টেক্সাস, 9 সেপ্টেম্বর: ভারতের সঙ্গে মার্কিন সম্পর্কে অটুট রাখতে তিনদিনের মার্কিন সফরে কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ রবিবার মার্কিন মুলুকে পৌঁছে ডলাসের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন ৷ সেখানেই Artificial Intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরির বাজারকে প্রভাবিত করতে পারে বলে তিনি উল্লেখ করেন ৷ তিনি আশঙ্কা প্রকাশ করেন, "কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্যপ্রযুক্তি শিল্পকে বিশেষভাবে প্রভাবিত করবে ৷ কর্মসংস্থানে প্রভাব ফেললেও, অন্য উপায় খুঁজে বার করবে ৷"
বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ বর্তমানে ভারতের কর্মসংস্থানের যে পরিস্থিতি খুব একটা ইতিবাচক নয় ৷ কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতকে প্রভাবিত করতে হব। তিনি উল্লেখ করেছেন, যে ভারতকে উৎপাদান এবং প্রযুক্তিগত উদ্ভাবনের সঠিক ব্যবহারের দিকে মনোনিবেশ করতে হবে। যাতে দেশে বেকার সমস্যা কমানো যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এআই-এর মতো নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান তৈরির কথা তিনি উল্লেখ করেছেন ৷
টেক্সসে সোনিয়া তনয় উল্লেখ করেন, নতুন প্রযুক্তি কর্মসংস্থানকে প্রভাবিত করে ৷ তিনি কম্পিউটারের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, "প্রথম যখন কম্পিউটারের ব্যবহার শুরু হয়, তখন অনেকেই ভেবেছিলেন এটি কর্মসংস্থান কমিয়ে দেবে ৷ যখন ক্যালকুলেটর প্রথম এসেছিল তখনও চাকরি যাওয়ার আশঙ্কা করেছিলেন অনেকে ৷ উল্টো ছবি চোখ পড়েছে ৷ কম্পিউটার এবং ক্যালকুলেটর দু’টোই কর্মসংস্থান বাড়িয়েছে ৷ এগুনি বিভিন্ন রকমের কর্মসংস্থানের তৈরি করেছে ৷
"আমার মনে আছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একটি অনুষ্টানে উল্লেখ করেছিলেন, ভারতীয়দের কম্পিউটারের প্রয়োজন নেই। কিছু লোক বলেছিলেন যে ভারতীয়দের ইংরেজির প্রয়োজন নেই। কিন্তু কম্পিউটার ভারতে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে। সুতরাং এটি আপনি কীভাবে দেখছেন তার উপর নির্ভর করছেভবিষ্যত।" - রাহুল গান্ধি, বিরোধীদল নেতা, লোকসভা
কংগ্রেস নেতার কথায়, "আমি মনে করি AI ভারতের আইটি শিল্পে সত্যিকারের গুরুতর সমস্যা আনতে পারে ৷ আমি মনে করি না এটি বাজাজের তৈরি স্কুটারগুলিতে থাকবে। এটি কিছু চাকরি কেড়ে নেবে ৷ আপনি যদি সবকিছু ঠিকঠাকভাবে পরিচালনা করেন তবে এটি একটি সুযোগ আরও তৈরি করবে ৷ এটিকে খারাপভাবে ব্যবহার করলে সমস্যা সৃষ্টি হবে।" বিমানবন্দরে কংগ্রেস সাংসদদের স্বাগত জানান, ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের নেতা স্যাম পিত্রোদা।