ETV Bharat / technology

আমেরিকাকে টেক্কা, টেসলাকে হারিয়ে বৃহত্তম ইভি উৎপাদনে এগিয়ে চিন - BYD OVERTAKES TESLA

গাড়ি নির্মাতা BYD 100 বিলিয়ন ডলারের বেশি আয় করে পিছিয়ে দিল টেসলাকে ৷ মার্কিন গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলাকে হারিয়ে বিশ্বের বৃহত্তম ইভি প্রস্তুতকারক হয়ে উঠেছে।

BYD Surpasses Tesla
ইউরোপে BYD সীগালের নাম পরিবর্তন করে ডলফিন সার্ফ রাখা হবে। (ছবি Getty Images)
author img

By ETV Bharat Tech Team

Published : March 26, 2025 at 10:02 AM IST

Updated : March 26, 2025 at 10:27 AM IST

3 Min Read

হায়দরাবাদ: ইলেকট্রিক গাড়ি উৎপাদনের বাজারে প্রতিযোগিতায় এগিয়ে চিনা সংস্থা BYD ৷ ইতিমধ্যেই ব্র্যান্ডটি 100 বিলিয়ন মার্কিন ডলারের রাজস্ব ছাড়িয়ে গেছে ৷ শুধুতাই নয় প্রতিদ্বন্দ্বী টেসলাকে হারিয়ে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা হয়ে উঠেছে । সোমবার শেনজেন স্টক এক্সচেঞ্জ প্রকাশিত একটি বিবৃতিতে দেখা গিয়েছে, যে চিনা গাড়ি উৎপাদনকারী সংস্থাটি 2024 সালে 777.1 বিলিয়ন ইউয়ান (107.2 বিলিয়ন মার্কিন ডলার) টাকা আয় করেছে ৷ গত বছরে সংশ্লিষ্ট অর্থবর্ষে টেসলার আয় ছিল 97.7 বিলিয়ন ডলার ৷ সেটিও ছাড়িয়ে গিয়েছে ৷

এদিকে, গত বছর BYD-এর লভ্যাংশ ছিল 40.3 বিলিয়ন ইউয়ান, যা 2023 সালের তুলনায় 34 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে রেকর্ড করেছিল ৷ এছাড়াও, বছরের শেষ অর্থবর্ষে কোম্পানির নিট মুনাফা 15 বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, এমনটাই দেখা গিয়েছে সংস্থার স্টক ফাইলিংয়ে। প্রসঙ্গত, কোম্পানিটি গত বছর প্রায় 4.3 মিলিয়ন গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় 40 শতাংশ বেশি। 2025 সালের ফেব্রুয়ারিতে মাসিক বিক্রি 161 শতাংশ বেড়ে 3,18,000 ইউনিটে পৌঁছেছে ৷ যা একই সময়ের মধ্যে টেসলার বিক্রিত ইউনিটের থেকেও বেশি ৷

মার্চ মাসে, BYD-এর হংকং-তালিকাভুক্ত শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে ৷ চিনা সংস্থাটি নতুন ব্যাটারি প্রযুক্তি চালু করেছে । নতুন প্রযুক্তি ব্যবহার করে, BYD তাদের ইলেকট্রিক ভেহিক্যালগুলি পেট্রোল গাড়ি মতো প্রযুক্তিতে তৈরি করছে ৷ কোম্পানির মতে, 'সুপার ই-প্ল্যাটফর্ম' ব্যাটারি এবং সর্বোচ্চ চার্জিং এক হাজার কিলোওয়াটে পাঁচ মিনিট চার্জ করার পরে গাড়িটি 470 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে । এদিকে, টেসলার সুপারচার্জারগুলির বর্তমানে সর্বোচ্চ চার্জিং 500 কিলোওয়াট।

ইউরোপীয় বাজারে থাবা বসাতে চাইছে চিনা সংস্থাটি ৷ প্রতিযোগিতায় পাল্লা দিতে একটি নতুন কমপ্যাক্ট বৈদ্যুতিক মডেল এবং দ্রুত চার্জিং ক্ষমতা সম্পন্ন ব্যাটারি প্রস্তুত লক্ষ্য এখন ৷ সেই মতোই সিগাল চালু করার পরিকল্পনা করছে, যার নামকরণ করা হবে ইউরোপে ডলফিন সার্ফ। টেসলার জন্য ইউরোপের গাড়ি বাজারে BYD প্রবেশ একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৷ মার্কিন মুলুকে টেসলার বিক্রি অনেকটাই কমেছে । চিনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির রাজস্ব আগের বছরের তুলনায় 29 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ ব্লুমবার্গ আগে এই বিক্রি 766 বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল ৷

BYD-এর ভাইস প্রেসিডেন্ট স্টেলা লি, গত সপ্তাহে জানিয়েছিলে, মার্চ এবং এপ্রিল মাসে ইউরোপের সঙ্গে প্রতিযোগিতা জোর কদমে শুরু হবে । এটি অর্জনের জন্য, কোম্পানিটি বিজ্ঞাপন শুরু করেছে ৷ গত বছর ফুটবলে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের স্পনসরশিপ এবং ইউরোপ জুড়ে অসংখ্য নতুন শোরুম খোলার প্রক্রিয়া শুরু হয়েছে । তবে, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভূ-রাজনৈতিক এবং বাণিজ্য BYD-র বাজার দখলের লড়াই বেশ শক্ত হতে পারে ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চিনা দ্রব্য আমদানির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন।

ইইউ কর্তৃপক্ষ হাঙ্গেরিতে তাদের প্রথম ইউরোপীয় শোরুমের জন্য চীনা সরকার BYD-কে অন্যায্য ভর্তুকি দিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ এই বছরের শেষের দিকে শোরুমটি খোলার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। BYD-এর ভাইস প্রেসিডেন্ট লি গত সপ্তাহে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছিল, তাদের সংস্থা ইইউ-এর তদন্তে সহযোগিতা করতে ইচ্ছুক।

টুইন-সিলিন্ডার লাইনআপে নতুন মডেল লঞ্চ Royal Enfield-এর

হাইড্রোজেন চালিত গাড়ি 'মিরাই'-তে চড়লেন কেন্দ্রীয় মন্ত্রী, বিশেষত্ব জানেন !

হায়দরাবাদ: ইলেকট্রিক গাড়ি উৎপাদনের বাজারে প্রতিযোগিতায় এগিয়ে চিনা সংস্থা BYD ৷ ইতিমধ্যেই ব্র্যান্ডটি 100 বিলিয়ন মার্কিন ডলারের রাজস্ব ছাড়িয়ে গেছে ৷ শুধুতাই নয় প্রতিদ্বন্দ্বী টেসলাকে হারিয়ে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা হয়ে উঠেছে । সোমবার শেনজেন স্টক এক্সচেঞ্জ প্রকাশিত একটি বিবৃতিতে দেখা গিয়েছে, যে চিনা গাড়ি উৎপাদনকারী সংস্থাটি 2024 সালে 777.1 বিলিয়ন ইউয়ান (107.2 বিলিয়ন মার্কিন ডলার) টাকা আয় করেছে ৷ গত বছরে সংশ্লিষ্ট অর্থবর্ষে টেসলার আয় ছিল 97.7 বিলিয়ন ডলার ৷ সেটিও ছাড়িয়ে গিয়েছে ৷

এদিকে, গত বছর BYD-এর লভ্যাংশ ছিল 40.3 বিলিয়ন ইউয়ান, যা 2023 সালের তুলনায় 34 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে রেকর্ড করেছিল ৷ এছাড়াও, বছরের শেষ অর্থবর্ষে কোম্পানির নিট মুনাফা 15 বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, এমনটাই দেখা গিয়েছে সংস্থার স্টক ফাইলিংয়ে। প্রসঙ্গত, কোম্পানিটি গত বছর প্রায় 4.3 মিলিয়ন গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় 40 শতাংশ বেশি। 2025 সালের ফেব্রুয়ারিতে মাসিক বিক্রি 161 শতাংশ বেড়ে 3,18,000 ইউনিটে পৌঁছেছে ৷ যা একই সময়ের মধ্যে টেসলার বিক্রিত ইউনিটের থেকেও বেশি ৷

মার্চ মাসে, BYD-এর হংকং-তালিকাভুক্ত শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে ৷ চিনা সংস্থাটি নতুন ব্যাটারি প্রযুক্তি চালু করেছে । নতুন প্রযুক্তি ব্যবহার করে, BYD তাদের ইলেকট্রিক ভেহিক্যালগুলি পেট্রোল গাড়ি মতো প্রযুক্তিতে তৈরি করছে ৷ কোম্পানির মতে, 'সুপার ই-প্ল্যাটফর্ম' ব্যাটারি এবং সর্বোচ্চ চার্জিং এক হাজার কিলোওয়াটে পাঁচ মিনিট চার্জ করার পরে গাড়িটি 470 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে । এদিকে, টেসলার সুপারচার্জারগুলির বর্তমানে সর্বোচ্চ চার্জিং 500 কিলোওয়াট।

ইউরোপীয় বাজারে থাবা বসাতে চাইছে চিনা সংস্থাটি ৷ প্রতিযোগিতায় পাল্লা দিতে একটি নতুন কমপ্যাক্ট বৈদ্যুতিক মডেল এবং দ্রুত চার্জিং ক্ষমতা সম্পন্ন ব্যাটারি প্রস্তুত লক্ষ্য এখন ৷ সেই মতোই সিগাল চালু করার পরিকল্পনা করছে, যার নামকরণ করা হবে ইউরোপে ডলফিন সার্ফ। টেসলার জন্য ইউরোপের গাড়ি বাজারে BYD প্রবেশ একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৷ মার্কিন মুলুকে টেসলার বিক্রি অনেকটাই কমেছে । চিনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির রাজস্ব আগের বছরের তুলনায় 29 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ ব্লুমবার্গ আগে এই বিক্রি 766 বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল ৷

BYD-এর ভাইস প্রেসিডেন্ট স্টেলা লি, গত সপ্তাহে জানিয়েছিলে, মার্চ এবং এপ্রিল মাসে ইউরোপের সঙ্গে প্রতিযোগিতা জোর কদমে শুরু হবে । এটি অর্জনের জন্য, কোম্পানিটি বিজ্ঞাপন শুরু করেছে ৷ গত বছর ফুটবলে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের স্পনসরশিপ এবং ইউরোপ জুড়ে অসংখ্য নতুন শোরুম খোলার প্রক্রিয়া শুরু হয়েছে । তবে, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভূ-রাজনৈতিক এবং বাণিজ্য BYD-র বাজার দখলের লড়াই বেশ শক্ত হতে পারে ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চিনা দ্রব্য আমদানির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন।

ইইউ কর্তৃপক্ষ হাঙ্গেরিতে তাদের প্রথম ইউরোপীয় শোরুমের জন্য চীনা সরকার BYD-কে অন্যায্য ভর্তুকি দিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ এই বছরের শেষের দিকে শোরুমটি খোলার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। BYD-এর ভাইস প্রেসিডেন্ট লি গত সপ্তাহে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছিল, তাদের সংস্থা ইইউ-এর তদন্তে সহযোগিতা করতে ইচ্ছুক।

টুইন-সিলিন্ডার লাইনআপে নতুন মডেল লঞ্চ Royal Enfield-এর

হাইড্রোজেন চালিত গাড়ি 'মিরাই'-তে চড়লেন কেন্দ্রীয় মন্ত্রী, বিশেষত্ব জানেন !

Last Updated : March 26, 2025 at 10:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.