ETV Bharat / technology

বিভ্রান্ত! কোনটা কিনবেন আইফোন 16 নাকি গুগল পিক্সেল 9! - iPhone 16 vs Google Pixel

Android vs. iOS: বারবার অর্ডার দিতে গিয়ে ভাবছেন আইফোন 16 না কি গুগল পিক্সেল 9 কোনটা কিনবেন ৷ তবে আর বিভ্রান্ত হওয়ার দরকার নেই, প্রতিবেদনে রইল দু’টি স্মার্টফোনের বেশ কিছু উল্লেখ যোগ্য ফিচার যেগুলি থেকে সিদ্ধান্ত পৌঁছন যেতে পারে সহজেই ৷

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 11, 2024, 11:37 AM IST

Android vs. iOS
গুগল প্রিক্সেল 9 ও আইফোন 16 (ছবি Google and Apple)

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: সদ্য় ভারতীয় বাজারে এসেছে iPhone 16 ৷ ক্রেতাদের হাতে পৌঁছতে এখনও কয়েকদিন দেরি ৷ মার্কিন টেক জায়েন্ট অ্যাপলের আইফোনের সঙ্গে জোর কদমে টেক্কা দিচ্ছে গুগল পিক্সেল ৷ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে কয়েকদিন আগেই গুগল ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ পিক্সেল 9 লঞ্চ করেছে ৷ আইফোনের মতো এটিতে রয়েছে পিক্সেল প্রো, প্রো XL ও প্রো ফোল্ড মডেল ৷ তবে এবার দেখে নিন এই দুটি মডেলের কি বৈশিষ্ঠ্য ৷

কবে থেকে কোথায় পাবেন iPhone 16 জেনে নিন বিস্তারিত

iPhone 16 বনাম Google Pixel 9: প্রতিযোগিতার বাজারে ইদুর দৌড় অবস্থা আইফোন ও গুগল পিক্সেলের ৷ অগস্ট মাসে গুগল পিক্সেলের ফ্ল্যাগশিপ মডেল পিক্সেল 9, পিক্সেল 9 প্রো, পিক্সেল 9 প্রো XL এবং পিক্সেল 9 প্রো ফোল্ড লঞ্চ করেছে । মঙ্গলবার বিশ্বব্যাপী লঞ্চ করেছে আইফোন 16 সিরিজ ৷ গুগল পিক্সেলের মতো এটিতে রয়েছে একটি বেস মডেল আইফোন 16, আইফোন 16 প্লাস, আইফোন 16 প্রো, আইফোন 16 প্রো ম্যাক্স ৷ কেনার আগে দেখে নিন অ্যান্ড্রয়েড ও আইওএসের পার্থক্য ৷

গুগল পিক্সেল 9 স্মার্টফোনের বৈশিষ্ট্য:

  • 6.9 ইঞ্চি OLED ডিসপ্লে
  • রেজোলিউশন 1080 x 2424 পিক্সেল
  • উজ্জ্বলতা 2700 নিট
  • HDR ডিসপ্লে ও 120Hz রিফ্রেশ রেট
  • গরিলা গ্লাস 2
  • টেনসর জি 4 প্রসেসর, ফোন টাইটান এম 2 কো-সিকিউরিটি প্রসেসর
  • 2GB RAM এবং 256GB স্টোরেজ
  • ভারতে Google Pixel 9 এর দাম 79,999 টাকা থেকে শুরু
  • এর চারটি রঙ রয়েছে পিওনি, পোর্সেলিন, ওবসিডিয়ান এবং উইন্টারগ্রিন।

ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ Google Pixel 9 স্মার্টফোনে রয়েছে। ফোনে থাকা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-এর সুবিধা ও 50-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা রয়েছে। রয়েছে 10.5-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 48-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স।

ঠিক কী কী কারণে কিনতে পারেন নতুন iPhone 16 সিরিজ

iPhone 16 বৈশিষ্ট্য:

  • Apple iPhone 16 সিরিজে অনেক নতুন ফিচার আনা হয়েছে। নতুন সিরিজের ফোনগুলো অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। অ্যাপল দাবি করেছে যে এটি গ্লাস ব্যাক ফোনের চেয়ে দ্বিগুণ দীর্ঘস্থায়ী হবে।
  • iPhone 16 ডিসপ্লে 6.1 ইঞ্চি লম্বা। এটি ভ্যানিলা ভেরিয়েন্ট ডিজাইনের ৷ এতে iOS 18 সফটওয়্য়ার ব্যবহার করা হয়েছে। উজ্জ্বলতা 2000 নিট পর্যন্ত বাড়ানো যেতে পারে।
  • iPhone 16 Plus ডিসপ্লে 6.7 ইঞ্চি লম্বা। এতে রয়েছে সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে। 48 এমপি ওয়াইড- অ্যাঙ্গেল রিয়ার ক্যামেরা এবং একটি 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 12 এমপি ক্যামেরা দেওযা হয়েছে । ক্যামেরা কন্ট্রোল বোতাম দিয়ে খুব সহজে ছবি এবং ভিডিও তোলার সুবিধা আছে ৷
  • এই সিরিজে রয়েছে অ্যাকশন সুইচ ৷ যেটি এতদিন পর্যন্ত কেবল মাত্র প্রো সিরিজ গুলিতে থাকত ৷
  • 128GB স্টোরেজের iPhone 16 বেস মডেলের দাম 79,900 টাকা থেকে শুরু। iPhone 16 'AAA গেমস' খেলার সুযোগ দেয়। আগে এই বৈশিষ্ট্যটি শুধুমাত্র প্রো মডেলগুলিতে উপলব্ধ ছিল।

Google Pixel 9 ও iPhone 16 দু’টির বেস মডেলের দামের খুব একটা পার্থক্য নেই, তবে স্টোরেজে একটু পার্থক্য রয়েছে ৷ এক্ষেত্রে ক্রেতারা নিজেদের চাহিদা অনুযায়ী বেছে নিতে পারেন ৷ নিরাপত্তার কথা ভেবে আজও ক্রেতাদের প্রথম পছন্দ আইওএস ৷

ল্যাপটপে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাজারে এল Acer এর দু‘টি নতুন মডেল

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: সদ্য় ভারতীয় বাজারে এসেছে iPhone 16 ৷ ক্রেতাদের হাতে পৌঁছতে এখনও কয়েকদিন দেরি ৷ মার্কিন টেক জায়েন্ট অ্যাপলের আইফোনের সঙ্গে জোর কদমে টেক্কা দিচ্ছে গুগল পিক্সেল ৷ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে কয়েকদিন আগেই গুগল ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ পিক্সেল 9 লঞ্চ করেছে ৷ আইফোনের মতো এটিতে রয়েছে পিক্সেল প্রো, প্রো XL ও প্রো ফোল্ড মডেল ৷ তবে এবার দেখে নিন এই দুটি মডেলের কি বৈশিষ্ঠ্য ৷

কবে থেকে কোথায় পাবেন iPhone 16 জেনে নিন বিস্তারিত

iPhone 16 বনাম Google Pixel 9: প্রতিযোগিতার বাজারে ইদুর দৌড় অবস্থা আইফোন ও গুগল পিক্সেলের ৷ অগস্ট মাসে গুগল পিক্সেলের ফ্ল্যাগশিপ মডেল পিক্সেল 9, পিক্সেল 9 প্রো, পিক্সেল 9 প্রো XL এবং পিক্সেল 9 প্রো ফোল্ড লঞ্চ করেছে । মঙ্গলবার বিশ্বব্যাপী লঞ্চ করেছে আইফোন 16 সিরিজ ৷ গুগল পিক্সেলের মতো এটিতে রয়েছে একটি বেস মডেল আইফোন 16, আইফোন 16 প্লাস, আইফোন 16 প্রো, আইফোন 16 প্রো ম্যাক্স ৷ কেনার আগে দেখে নিন অ্যান্ড্রয়েড ও আইওএসের পার্থক্য ৷

গুগল পিক্সেল 9 স্মার্টফোনের বৈশিষ্ট্য:

  • 6.9 ইঞ্চি OLED ডিসপ্লে
  • রেজোলিউশন 1080 x 2424 পিক্সেল
  • উজ্জ্বলতা 2700 নিট
  • HDR ডিসপ্লে ও 120Hz রিফ্রেশ রেট
  • গরিলা গ্লাস 2
  • টেনসর জি 4 প্রসেসর, ফোন টাইটান এম 2 কো-সিকিউরিটি প্রসেসর
  • 2GB RAM এবং 256GB স্টোরেজ
  • ভারতে Google Pixel 9 এর দাম 79,999 টাকা থেকে শুরু
  • এর চারটি রঙ রয়েছে পিওনি, পোর্সেলিন, ওবসিডিয়ান এবং উইন্টারগ্রিন।

ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ Google Pixel 9 স্মার্টফোনে রয়েছে। ফোনে থাকা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-এর সুবিধা ও 50-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা রয়েছে। রয়েছে 10.5-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 48-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স।

ঠিক কী কী কারণে কিনতে পারেন নতুন iPhone 16 সিরিজ

iPhone 16 বৈশিষ্ট্য:

  • Apple iPhone 16 সিরিজে অনেক নতুন ফিচার আনা হয়েছে। নতুন সিরিজের ফোনগুলো অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। অ্যাপল দাবি করেছে যে এটি গ্লাস ব্যাক ফোনের চেয়ে দ্বিগুণ দীর্ঘস্থায়ী হবে।
  • iPhone 16 ডিসপ্লে 6.1 ইঞ্চি লম্বা। এটি ভ্যানিলা ভেরিয়েন্ট ডিজাইনের ৷ এতে iOS 18 সফটওয়্য়ার ব্যবহার করা হয়েছে। উজ্জ্বলতা 2000 নিট পর্যন্ত বাড়ানো যেতে পারে।
  • iPhone 16 Plus ডিসপ্লে 6.7 ইঞ্চি লম্বা। এতে রয়েছে সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে। 48 এমপি ওয়াইড- অ্যাঙ্গেল রিয়ার ক্যামেরা এবং একটি 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 12 এমপি ক্যামেরা দেওযা হয়েছে । ক্যামেরা কন্ট্রোল বোতাম দিয়ে খুব সহজে ছবি এবং ভিডিও তোলার সুবিধা আছে ৷
  • এই সিরিজে রয়েছে অ্যাকশন সুইচ ৷ যেটি এতদিন পর্যন্ত কেবল মাত্র প্রো সিরিজ গুলিতে থাকত ৷
  • 128GB স্টোরেজের iPhone 16 বেস মডেলের দাম 79,900 টাকা থেকে শুরু। iPhone 16 'AAA গেমস' খেলার সুযোগ দেয়। আগে এই বৈশিষ্ট্যটি শুধুমাত্র প্রো মডেলগুলিতে উপলব্ধ ছিল।

Google Pixel 9 ও iPhone 16 দু’টির বেস মডেলের দামের খুব একটা পার্থক্য নেই, তবে স্টোরেজে একটু পার্থক্য রয়েছে ৷ এক্ষেত্রে ক্রেতারা নিজেদের চাহিদা অনুযায়ী বেছে নিতে পারেন ৷ নিরাপত্তার কথা ভেবে আজও ক্রেতাদের প্রথম পছন্দ আইওএস ৷

ল্যাপটপে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাজারে এল Acer এর দু‘টি নতুন মডেল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.