ETV Bharat / technology

দীর্ঘ অপেক্ষার পর স্টারলিঙ্ককে লাইসেন্স, ভারতে ইন্টারনেট পরিষেবা দেবে মাস্কের সংস্থা - ELON MUSKS STARLINK IN INDIA

ভারতে বাণিজ্যিকভাবে ইন্টারনেট পরিষেবা দেওয়ার লাইসেন্স পেল ইলন মাস্কের স্টারলিঙ্ক ৷ ট্রায়াল ও চূড়ান্ত ছাড়পত্রের পর দেশে ইন্টারনেট পরিষেবা দিতে পারবে তারা ৷

PM Narendra Modi with American Tycoon Elon Musk
ওয়াশিংটনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে খোশমেজাজে মার্কিন ধনকুবের ইলন মাস্ক (ছবি সৌজন্য: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 6, 2025 at 7:30 PM IST

3 Min Read

নয়াদিল্লি, 6 জুন: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বাক-বিতণ্ডার মাঝেই ইলন মাস্কের স্টারলিঙ্ক ভারতে বাণিজ্যের ছাড়পত্র পেল ৷ শুক্রবার টেলিকম দফতর (ডিওটি) সূত্র সংবাদসংস্থা পিটিআই-কে নিশ্চিত করে জানিয়েছে, স্টারলিঙ্ক বাস্তবিকই লাইসেন্স পেয়েছে ৷ এবার ভারতে স্যাটকম পরিষেবা অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করতে পারবে স্টারলিঙ্ক ৷

তবে বাণিজ্যিক পরিষেবা শুরুর জন্য ভারতের মহাকাশ নিয়ন্ত্রক সংস্থা ইন-স্পেস-এর চূড়ান্ত অনুমোদন পেতে হবে স্টারলিঙ্ককে ৷ সম্প্রতি স্টারলিঙ্কের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছে অম্বানির রিলায়্যান্স জিও এবং মিত্তাল গোষ্ঠীর ভারতী এয়ারটেল ৷ দেশের টেলিকম বাজারের 70 শতাংশেরও বেশি এই দু'টি গোষ্ঠীর দখলে ৷ স্টারলিঙ্ক দীর্ঘ দিন ধরেই ভারতের বাজার ধরার চেষ্টা করছিল ৷

এবার মাস্কের সংস্থাকে ট্রায়াল স্পেকট্রাম-এর জন্য আবেদন জানাতে হবে ৷ ডিওটি জানিয়েছে, স্টারলিঙ্ক আবেদন জানানোর 15-20 দিনের মধ্যে তাদের ট্রায়াল স্পেকট্রাম দেওয়া হবে ৷ এর একমাস আগে টেলিকম দফতরের তরফে স্টারলিঙ্ককে 'লেটার অফ ইনটেন্ট' জারি করা হয় ৷

স্যাটকম লাইসেন্স পেলেও বাণিজ্যিক স্যাটকম স্পেকট্রাম হাতে পেতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে স্টারলিঙ্ককে ৷ সম্প্রতি দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, ট্রাই) দাম, শর্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে ৷ রেডিয়ো ওয়েফ ফ্রিকোয়েন্সি বরাদ্দের পরপরই লাইসেন্স পাওয়া কোম্পানিগুলি তাদের পরিষেবা শুরু করে দিতে পারবে ৷

এছাড়া বাণিজ্যিক স্পেকট্রাম হাতে পাওয়ার আগে ট্রায়াল স্পেকট্রাম নিয়ে পরীক্ষা করতে হবে স্টারলিঙ্ককে ৷ ট্রায়াল স্পেকট্রামে স্টারলিঙ্কের ব্যবস্থা খতিয়ে দেখা হবে ৷ তারা দেশের নিয়ম-নীতি কতটা মেনে চলছে এবং তাদের পরিষেবার সুরক্ষার দিকটিও পর্যালোচনা করা হবে ৷ স্টারলিঙ্ককে চূড়ান্ত সম্মতি দেবে ভারতের মহাকাশ নিয়ন্ত্রক সংস্থা ইন-স্পেস ৷ তারা কখন ছাড়পত্র দেবে, তা এখনই বলা যাচ্ছে না ৷

2002 সালে বিশ্বের ধনীতম ব্যক্তি মাস্কের স্পেসএক্স সংস্থা স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট পরিষেবা কোম্পানি স্টারলিঙ্ক প্রতিষ্ঠা করেন ৷ এই কোম্পানিটি কৃত্রিম উপগ্রহের প্রযুক্তিকে কাজে লাগিয়ে সারা বিশ্বের হাই-স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে ৷ চিরাচরিত স্যাটেলাইট পরিষেবাগুলি ইন্টারনেট সরবরাহের ক্ষেত্রে দূরের জিওস্টেশনারি উপগ্রহগুলির উপর নির্ভর করে ৷ কিন্তু স্টারলিঙ্ক পৃথিবীর সবচেয়ে বড় নীচের কক্ষপথ (লো আর্থ অরবিট, লিও) লিও কনস্টেলেশন ব্যবহার করে, যা পৃথিবী থেকে মাত্র 550 কিমি উপরে অবস্থিত ৷

এয়ারটেল-এর ইউটেলস্যাট ওয়ান ওয়েব এবং জিও স্যাটেলাইট কমিউনিকেশন-এর পর স্টারলিঙ্ক তৃতীয় সংস্থা হিসাবে টেলিকম দফতরের থেকে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবার লাইসেন্স পেল ৷ চতুর্থ অ্যামাজনের কুইপার এই ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে ৷ স্টারলিঙ্ককে ভারতের নিরাপত্তাজনিত নিয়ম-নীতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে ৷

চলতি বছরের ফেব্রুয়ারিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে যান ৷ সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি ইলন মাস্কের সঙ্গেও সাক্ষাৎ করেন ৷ এমনকী তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন এবং মাস্কের সন্তানদের উপহার দেন ৷

গত সপ্তাহে ইলন মাস্ক মার্কিন সরকারের 'ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি' (ডিওজিই)-র প্রধান পদে ইস্তফা দিয়েছেন ৷ কর সংক্রান্ত একটি বিল নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর মনোমালিন্য এখন খবরের শিরোনামে ৷ গতকাল রাতে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের প্রেসিডেন্ট ওভাল অফিসে প্রকাশ্যে বিশ্বের ধনীতম ব্যক্তির সঙ্গে বচসায় জড়ান ৷ এর মধ্যে মাস্কের সংস্থার জন্য সুখবর দিল ভারত ৷

নয়াদিল্লি, 6 জুন: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বাক-বিতণ্ডার মাঝেই ইলন মাস্কের স্টারলিঙ্ক ভারতে বাণিজ্যের ছাড়পত্র পেল ৷ শুক্রবার টেলিকম দফতর (ডিওটি) সূত্র সংবাদসংস্থা পিটিআই-কে নিশ্চিত করে জানিয়েছে, স্টারলিঙ্ক বাস্তবিকই লাইসেন্স পেয়েছে ৷ এবার ভারতে স্যাটকম পরিষেবা অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করতে পারবে স্টারলিঙ্ক ৷

তবে বাণিজ্যিক পরিষেবা শুরুর জন্য ভারতের মহাকাশ নিয়ন্ত্রক সংস্থা ইন-স্পেস-এর চূড়ান্ত অনুমোদন পেতে হবে স্টারলিঙ্ককে ৷ সম্প্রতি স্টারলিঙ্কের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছে অম্বানির রিলায়্যান্স জিও এবং মিত্তাল গোষ্ঠীর ভারতী এয়ারটেল ৷ দেশের টেলিকম বাজারের 70 শতাংশেরও বেশি এই দু'টি গোষ্ঠীর দখলে ৷ স্টারলিঙ্ক দীর্ঘ দিন ধরেই ভারতের বাজার ধরার চেষ্টা করছিল ৷

এবার মাস্কের সংস্থাকে ট্রায়াল স্পেকট্রাম-এর জন্য আবেদন জানাতে হবে ৷ ডিওটি জানিয়েছে, স্টারলিঙ্ক আবেদন জানানোর 15-20 দিনের মধ্যে তাদের ট্রায়াল স্পেকট্রাম দেওয়া হবে ৷ এর একমাস আগে টেলিকম দফতরের তরফে স্টারলিঙ্ককে 'লেটার অফ ইনটেন্ট' জারি করা হয় ৷

স্যাটকম লাইসেন্স পেলেও বাণিজ্যিক স্যাটকম স্পেকট্রাম হাতে পেতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে স্টারলিঙ্ককে ৷ সম্প্রতি দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, ট্রাই) দাম, শর্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে ৷ রেডিয়ো ওয়েফ ফ্রিকোয়েন্সি বরাদ্দের পরপরই লাইসেন্স পাওয়া কোম্পানিগুলি তাদের পরিষেবা শুরু করে দিতে পারবে ৷

এছাড়া বাণিজ্যিক স্পেকট্রাম হাতে পাওয়ার আগে ট্রায়াল স্পেকট্রাম নিয়ে পরীক্ষা করতে হবে স্টারলিঙ্ককে ৷ ট্রায়াল স্পেকট্রামে স্টারলিঙ্কের ব্যবস্থা খতিয়ে দেখা হবে ৷ তারা দেশের নিয়ম-নীতি কতটা মেনে চলছে এবং তাদের পরিষেবার সুরক্ষার দিকটিও পর্যালোচনা করা হবে ৷ স্টারলিঙ্ককে চূড়ান্ত সম্মতি দেবে ভারতের মহাকাশ নিয়ন্ত্রক সংস্থা ইন-স্পেস ৷ তারা কখন ছাড়পত্র দেবে, তা এখনই বলা যাচ্ছে না ৷

2002 সালে বিশ্বের ধনীতম ব্যক্তি মাস্কের স্পেসএক্স সংস্থা স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট পরিষেবা কোম্পানি স্টারলিঙ্ক প্রতিষ্ঠা করেন ৷ এই কোম্পানিটি কৃত্রিম উপগ্রহের প্রযুক্তিকে কাজে লাগিয়ে সারা বিশ্বের হাই-স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে ৷ চিরাচরিত স্যাটেলাইট পরিষেবাগুলি ইন্টারনেট সরবরাহের ক্ষেত্রে দূরের জিওস্টেশনারি উপগ্রহগুলির উপর নির্ভর করে ৷ কিন্তু স্টারলিঙ্ক পৃথিবীর সবচেয়ে বড় নীচের কক্ষপথ (লো আর্থ অরবিট, লিও) লিও কনস্টেলেশন ব্যবহার করে, যা পৃথিবী থেকে মাত্র 550 কিমি উপরে অবস্থিত ৷

এয়ারটেল-এর ইউটেলস্যাট ওয়ান ওয়েব এবং জিও স্যাটেলাইট কমিউনিকেশন-এর পর স্টারলিঙ্ক তৃতীয় সংস্থা হিসাবে টেলিকম দফতরের থেকে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবার লাইসেন্স পেল ৷ চতুর্থ অ্যামাজনের কুইপার এই ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে ৷ স্টারলিঙ্ককে ভারতের নিরাপত্তাজনিত নিয়ম-নীতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে ৷

চলতি বছরের ফেব্রুয়ারিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে যান ৷ সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি ইলন মাস্কের সঙ্গেও সাক্ষাৎ করেন ৷ এমনকী তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন এবং মাস্কের সন্তানদের উপহার দেন ৷

গত সপ্তাহে ইলন মাস্ক মার্কিন সরকারের 'ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি' (ডিওজিই)-র প্রধান পদে ইস্তফা দিয়েছেন ৷ কর সংক্রান্ত একটি বিল নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর মনোমালিন্য এখন খবরের শিরোনামে ৷ গতকাল রাতে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের প্রেসিডেন্ট ওভাল অফিসে প্রকাশ্যে বিশ্বের ধনীতম ব্যক্তির সঙ্গে বচসায় জড়ান ৷ এর মধ্যে মাস্কের সংস্থার জন্য সুখবর দিল ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.