্যাম বা আর্থিক প্রতারণার সন্ধান পেলে তা অবিলম্বে 1930 নম্বরে পুলিশকে জানাতে হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.