হায়দরাবাদ: নাগরিক সুরক্ষা জোরদার করতে এল নতুন আধার অ্যাপ ৷ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার এই আধার অ্যাপ চালু করেছেন ৷ যা দেশবাসীর আধারকে সহজলভ্য এবং সুরক্ষিত করবে । এই নতুন অ্যাপটিতে QR কোড এবং রিয়েল-টাইম ফেস আইডি সাহায্য়ে দ্রুত সনাক্তকরণের সুবিধা রয়েছে । এই নতুন অ্যাপের সাহায্য়ে নাগরিকদের আধার কার্ডের হার্ড কপি বা ফটোকপি নিয়ে ঘুরতে হবে না । এই অ্যাপটি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র সাহায্যে তৈরি করা হয়েছে ৷ শীঘ্রই এটি সারা দেশে পাওয়া যাবে ৷
ফেস আইডি সনাক্তকরণ
নতুন আধার অ্যাপ লঞ্চের পর দেশবাসীর হোটেল চেক-ইন থেকে কেনাকাটা, ভ্রমণের সময় আধার কার্ডটি সঙ্গে না রাখলেও হবে ৷ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যাণ্ডেলে এই অ্যাপটির কথা ঘোষণা প্রসঙ্গেই বলেন, "ফেস আইডি প্রমাণীকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র যুগে আধারের ফটোকপি দেখানোর প্রয়োজন নেই ৷ আধার অ্যাপটি নিরাপদ এবং শুধুমাত্র ব্যবহারকারীর সম্মতিতেই শেয়ার করা যেতে পারে । 100 শতাংশ ডিজিটাল এবং সুরক্ষিত বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ ডেটা গোপনীয়তা রক্ষা করা এবং যাচাইকরণ প্রক্রিয়া সহজ করা প্রধান লক্ষ্য ৷"
New Aadhaar App
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) April 8, 2025
Face ID authentication via mobile app
❌ No physical card
❌ No photocopies
🧵Features👇 pic.twitter.com/xc6cr6grL0
অ্যাপটি কিভাবে কাজ করে ?
- QR কোড স্ক্যান: যেখানে পরিচয়পত্র প্রয়োজন সেখানে একটি QR কোড থাকবে
- ফেস স্ক্যান: স্ক্যান করার পর, অ্যাপ ক্যামেরাটি খুলবে এবং সেলফি তুলবে, UIDAI ডেটা দিয়ে সেটি যাচাই করবে
- প্রয়োজনীয় তথ্য শেয়ার: শুধুমাত্র যাচাইকরণের জন্য প্রয়োজনীয় তথ্য শেয়ার করা হবে।
নতুন আধার অ্যাপ ব্যবহারের সুবিধা
- ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত। প্রয়োজনীয় চাহিদাগুলি ভাগ করে নেওয়া হবে
- কোনও ফিজিক্যাল কার্ডের প্রয়োজন নেই, সবসময় ফটোকপি সঙ্গে রাখার দরকার নেই
- কোনও জাল নথি তৈরি হবে না
- ফেস স্ক্যানিং জালিয়াতি রোধ করা যাবে
- সাইবার জালিয়াতির বিরুদ্ধেও সুরক্ষা দেবে ও ব্যক্তিগত সুরক্ষিত থাকবে
সহজলভ্যতা এবং সতর্কতা
নতুন আধার অ্যাপটি বর্তমানে বিটা সংস্করণে পরীক্ষামূলক প্রক্রিয়াধীন। এটি গুগল প্লে স্টোরে আপাতত পাওয়া যাচ্ছে না । তাই, কল বা লিঙ্কের মাধ্যমে অ্যাপ ডাউনলোড করার কোনও তথ্য আসে তবে সাবধান। সর্বদা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর সোর্স থেকে অ্যাপটি ডাউনলোড করুন । যেহেতু এই অ্যাপটি সম্পূর্ণ ডিজিটাল, তাই ভালো ইন্টারনেট প্রয়োজন।
প্যান-আধারের তথ্য ফাঁস, নাগরিক সুরক্ষায় ওয়েবসাইট ব্লক কেন্দ্রের - Central Government
হাতে মাত্র 20 দিন, এর মধ্যে আধার আপডেট না করালে লাগবে টাকা - aadhaar card renewed