ETV Bharat / technology

আইআইটি-ইসরোর যৌথ উদ্যোগে চালু 'সেন্টার অফ অ্যাক্সিলেন্স'

ইসরো ও আইআইটি মাদ্রাজ যৌথ উদ্যোগে 'সেন্টার অফ অ্যাক্সিলেন্স' চালু করতে চলেছে ৷ যেখানে মাহাকাশযান ও লঞ্চ ভেহিক্য়ালস সম্পর্কিত বিভিন্ন ধরনের গবেষণা করা হবে ৷

LVM3 M3
LVM3 M3 এর প্রতীকী ছবি (ছবি ISRO)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 13, 2024, 2:01 PM IST

হায়দরাবাদ: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ (IIT Madras) এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো একযোগে তৈরি করতে চলেছে একটি গবেষণা কেন্দ্র ৷ এই গবেষণা কেন্দ্রের জন্য ইতিমধ্য়েই 1.84 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ 'ফ্লুইড ও থার্মাল সায়েন্স' সম্পর্কিত গবেষণা হবে এই কেন্দ্রে ৷

ডেলিভারি এবার আরও সহজ, স্মার্টচশমা দিয়ে নেভিগেট করা যাবে রাস্তা

এই মর্মে চলতি মাসে একটি মউ চুক্তি স্বাক্ষর করেছে IIT মাদ্রাজের ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্সি এবং স্পনসরড রিসার্চের ডিন প্রফেসর মনু সানথানম এবং ISRO-তরফে ভিক্টর জোসেফ টি ৷ এই স্বাক্ষার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি মাদ্রাজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অরবিন্দ পাট্টমাট্টা এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরা ৷

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট মহাকাশে ! ব্যালট পাঠাবেন সুনীতারা

জানা গিয়েছে, এই গবেষণা কেন্দ্র থেকে মহাকাশযান ও লঞ্চ ভেহিকেলের (মহাকাশযানে থাকা রকেটের অংশ) পরীক্ষা-নীরিক্ষা হবে ৷ আইআইটি মাদ্রাজের ফ্যাকাল্টি এক্সপার্টরা এই সমস্ত মহাকাশযানের নকশা থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশের পরীক্ষা- নীরিক্ষা করবেন ৷ এই সমস্ত স্পেস ক্রাফটগুলি যাতে সফলভাবে উৎক্ষেপন করা যায় সেই দিকেও নজর দেবেন তাঁরা ৷

নতুন গবেষণা কেন্দ্রে কোনও কোনও বিষয়ে গুরত্ব দেওয়া হবে

  • থার্মাল ম্যানেজমেন্ট রিসার্চ সেন্টার: এই কেন্দ্রটি মহাকাশযান এবং লঞ্চ ভেহিকেল (এলভি) নিয়ে গবেষণা করা হবে ৷ সফল উৎক্ষেপণ নিয়ে গবেষণা করা হবে এই কেন্দ্রে ৷
  • অর্থ বরাদ্দ: ISRO প্রথম পর্যায়ে কাজ শুরুর জন্য বিভিন্ন যন্ত্রাংশ ও গবেষণার প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে 1.84 কোটি টাকা দেওয়া হয়েছে ।
  • উন্নতমানের গবেষণা প্রকল্প: এই কেন্দ্র থেকে মহাকাশযানের ফ্লুইড ও থার্মাল সায়েন্স, হাইব্রিড রকেট সম্পর্কিত সমস্তরকমের গবেষণা হবে ৷ এছাড়াও অস্থিতিশীলতা এবং ক্রায়োজেনিক ট্যাঙ্ক থার্মোডাইনামিকসের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করবে এই কেন্দ্রটি।
  • ইন্ড্রাস্ট্রিজ ও অ্যাকাডেমিক সহযোগিতা: ইসরোর বিজ্ঞানী এবং আইআইটি মাদ্রাজের যৌথ প্রচেষ্টায় 'ফ্লুইড ও থার্মাল সায়েন্স' গবেষণা আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে ৷

নতুন এই উদ্যোগ সম্পর্কেই কেন্দ্রের প্রজেক্ট কো-অর্ডিনেটর অধ্যাপক অরবিন্দ পাট্টমাট্টা বলেন, "এই কেন্দ্রে ISRO এবং IIT মাদ্রাজের অভিজ্ঞ ফ্যাকাল্টিরা যৌথ উদ্যোগে কাজ করবে ৷ যা ভারতের মহাকাশ গবেষণাকে আরও একধাপ এগিয়ে দেবে ৷' মহাকাশ গবেষণা থেকে লঞ্চ ভেহিকেল উৎক্ষেপণেও দেশ স্বনির্ভর হবে বলে আশা করছেন তিনি ৷

আসছে ভারতের সবচেয়ে বড় IPO ! এবার শেয়ারেও Reliance Jio-র ধামাকা

আইআইটি মাদ্রাজ এবং ইসরো একটি স্বনির্ভর মহাকাশ কর্মসূচির জন্য গবেষণার প্রচারের জন্য 1985 সালে 'ISRO-IIT M স্পেস টেকনোলজি সেল' প্রতিষ্ঠা করেছিল। নতুন সেন্টার অফ অ্যাক্সিলেন্সে 'ফ্লুইড ও থার্মাল সায়েন্স' গবেষণায় জোর দেওয়া হবে ৷

হায়দরাবাদ: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ (IIT Madras) এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো একযোগে তৈরি করতে চলেছে একটি গবেষণা কেন্দ্র ৷ এই গবেষণা কেন্দ্রের জন্য ইতিমধ্য়েই 1.84 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ 'ফ্লুইড ও থার্মাল সায়েন্স' সম্পর্কিত গবেষণা হবে এই কেন্দ্রে ৷

ডেলিভারি এবার আরও সহজ, স্মার্টচশমা দিয়ে নেভিগেট করা যাবে রাস্তা

এই মর্মে চলতি মাসে একটি মউ চুক্তি স্বাক্ষর করেছে IIT মাদ্রাজের ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্সি এবং স্পনসরড রিসার্চের ডিন প্রফেসর মনু সানথানম এবং ISRO-তরফে ভিক্টর জোসেফ টি ৷ এই স্বাক্ষার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি মাদ্রাজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অরবিন্দ পাট্টমাট্টা এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরা ৷

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট মহাকাশে ! ব্যালট পাঠাবেন সুনীতারা

জানা গিয়েছে, এই গবেষণা কেন্দ্র থেকে মহাকাশযান ও লঞ্চ ভেহিকেলের (মহাকাশযানে থাকা রকেটের অংশ) পরীক্ষা-নীরিক্ষা হবে ৷ আইআইটি মাদ্রাজের ফ্যাকাল্টি এক্সপার্টরা এই সমস্ত মহাকাশযানের নকশা থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশের পরীক্ষা- নীরিক্ষা করবেন ৷ এই সমস্ত স্পেস ক্রাফটগুলি যাতে সফলভাবে উৎক্ষেপন করা যায় সেই দিকেও নজর দেবেন তাঁরা ৷

নতুন গবেষণা কেন্দ্রে কোনও কোনও বিষয়ে গুরত্ব দেওয়া হবে

  • থার্মাল ম্যানেজমেন্ট রিসার্চ সেন্টার: এই কেন্দ্রটি মহাকাশযান এবং লঞ্চ ভেহিকেল (এলভি) নিয়ে গবেষণা করা হবে ৷ সফল উৎক্ষেপণ নিয়ে গবেষণা করা হবে এই কেন্দ্রে ৷
  • অর্থ বরাদ্দ: ISRO প্রথম পর্যায়ে কাজ শুরুর জন্য বিভিন্ন যন্ত্রাংশ ও গবেষণার প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে 1.84 কোটি টাকা দেওয়া হয়েছে ।
  • উন্নতমানের গবেষণা প্রকল্প: এই কেন্দ্র থেকে মহাকাশযানের ফ্লুইড ও থার্মাল সায়েন্স, হাইব্রিড রকেট সম্পর্কিত সমস্তরকমের গবেষণা হবে ৷ এছাড়াও অস্থিতিশীলতা এবং ক্রায়োজেনিক ট্যাঙ্ক থার্মোডাইনামিকসের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করবে এই কেন্দ্রটি।
  • ইন্ড্রাস্ট্রিজ ও অ্যাকাডেমিক সহযোগিতা: ইসরোর বিজ্ঞানী এবং আইআইটি মাদ্রাজের যৌথ প্রচেষ্টায় 'ফ্লুইড ও থার্মাল সায়েন্স' গবেষণা আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে ৷

নতুন এই উদ্যোগ সম্পর্কেই কেন্দ্রের প্রজেক্ট কো-অর্ডিনেটর অধ্যাপক অরবিন্দ পাট্টমাট্টা বলেন, "এই কেন্দ্রে ISRO এবং IIT মাদ্রাজের অভিজ্ঞ ফ্যাকাল্টিরা যৌথ উদ্যোগে কাজ করবে ৷ যা ভারতের মহাকাশ গবেষণাকে আরও একধাপ এগিয়ে দেবে ৷' মহাকাশ গবেষণা থেকে লঞ্চ ভেহিকেল উৎক্ষেপণেও দেশ স্বনির্ভর হবে বলে আশা করছেন তিনি ৷

আসছে ভারতের সবচেয়ে বড় IPO ! এবার শেয়ারেও Reliance Jio-র ধামাকা

আইআইটি মাদ্রাজ এবং ইসরো একটি স্বনির্ভর মহাকাশ কর্মসূচির জন্য গবেষণার প্রচারের জন্য 1985 সালে 'ISRO-IIT M স্পেস টেকনোলজি সেল' প্রতিষ্ঠা করেছিল। নতুন সেন্টার অফ অ্যাক্সিলেন্সে 'ফ্লুইড ও থার্মাল সায়েন্স' গবেষণায় জোর দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.