ETV Bharat / technology

শঙ্কুর পর এবার প্রফেসর AI, ম্যানেজমেন্টের পাঠ দেবে পডুয়াদের - IIM INTRODUCES AI FACULTY

AI Professor In IIM Sambalpur: দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে রেকর্ড করতে চলেছে সম্বলপুর 'আইআইএম'। এই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসে পড়ুয়াদের পড়াবেন এআই প্রফেসর ৷ আগামী 10 মাসের মধ্যে এই হাই-টেক পদ্ধতি বা এআইয়ের মাধ্যমে শিক্ষাদান পক্রিয়া চালু হবে।

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 25, 2024, 12:15 PM IST

IIM Sambalpur
পডুয়াদের ম্যানেজমেন্টের পাঠ দেবে AI (ইটভি ভারত)

ভুবনেশ্বর: দেশ জুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ৷ তথ্য-প্রযুক্তি ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রবণতা বাড়ছে ৷ এবার শিক্ষাক্ষেত্রেও প্রবেশ করতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর প্রফেসর ৷ আইআইটি সম্বলপুর (ওড়িশা) নিয়োগ করা হবে এআই প্রফেসর ৷ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এর 10 বছর পুর্তির অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ডিরেক্টর মহাদেব পাজারা জয়সওয়াল ৷ এআই প্রফেসর প্রসঙ্গেই তাঁর দবি, এর ফলে পড়ুয়াদের পড়াশোনার মান আরও উন্নত হবে ৷

AI-কে বিশেষ গুরুত্ব, যুক্তরাষ্ট্রে প্রযুক্তি সংস্থাগুলোর সঙ্গে মোদির বৈঠক ফলপ্রসূ

  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট

ওড়িশার সম্বলপুরের আইআইএম দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এআই প্রফেসরের মাধ্যমে পড়ুয়াদের পড়াশোনা শেখানো হবে ৷ আপাতত এটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে ৷ এইরকম 5টি প্রজেক্টের কাজ শুরু হতে চলেছে সম্বলপুর আইআইটিতে ৷ যদিও একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ৷ একটি আমেরিকান কোম্পানির সহায়তায় এই প্রতিষ্ঠানটিতে এআই প্রফেসরের মাধ্যমে পড়ানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন ডিরেক্টর মহাদেব পাজারা জয়সওয়াল ৷

ল্যাপটপে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাজারে এল Acer এর দু‘টি নতুন মডেল

  • কীভাবে পড়ানো হবে

প্রথমে পড়ুয়াদের একটি ভিডিয়ো দেওয়া হবে ৷ যেখানে তাদের পাঠ্যক্রম নথিভুক্ত থাকবে ৷ সেই পাঠ্যক্রম প্রথমে শিক্ষার্থীরা পড়বে ৷ তারপরে এআই প্রফেসর কুইজ এবং পরীক্ষা নেবে, পড়ুয়ারা কতটা বুঝেছে সেটা জানার জন্য ৷ কোনও পড়ুয়া বুঝতে না পারলে সেটা এআই প্রফেসর-কে তাঁরা জানাবেন ৷ সেই পড়ুয়াকে পুনরায় বোঝাবে এআই প্রফেসর ৷

আকর্ষণীয় ফিচার থেকে শুরু করে AI-এর সুবিধা রিয়েলমি P2 PRO 5G তে

  • এআই প্রফেসর

কত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রফেসর যখন ক্লাস নেবে সেই সময়ে কোনও প্রফেসর উপস্থিত থাকবেন না ক্লাসে ৷ এই প্রসঙ্গেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর মহাদেব পাজারা জয়সওয়াল বলেন, "সম্বলপুর আইআইএম দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যারা শিক্ষার ক্ষেত্রে এআই প্রযুক্তি প্রয়োগ করতে চলেছে ৷ এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের শেখার ক্ষমতা বাড়বে ৷"

100 জিবি AI ক্লাউড স্টোরেজ বিনামূল্যে ! জিও ব্যবহারকারীদের বড় উপহার অম্বানির

শিক্ষা প্রতিষ্ঠানটি 10 বছর পূর্তি উপলক্ষ্যে গ্লোবাল উইমেন এমপাওয়ারমেন্ট কনফারেন্সের আয়োজন করেছে । এর মাধ্যমে ক্যাম্পাসের কাঠামো উন্নতি হবে। এই প্রক্রিয়া পুরোপুরি শুরু হতে 3 থেকে 5 বছর সময় লাগবে। এছাড়া এখানে আরও বেশ কয়েকটি বিষয়ে পড়ানো হবে ৷ যেগুলো হল সেন্টার অফ রেসপনসিবিলিটি বিজনেস, সেন্টার অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং সেন্টার অফ ডিজিটাল মাইনিং এবং ডিজিটাল লজিস্টিকস।

ভুবনেশ্বর: দেশ জুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ৷ তথ্য-প্রযুক্তি ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রবণতা বাড়ছে ৷ এবার শিক্ষাক্ষেত্রেও প্রবেশ করতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর প্রফেসর ৷ আইআইটি সম্বলপুর (ওড়িশা) নিয়োগ করা হবে এআই প্রফেসর ৷ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এর 10 বছর পুর্তির অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ডিরেক্টর মহাদেব পাজারা জয়সওয়াল ৷ এআই প্রফেসর প্রসঙ্গেই তাঁর দবি, এর ফলে পড়ুয়াদের পড়াশোনার মান আরও উন্নত হবে ৷

AI-কে বিশেষ গুরুত্ব, যুক্তরাষ্ট্রে প্রযুক্তি সংস্থাগুলোর সঙ্গে মোদির বৈঠক ফলপ্রসূ

  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট

ওড়িশার সম্বলপুরের আইআইএম দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এআই প্রফেসরের মাধ্যমে পড়ুয়াদের পড়াশোনা শেখানো হবে ৷ আপাতত এটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে ৷ এইরকম 5টি প্রজেক্টের কাজ শুরু হতে চলেছে সম্বলপুর আইআইটিতে ৷ যদিও একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ৷ একটি আমেরিকান কোম্পানির সহায়তায় এই প্রতিষ্ঠানটিতে এআই প্রফেসরের মাধ্যমে পড়ানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন ডিরেক্টর মহাদেব পাজারা জয়সওয়াল ৷

ল্যাপটপে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাজারে এল Acer এর দু‘টি নতুন মডেল

  • কীভাবে পড়ানো হবে

প্রথমে পড়ুয়াদের একটি ভিডিয়ো দেওয়া হবে ৷ যেখানে তাদের পাঠ্যক্রম নথিভুক্ত থাকবে ৷ সেই পাঠ্যক্রম প্রথমে শিক্ষার্থীরা পড়বে ৷ তারপরে এআই প্রফেসর কুইজ এবং পরীক্ষা নেবে, পড়ুয়ারা কতটা বুঝেছে সেটা জানার জন্য ৷ কোনও পড়ুয়া বুঝতে না পারলে সেটা এআই প্রফেসর-কে তাঁরা জানাবেন ৷ সেই পড়ুয়াকে পুনরায় বোঝাবে এআই প্রফেসর ৷

আকর্ষণীয় ফিচার থেকে শুরু করে AI-এর সুবিধা রিয়েলমি P2 PRO 5G তে

  • এআই প্রফেসর

কত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রফেসর যখন ক্লাস নেবে সেই সময়ে কোনও প্রফেসর উপস্থিত থাকবেন না ক্লাসে ৷ এই প্রসঙ্গেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর মহাদেব পাজারা জয়সওয়াল বলেন, "সম্বলপুর আইআইএম দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যারা শিক্ষার ক্ষেত্রে এআই প্রযুক্তি প্রয়োগ করতে চলেছে ৷ এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের শেখার ক্ষমতা বাড়বে ৷"

100 জিবি AI ক্লাউড স্টোরেজ বিনামূল্যে ! জিও ব্যবহারকারীদের বড় উপহার অম্বানির

শিক্ষা প্রতিষ্ঠানটি 10 বছর পূর্তি উপলক্ষ্যে গ্লোবাল উইমেন এমপাওয়ারমেন্ট কনফারেন্সের আয়োজন করেছে । এর মাধ্যমে ক্যাম্পাসের কাঠামো উন্নতি হবে। এই প্রক্রিয়া পুরোপুরি শুরু হতে 3 থেকে 5 বছর সময় লাগবে। এছাড়া এখানে আরও বেশ কয়েকটি বিষয়ে পড়ানো হবে ৷ যেগুলো হল সেন্টার অফ রেসপনসিবিলিটি বিজনেস, সেন্টার অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং সেন্টার অফ ডিজিটাল মাইনিং এবং ডিজিটাল লজিস্টিকস।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.