ETV Bharat / technology

আপনি কি AI ব্যবহারে দক্ষ ? ভারতে খুলছে 13 লক্ষ কাজের সুযোগ - AI skilled professionals

Developing AI talent: AI যা কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে পরিচিত ৷ প্রযুক্তির এই নতুন দিক চাকরির বাজার থেকে শুরু করে চিকিৎসা, সর্বক্ষেত্রেই বিশেষ দরজা খুলে দিয়েছে ৷ আগামী 2027 সালের মধ্যে ভারতবর্ষ জুড়ে 12 লক্ষেরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে পারদর্শী প্রযুক্তিবিদের চাহিদা বাড়তে চলেছে ৷

author img

By ETV Bharat Tech Team

Published : Aug 21, 2024, 2:46 PM IST

Developing AI talent
ফাইল ছবি (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 21 অগস্ট: বিশ্বের দরবারে অ্ভূতপূর্ব সম্ভাবনার দরজা খুলে দিয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ৷ সম্প্রতি একটি সমীক্ষা রিপোর্টে প্রকাশ করা হয়েছে, AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে নজির সৃষ্টি করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত ৷ সমীক্ষায় প্রকাশিত তথ্য অনুযায়ী, 2027 সালের মধ্যে ভারতে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষ ব্যক্তির চাহিদা আরও বাড়বে ৷ এই সংখ্যাটা প্রায় 12.5 লক্ষের কাছাকাছি ৷ বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে পারদর্শী প্রযুক্তিবিদের চাহিদা 6 থেকে সাড়ে 6 লক্ষ ৷ কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মসংস্থানের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না ৷

কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ:

ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতে তা কীভাবে দেশীয় ক্ষেত্রে প্রভাব ফেলবে তা নিয়ে যৌথভাবে একটি সমীক্ষা করেছিল ডেলয়েট ইন্ডিয়া ও ন্যাসকম ৷ সেই সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য় ৷ সেই রিপোর্ট অনুযায়ী ( 2022 থেকে 2027) 25-35 শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের চাহিদা বাড়বে ৷ যা কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে ৷ প্রযুক্তিক্ষেত্রে এক যুগান্তকারী বিপ্লব আনতে চলেছে AI বা ARTIFICIAL INTELLIGENCE ৷

এই দুই সংস্থার সমীক্ষার তথ্য থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই দেশের 43 শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান AI ব্যবহার করা শুরু করে দিয়েছে ৷ এই সংস্থার 60 শতাংকর্মীর নয়া প্রযুক্তি AI ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা আছে ৷ আগামীতে আরও বিপুল সংখ্যক কর্মীকে AI ব্যবহারে পারদর্শী করার লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি ৷ সংস্থাগুলি নতুন নিয়োগের ক্ষেত্রেও 70 শতাংশ কর্মীর AI ব্যবহারে দক্ষতার উপর জোর দিচ্ছে ৷ সমীক্ষার ভিত্তিতে বলা যেতে পারে আগামী 5 বছরের মধ্যে AI ব্যবহারে দক্ষ প্রযুক্তিবিদের চাহিদা আরও বাড়বে ৷ তাই কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন পদ্ধতিতে কর্মসংস্থান সৃষ্টি করবে ৷ মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করবে ৷"

এই প্রসঙ্গেই, তথ্য প্রযুক্তি সংস্থা ডেলয়েটের (দক্ষিণ এশিয়া) প্রেসিডেন্ট সতীশ গোপালিয়া বলেন, "2030 সালের মধ্যে ভারত AI ব্যবহারে শীর্ষস্থানে পৌঁছবে ৷ এখানে এক মিলিয়নেরও বেশি প্রযুক্তি ব্যবহারে দক্ষ কর্মী রয়েছেন ৷ শুধু দক্ষকর্মীর সংখ্যা বেশি থাকলেই চলবে না ৷ তাঁরা যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষ হন ও এই সিস্টেমটিকে সঠিকভাবে কাজে লাগিয়ে উন্নতমানের উৎপাদন করতে পারেন সেই দিকেও লক্ষ্য রাখতে হবে ৷ AI নতুন প্রতিভা খুঁজে বের করতে সক্ষম ৷ সমীক্ষাতেই দেখা গিয়েছে, তিনজন ভারতীয়ের মধ্যে দু’জন কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারে দক্ষ ৷

সমীক্ষায় অংশগ্রহণকারী আর এক সংস্থা ন্যাসকমের সিনিয়র ভিপি এবং চিফ স্ট্র্যাটেজি অফিসার সঙ্গীতা গুপ্ত বলেন, "বর্তমানে AI-এর ব্যবহার সমগ্র ক্ষেত্রে হয় ৷ শিল্প থেকে শুরু করে চিকিৎসা-সহ একাধিক ক্ষেত্রে বেড়েছে AI-এর ব্যবহার ৷ একজন দক্ষ AI ব্যবহারকারী বিশ্বব্যাপী বিপ্লব আনতে পারেন ৷ "

AI ব্যবহার:

সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতে আগামিদিনে AI বা কৃত্রিমবুদ্ধিমত্তার ব্যবহার আরও বাড়বে ৷ জরুরি ক্ষেত্রেও বাড়বে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়বে ৷ পণ্য পরিষেবা ক্ষেত্রেও অচিরেই ব্যবহার করা হবে ARTIFICIAL INTELLIGENCE ৷ দু’ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারী নিয়োগ হবে ৷ যাঁদের কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে সম্যক জ্ঞান আছে এবং যাঁরা এই প্রযুক্তি ব্যবহারে দক্ষ ৷ ইতিমধ্যে একাধিক প্রযুক্তি সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেওয়া ও ওয়ার্কশপের আয়োজন করেছে দক্ষ এআই ব্যবহারকারী তৈরি করতে ৷

নয়াদিল্লি, 21 অগস্ট: বিশ্বের দরবারে অ্ভূতপূর্ব সম্ভাবনার দরজা খুলে দিয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ৷ সম্প্রতি একটি সমীক্ষা রিপোর্টে প্রকাশ করা হয়েছে, AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে নজির সৃষ্টি করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত ৷ সমীক্ষায় প্রকাশিত তথ্য অনুযায়ী, 2027 সালের মধ্যে ভারতে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষ ব্যক্তির চাহিদা আরও বাড়বে ৷ এই সংখ্যাটা প্রায় 12.5 লক্ষের কাছাকাছি ৷ বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে পারদর্শী প্রযুক্তিবিদের চাহিদা 6 থেকে সাড়ে 6 লক্ষ ৷ কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মসংস্থানের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না ৷

কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ:

ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতে তা কীভাবে দেশীয় ক্ষেত্রে প্রভাব ফেলবে তা নিয়ে যৌথভাবে একটি সমীক্ষা করেছিল ডেলয়েট ইন্ডিয়া ও ন্যাসকম ৷ সেই সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য় ৷ সেই রিপোর্ট অনুযায়ী ( 2022 থেকে 2027) 25-35 শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের চাহিদা বাড়বে ৷ যা কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে ৷ প্রযুক্তিক্ষেত্রে এক যুগান্তকারী বিপ্লব আনতে চলেছে AI বা ARTIFICIAL INTELLIGENCE ৷

এই দুই সংস্থার সমীক্ষার তথ্য থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই দেশের 43 শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান AI ব্যবহার করা শুরু করে দিয়েছে ৷ এই সংস্থার 60 শতাংকর্মীর নয়া প্রযুক্তি AI ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা আছে ৷ আগামীতে আরও বিপুল সংখ্যক কর্মীকে AI ব্যবহারে পারদর্শী করার লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি ৷ সংস্থাগুলি নতুন নিয়োগের ক্ষেত্রেও 70 শতাংশ কর্মীর AI ব্যবহারে দক্ষতার উপর জোর দিচ্ছে ৷ সমীক্ষার ভিত্তিতে বলা যেতে পারে আগামী 5 বছরের মধ্যে AI ব্যবহারে দক্ষ প্রযুক্তিবিদের চাহিদা আরও বাড়বে ৷ তাই কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন পদ্ধতিতে কর্মসংস্থান সৃষ্টি করবে ৷ মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করবে ৷"

এই প্রসঙ্গেই, তথ্য প্রযুক্তি সংস্থা ডেলয়েটের (দক্ষিণ এশিয়া) প্রেসিডেন্ট সতীশ গোপালিয়া বলেন, "2030 সালের মধ্যে ভারত AI ব্যবহারে শীর্ষস্থানে পৌঁছবে ৷ এখানে এক মিলিয়নেরও বেশি প্রযুক্তি ব্যবহারে দক্ষ কর্মী রয়েছেন ৷ শুধু দক্ষকর্মীর সংখ্যা বেশি থাকলেই চলবে না ৷ তাঁরা যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষ হন ও এই সিস্টেমটিকে সঠিকভাবে কাজে লাগিয়ে উন্নতমানের উৎপাদন করতে পারেন সেই দিকেও লক্ষ্য রাখতে হবে ৷ AI নতুন প্রতিভা খুঁজে বের করতে সক্ষম ৷ সমীক্ষাতেই দেখা গিয়েছে, তিনজন ভারতীয়ের মধ্যে দু’জন কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারে দক্ষ ৷

সমীক্ষায় অংশগ্রহণকারী আর এক সংস্থা ন্যাসকমের সিনিয়র ভিপি এবং চিফ স্ট্র্যাটেজি অফিসার সঙ্গীতা গুপ্ত বলেন, "বর্তমানে AI-এর ব্যবহার সমগ্র ক্ষেত্রে হয় ৷ শিল্প থেকে শুরু করে চিকিৎসা-সহ একাধিক ক্ষেত্রে বেড়েছে AI-এর ব্যবহার ৷ একজন দক্ষ AI ব্যবহারকারী বিশ্বব্যাপী বিপ্লব আনতে পারেন ৷ "

AI ব্যবহার:

সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতে আগামিদিনে AI বা কৃত্রিমবুদ্ধিমত্তার ব্যবহার আরও বাড়বে ৷ জরুরি ক্ষেত্রেও বাড়বে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়বে ৷ পণ্য পরিষেবা ক্ষেত্রেও অচিরেই ব্যবহার করা হবে ARTIFICIAL INTELLIGENCE ৷ দু’ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারী নিয়োগ হবে ৷ যাঁদের কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে সম্যক জ্ঞান আছে এবং যাঁরা এই প্রযুক্তি ব্যবহারে দক্ষ ৷ ইতিমধ্যে একাধিক প্রযুক্তি সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেওয়া ও ওয়ার্কশপের আয়োজন করেছে দক্ষ এআই ব্যবহারকারী তৈরি করতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.