ETV Bharat / technology

অনলাইনে 10 মিনিটেই মিলবে প্যান কার্ড, কীভাবে করবেন আবেদন ? - Get Instant PAN Card

Pan Card: প্যান কার্ড আয়কর বিভাগ থেকে জারি করা হয়। জানেন কি ঘরে বসে কয়েক মিনিটের মধ্যে পাওয়া যাবে এই গুরুত্বপূর্ণ নথি ৷ সেটাও একেবারে বিনামূল্যে। জেনে নেওয়া যাক ই-প্যান কার্ড অনলাইনে আবেদন করে 10 মিনিটে কীভাবে পেতে পারেন ৷

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 7, 2024, 11:47 AM IST

Pan Card
10 মিনিটেই মিলবে প্যান কার্ড (ইটিভি ভারত)

হায়দরাবাদ: সরকারি ক্ষেত্র থেকে শুরু করে, যেকোনও কাজে গুরুত্বপূর্ণ প্যান কার্ড ৷ এই কার্ডে, প্রতিটি করদাতাদের সমস্তরকম আর্থিক লেনদেন নথিবদ্ধ থাকে । ব্যাংক অ্যাকাউন্টে করা সমস্ত আর্থিক লেনদেন ট্রাক করা যায় প্যান কার্ডের মাধ্যমে ৷ কয়েকদিন আগেই মন্ত্রী জানিয়েছিলেন নাগরিকরা এবার 10 মিনিট বা রিয়েল টাইমের মধ্যে প্যান কার্ড পেয়ে যাবেন ৷

সাধারণত, ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করলে প্যান কার্ড পেতে কিছুটা সময় লাগে। তবে, এখন ই-প্যান কার্ড দ্রুত পাওয়া যাচ্ছে ৷ রিয়েল টাইম বা 10 মিনিটের মধ্যে অনলাইনে প্যান কার্ডের আবেদন করে সেটি দ্রুত পেয়ে যাবেন ৷ কীভাবে কয়েক মিনিটের মধ্যে ই-প্যান কার্ড পাওয়া যায়, সেই সম্পর্কিত তথ্য উল্লেখ করা হল ৷

  • 10 মিনিটে ই-প্যান কার্ড

প্রথমে আপনাকে আয়করের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/iec/foportal/ যেতে হবে।

এর পর ই-ফাইলিং পোর্টাল হোমপেজে ক্লিক করুন, তারপর ইনস্ট্যান্ট ই-প্যানে ক্লিক করুন।

এবার ই-প্যান পেজে Get New e-PAN-এ ক্লিক করুন।

এখানে আরেকটি নতুন ই-প্যান পেজ খুলবে ৷ সেখানে আপনাকে 12 সংখ্যার আধার নম্বর লিখতে হবে।

এরপর, I Confirm চেকবক্স-এ ক্লিক করুন তারপর Continue-তে ক্লিক করুন। সবশেষে শর্তাবলী গ্রহণের বক্সে ক্লিক করুন।

এরপরই আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে 6 সংখ্যার OTP আসবে। এর পরে, UIDAI-এর সঙ্গে আধারের সমস্ত তথ্য যাচাই করতে চেকবক্সটি নির্বাচন করুন ৷ তারপরে Continue-এ ক্লিক করুন।

এই সমস্ত নির্বাচন কারার সময় Validate Aadhaar Details পেজে ক্লিক করতে হবে ৷ তারপর I Accept চেকবক্সে টিক চিহ্ন দিন ৷ Continue-এ ক্লিক করুন। সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরে আপনার রেজিস্টার নম্বরে একটি মেসেজ আসবে ৷ এরপরে আপনি দেখতে পাবেন ই-প্যান কার্ড জেনারেট হয়ে গিয়েছে ।

পুজোর আগেই রেশনকার্ডের E-KYC পুনর্নবীকরণ বাধ্য়তামূলক, জেনে নিন শেষ দিন কবে

ই-প্যান সুবিধা কি ?

যে সকল আবেদনকারীর বৈধ আধার নম্বর আছে তাঁদের আবেদনের সঙ্গে সঙ্গে ই-প্যান কার্ড জারি হয়ে যাবে। এটি পিডিএফ ফর্ম্যাটে থাকে ৷ সেটি ডাউনলোড করতে হয় ৷ অনলাইনে ই-প্যান আবেদন করতে কোনও টাকা লাগে না ৷ এটি ডিজিটালি স্বাক্ষরিত কার্ড ৷ যা আধারের ই-কেওয়াইসির উপর ভিত্তি করে ইলেকট্রনিকভাবে জারি করা হয়। এই সুবিধা সকল করদাতাদের জন্য উপলব্ধ।

শুধুমাত্র আধার এবং মোবাইল নম্বর এর সঙ্গে লিঙ্ক করতে হবে। যে কোনও ধরনের কাজের জন্য ই-প্যান গ্রহণ করা হয়। কোনও তথ্যের জন্য আপনি আপনার আধার ও ই-কেওয়াইসি অনুযায়ী প্যান বিবরণ আপডেট করতে হবে। তারপরে আপনি ই-ফাইলিং পোর্টালে ই-প্যান ডাউনলোড করতে পারেন।

হাতে মাত্র 20 দিন, এর মধ্যে আধার আপডেট না করালে লাগবে টাকা

হায়দরাবাদ: সরকারি ক্ষেত্র থেকে শুরু করে, যেকোনও কাজে গুরুত্বপূর্ণ প্যান কার্ড ৷ এই কার্ডে, প্রতিটি করদাতাদের সমস্তরকম আর্থিক লেনদেন নথিবদ্ধ থাকে । ব্যাংক অ্যাকাউন্টে করা সমস্ত আর্থিক লেনদেন ট্রাক করা যায় প্যান কার্ডের মাধ্যমে ৷ কয়েকদিন আগেই মন্ত্রী জানিয়েছিলেন নাগরিকরা এবার 10 মিনিট বা রিয়েল টাইমের মধ্যে প্যান কার্ড পেয়ে যাবেন ৷

সাধারণত, ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করলে প্যান কার্ড পেতে কিছুটা সময় লাগে। তবে, এখন ই-প্যান কার্ড দ্রুত পাওয়া যাচ্ছে ৷ রিয়েল টাইম বা 10 মিনিটের মধ্যে অনলাইনে প্যান কার্ডের আবেদন করে সেটি দ্রুত পেয়ে যাবেন ৷ কীভাবে কয়েক মিনিটের মধ্যে ই-প্যান কার্ড পাওয়া যায়, সেই সম্পর্কিত তথ্য উল্লেখ করা হল ৷

  • 10 মিনিটে ই-প্যান কার্ড

প্রথমে আপনাকে আয়করের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/iec/foportal/ যেতে হবে।

এর পর ই-ফাইলিং পোর্টাল হোমপেজে ক্লিক করুন, তারপর ইনস্ট্যান্ট ই-প্যানে ক্লিক করুন।

এবার ই-প্যান পেজে Get New e-PAN-এ ক্লিক করুন।

এখানে আরেকটি নতুন ই-প্যান পেজ খুলবে ৷ সেখানে আপনাকে 12 সংখ্যার আধার নম্বর লিখতে হবে।

এরপর, I Confirm চেকবক্স-এ ক্লিক করুন তারপর Continue-তে ক্লিক করুন। সবশেষে শর্তাবলী গ্রহণের বক্সে ক্লিক করুন।

এরপরই আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে 6 সংখ্যার OTP আসবে। এর পরে, UIDAI-এর সঙ্গে আধারের সমস্ত তথ্য যাচাই করতে চেকবক্সটি নির্বাচন করুন ৷ তারপরে Continue-এ ক্লিক করুন।

এই সমস্ত নির্বাচন কারার সময় Validate Aadhaar Details পেজে ক্লিক করতে হবে ৷ তারপর I Accept চেকবক্সে টিক চিহ্ন দিন ৷ Continue-এ ক্লিক করুন। সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরে আপনার রেজিস্টার নম্বরে একটি মেসেজ আসবে ৷ এরপরে আপনি দেখতে পাবেন ই-প্যান কার্ড জেনারেট হয়ে গিয়েছে ।

পুজোর আগেই রেশনকার্ডের E-KYC পুনর্নবীকরণ বাধ্য়তামূলক, জেনে নিন শেষ দিন কবে

ই-প্যান সুবিধা কি ?

যে সকল আবেদনকারীর বৈধ আধার নম্বর আছে তাঁদের আবেদনের সঙ্গে সঙ্গে ই-প্যান কার্ড জারি হয়ে যাবে। এটি পিডিএফ ফর্ম্যাটে থাকে ৷ সেটি ডাউনলোড করতে হয় ৷ অনলাইনে ই-প্যান আবেদন করতে কোনও টাকা লাগে না ৷ এটি ডিজিটালি স্বাক্ষরিত কার্ড ৷ যা আধারের ই-কেওয়াইসির উপর ভিত্তি করে ইলেকট্রনিকভাবে জারি করা হয়। এই সুবিধা সকল করদাতাদের জন্য উপলব্ধ।

শুধুমাত্র আধার এবং মোবাইল নম্বর এর সঙ্গে লিঙ্ক করতে হবে। যে কোনও ধরনের কাজের জন্য ই-প্যান গ্রহণ করা হয়। কোনও তথ্যের জন্য আপনি আপনার আধার ও ই-কেওয়াইসি অনুযায়ী প্যান বিবরণ আপডেট করতে হবে। তারপরে আপনি ই-ফাইলিং পোর্টালে ই-প্যান ডাউনলোড করতে পারেন।

হাতে মাত্র 20 দিন, এর মধ্যে আধার আপডেট না করালে লাগবে টাকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.