হায়দারবাদ: নাথিং-এর সাব-ব্র্যান্ড সিএমএফ তাদের আসন্ন ডিভাইস লঞ্চের তারিখ ঘোষণা করেছে । দুটি ডিভাইসের টিজার প্রকাশের পর, CMF Phone 2 Pro-এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে । চলতি মাসের 28 এপ্রিল এই স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে ঘোষণা দিয়েছে । CMF-এর প্রথম স্মার্টফোনের নাম ছিল CMF Phone 1 এবং তারপর থেকে কোম্পানিটি তিনটি TWS ইয়ারবাড লঞ্চ করেছে ৷ এবার দ্বিতীয় স্মার্টফোনও লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে ৷ এটির নাম হবে CMF Phone 2 Pro।
এই ফোন লঞ্চের পাশাপাশি তিনটি নতুন ইয়ারবাডও লঞ্চ করতে চলেছে ৷ যার নাম Buds 2, Buds 2a এবং Buds 2 Plus। কোম্পানির তরফে জানানো হয়েছে CMF-এর পণ্যগুলি Flipkart-এ বিক্রি করা হবে । ব্যবহারকারীরা CMF Phone 2 Pro মডেলটি Flipkart-এর মাধ্যমে বিক্রি শুরু করবে ৷ কোম্পানিটি এখন পর্যন্ত এই আসন্ন ফোনের দু’টি টিজার প্রকাশ করেছে ৷ সেই টিজারে ফোনের ডিজাইন প্রকাশ করা হয়েছে।
New wonderful things.
— CMF by Nothing (@cmfbynothing) April 7, 2025
Featuring CMF Phone 2 Pro, alongside a trio of buds – Buds 2, Buds 2a or Buds 2 Plus.
28 April, 2:00 BST. pic.twitter.com/1CIlMae2um
ফোনটি একটি কাস্টমাইজেবল ডিজাইনে লঞ্চ করা হবে
CMF Phone 2 Pro-তে একটি কাস্টমাইজেবল ডিজাইন থাকতে পারে ৷ যেমনটি CMF Phone 1 মডেলও দেওয়া হয়েছিল। CMF Phone 2 Pro-এর টিজারে ফোনের একটি স্ক্রু দেখা যাচ্ছে, যার অর্থ এই ফোনের পিছনের প্যানেলটি পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা ৷ ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন এটি ৷ বলা যেতে পারে পছন্দমতো স্মার্টফোনটি সাজাতে পারবেন ৷
CMF Phone 2 Pro এর ডিজাইন গত বছর লঞ্চ হওয়া CMF Phone 1 এর তুলনায় অনেকটাই বেশি স্মার্ট। ফোনের নীচে একটি স্পিকার গ্রিলও দেখা গিয়েছে । CMF ফোন 2 প্রো-এর সর্বশেষ টিজারের ক্যাপশনে CMF উল্লেখ করেছে – সেখানে উল্লেখ করা হয়েছে নতুন ফিনিশ, টেক্সচারযুক্ত, স্পর্শকাতর এই ডিভাইস ৷
CMF Phone 2 Pro এর সম্ভাব্য দাম ঠিক কত হতে পারে তা এখনও প্রকাশ করা হয়নি ৷ যেহেতু এটি CMF Phone এর প্রথম প্রো মডেল, তাই এতে CMF Phone 1 এর থেকে আপডেটেড হতে পারে । নতুন ডিভাইসটির দাম পুরানো মডেলের থেকে বেশি হতে পারে। CMF ফোন 1 কোম্পানিটি 15,999 টাকায় লঞ্চ করেছিল।