ETV Bharat / technology

ভারতীয় বাজারে এল আইফোন 16, দাম কত, কী কী ফিচার ? দেখে নিন - IPHONE 16 LAUNCH

Apple iPhone 16: ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল আইফোন 16 সিরিজ ৷ সেইসঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ 10 (আপগ্রেড ভার্সন) এবং এয়ারপডস 4 লঞ্চ করেছে ৷

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 10, 2024, 7:07 AM IST

Apple iPhone 16
ভারতীয় বাজারে এল আইফোন 16 (অ্যাপল হাব)

হায়দরাবাদ, 9 সেপ্টম্বর: দীর্ঘ প্রতিক্ষার পর ভারতীয় বাজারে লঞ্চ করল আইফোন 16 সিরিজ ৷ সোমবার ভারতীয় সময় 10টা30 মিনিটে আত্নপ্রকাশ করেছে এই মডেলটি ৷ আইফোন প্রস্তুত কারক সংস্থা অ্যাপল iPhone 16 সিরিজ এবং 16 Pro সিরিজ লঞ্চ করেছে । সেইসঙ্গে অ্যাপল ওয়াচ সরিজ 10 (আপগ্রেড ভার্সন) এবং এয়ারপডস 4 লঞ্চ করেছে ৷

iPhone 16 সিরিজ: ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কের ইভেন্টে iPhone 16, 16 Plus, 16 Pro, 16 Pro Max লঞ্চ করা হয়েছে। iPhone 15 এবং 15 Pro সিরিজ গত বছর লঞ্চ হয়েছিল। iPhone 16 সিরিজের ডিজাইন থেকে শুরু করে ক্যামেরা সেন্সর এবং চিপসেটেও পরিবর্তন করা হয়েছে ৷ ব্যবহার করা হয়েছে AI Technology ৷ A18 চিপসেট রয়েছে নতুন মডেলে ৷ আইওএস 18 আছে নতুন সিরিজে ৷

iPhone 16-এ ক্যামেরা সেটআপ ডিজাইন: iPhone 16-এর ক্যামেরা সেটআপ ডিজাইন সম্ভবত অনেকটাই অত্যাধুনিক । কালো, নীল, সবুজ, গোলাপি এবং সাদা রঙে পাওয়া যাচ্ছে ৷ এছাড়া প্রো মডেলগুলি টাইটেনিয়াম ব্ল্যাক, হোয়াইট টাইটেনিয়াম, ন্যাচরাল টাইটেনিয়াম, গোল্ড টাইটেনিয়াম ৷

'তথ্যপ্রযুক্তি শিল্পে বড় চ্যালেঞ্জ এআই' মার্কিন সফরে কৃত্রিম বুদ্ধিমত্তা ও চাকরির নিয়ে আশঙ্কা রাহুলের

ক্যামেরা সেটআপ: iPhone 16 এর ক্যামেরা সেন্সরগুলি iPhone 15 এর তুলনায় অনেক টাই অত্যাধুনিক। আপগ্রেড ক্যামেরা সেন্সর ব্যবহার কার হয়েছে।যখন iPhone 16-এর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে একটি নতুন 48-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যাবে। এর পাশাপাশি কম আলোর সেন্সরও উন্নত করা হয়েছে ৷ আইফোন 16 সিরিজের ক্যামেরায় ডিএসএলআর স্টাইল শাটার বটম ব্যবহার করা হয়েছে ৷ এটির বৈশিষ্ট্য হল ছবি তোলার সময় ফোকাস করার জন্য এটিতে হালকা চাপ দিতে হবে, তারপর একটু জোরে চাপ দিলেই ছবি উঠে যাবে সহজে ৷

এই বিশেষ বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে: iPhone 16-এ ভিডিয়ো রেকর্ডিং সুবিধা থাকবে। এই বৈশিষ্ট্যটি বর্তমানে শুধুমাত্র iPhone 15 Pro মডেলগুলিতে উপলব্ধ। গত বছর প্রো ভেরিয়েন্টে যে অ্যাকশন বাটন দেওয়া হয়েছিল তা এবার স্ট্যান্ডার্ড iPhone 16-এ দেওয়া হয়েছে ৷

Model Price Storage
iPhone 16Rs 79,900128GB
iPhone 16 PlusRs 89,900128GB
iPhone 16 ProRs 1,19,900256GB
iPhone 16 Pro Max Rs 1,44,900256GB

অ্যাপল ওয়াচ 10: অ্যাপল ওয়াচ সিরিজ 10-এর নতুন মডেল আনছে ৷ আগের তুলনায় এক ডিজাইন স্লিক এবং বড় স্ক্রিন ৷ ঘড়িটি স্লিপ অ্যাপনিয়া সনাক্তকরণে পারদর্শী ৷ ঘুমের সমস্যা আছে যাদের তাঁদের এটি এক প্রকার গেম চেঞ্জার ৷

Airpod 4: অ্যাপলের এয়ারপডস 4 একটি ডিজাইনেও আগের থেকে পরিবর্তন করা হয়েছে ৷ এয়ারপডস প্রো-অনুকরণে এর ডিজাইন করা হয়েছে ৷ USB-C চার্জিং ফিচার করবে এবং নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা আছে ৷

আজই লঞ্চ করছে আইফোন 16, দু‘টি সিরিজের দাম কমল 11হাজার টাকা পর্যন্ত

হায়দরাবাদ, 9 সেপ্টম্বর: দীর্ঘ প্রতিক্ষার পর ভারতীয় বাজারে লঞ্চ করল আইফোন 16 সিরিজ ৷ সোমবার ভারতীয় সময় 10টা30 মিনিটে আত্নপ্রকাশ করেছে এই মডেলটি ৷ আইফোন প্রস্তুত কারক সংস্থা অ্যাপল iPhone 16 সিরিজ এবং 16 Pro সিরিজ লঞ্চ করেছে । সেইসঙ্গে অ্যাপল ওয়াচ সরিজ 10 (আপগ্রেড ভার্সন) এবং এয়ারপডস 4 লঞ্চ করেছে ৷

iPhone 16 সিরিজ: ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কের ইভেন্টে iPhone 16, 16 Plus, 16 Pro, 16 Pro Max লঞ্চ করা হয়েছে। iPhone 15 এবং 15 Pro সিরিজ গত বছর লঞ্চ হয়েছিল। iPhone 16 সিরিজের ডিজাইন থেকে শুরু করে ক্যামেরা সেন্সর এবং চিপসেটেও পরিবর্তন করা হয়েছে ৷ ব্যবহার করা হয়েছে AI Technology ৷ A18 চিপসেট রয়েছে নতুন মডেলে ৷ আইওএস 18 আছে নতুন সিরিজে ৷

iPhone 16-এ ক্যামেরা সেটআপ ডিজাইন: iPhone 16-এর ক্যামেরা সেটআপ ডিজাইন সম্ভবত অনেকটাই অত্যাধুনিক । কালো, নীল, সবুজ, গোলাপি এবং সাদা রঙে পাওয়া যাচ্ছে ৷ এছাড়া প্রো মডেলগুলি টাইটেনিয়াম ব্ল্যাক, হোয়াইট টাইটেনিয়াম, ন্যাচরাল টাইটেনিয়াম, গোল্ড টাইটেনিয়াম ৷

'তথ্যপ্রযুক্তি শিল্পে বড় চ্যালেঞ্জ এআই' মার্কিন সফরে কৃত্রিম বুদ্ধিমত্তা ও চাকরির নিয়ে আশঙ্কা রাহুলের

ক্যামেরা সেটআপ: iPhone 16 এর ক্যামেরা সেন্সরগুলি iPhone 15 এর তুলনায় অনেক টাই অত্যাধুনিক। আপগ্রেড ক্যামেরা সেন্সর ব্যবহার কার হয়েছে।যখন iPhone 16-এর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে একটি নতুন 48-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যাবে। এর পাশাপাশি কম আলোর সেন্সরও উন্নত করা হয়েছে ৷ আইফোন 16 সিরিজের ক্যামেরায় ডিএসএলআর স্টাইল শাটার বটম ব্যবহার করা হয়েছে ৷ এটির বৈশিষ্ট্য হল ছবি তোলার সময় ফোকাস করার জন্য এটিতে হালকা চাপ দিতে হবে, তারপর একটু জোরে চাপ দিলেই ছবি উঠে যাবে সহজে ৷

এই বিশেষ বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে: iPhone 16-এ ভিডিয়ো রেকর্ডিং সুবিধা থাকবে। এই বৈশিষ্ট্যটি বর্তমানে শুধুমাত্র iPhone 15 Pro মডেলগুলিতে উপলব্ধ। গত বছর প্রো ভেরিয়েন্টে যে অ্যাকশন বাটন দেওয়া হয়েছিল তা এবার স্ট্যান্ডার্ড iPhone 16-এ দেওয়া হয়েছে ৷

Model Price Storage
iPhone 16Rs 79,900128GB
iPhone 16 PlusRs 89,900128GB
iPhone 16 ProRs 1,19,900256GB
iPhone 16 Pro Max Rs 1,44,900256GB

অ্যাপল ওয়াচ 10: অ্যাপল ওয়াচ সিরিজ 10-এর নতুন মডেল আনছে ৷ আগের তুলনায় এক ডিজাইন স্লিক এবং বড় স্ক্রিন ৷ ঘড়িটি স্লিপ অ্যাপনিয়া সনাক্তকরণে পারদর্শী ৷ ঘুমের সমস্যা আছে যাদের তাঁদের এটি এক প্রকার গেম চেঞ্জার ৷

Airpod 4: অ্যাপলের এয়ারপডস 4 একটি ডিজাইনেও আগের থেকে পরিবর্তন করা হয়েছে ৷ এয়ারপডস প্রো-অনুকরণে এর ডিজাইন করা হয়েছে ৷ USB-C চার্জিং ফিচার করবে এবং নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা আছে ৷

আজই লঞ্চ করছে আইফোন 16, দু‘টি সিরিজের দাম কমল 11হাজার টাকা পর্যন্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.