ETV Bharat / technology

20 হাজারেই পেয়ে যাবেন Samsung Galaxy সিরিজ থেকে Oneplus - Mobile Phones Under 20000

Smart Phone Under 20,000: পুজোর আগেই নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন ৷ বাজেট মোটামুটি 20 হাজারের কাছাকাছি ৷ বুঝতে পারছেন না যে কোনটি কিনবেন, তাহলে চিন্তা করার দরকার নেই ৷ প্রতিবেদনে তবে আপনার জন্য় রইল এই বাজেটের মধ্যে সেরা পাঁচটি স্মার্টফোন...

Smart Phone Under 20k
20 হাজারেই পেয়ে যাবেন দুর্দান্ত ফিচারের স্মার্টফোন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Aug 27, 2024, 5:14 PM IST

হায়দরাবাদ: সামনেই পুজো আসছে ৷ এই সময়ে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দেয় স্মার্টফোন কোম্পানিগুলি ৷ বেশি দামের স্মার্টফোনেও ছাড় থাকে ব্যপক ৷ 20 হাজার টাকা বাজেটে পেয়ে যাতে পারেন দুর্দান্ত ফিচারের একাধিক স্মার্টফোন ৷ এই তালিকায় আছে স্যামসাং-এর গ্যালাক্সি সিরিজ থেকে ওয়ানপ্লাসের মতো স্মার্টফোন ৷ এছাড়াও আছে রিয়েল মি, সিএমএফ ও পোকো-র স্মার্টফোন ৷ এই সমস্ত মোবাইলের ডিসপ্লে থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ সবটাই উন্নত মানের ৷ 20,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোনের তালিকা এখানে রইল ৷

Smart Phone Under 20k
Realme Narzo 70 Pro (ছবি - Realme India)

5. Realme Narzo 70 Pro: আপনি যদি 20 হাজারের মধ্যে স্মার্টফোন কিনতে চান তবে Realme একটি ভালো বিকল্প হতে পারে ৷ কোম্পানি তার বেস মডেলটি 19,999 টাকায় এবং শীর্ষ মডেলটি 21,999 টাকায় বিক্রি করছে।

  • ডিসপ্লে - 6.67 ইঞ্চি FHD+, AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 50 এমপি + 8 এমপি + 2 এমপি (রিয়ার), 16 এমপি ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর
  • স্টোরেজ - 8 জিবি র‌্যাম, 128 জিবি এবং 265 জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 5,000 mAh ব্যাটারি, সুপার ফার্স্ট চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট
    Smart Phone Under 20k
    CMF ফোন 1 (ছবি - CMF India)

4. CMF ফোন 1: CMF, নাথিং ফোনের একটি সাব-ব্র্যান্ড এটি ৷ ভারতীয় বাজারে CMF ফোন 1 লঞ্চ করেছে ৷ কোম্পানি এই ফোনটি ই-কমার্স ওয়েবসাইটে বিক্রি করছে। এটিতে দু’টি ভ্যেরিয়েন্টে আছে ৷ দাম যথাক্রমে 15,999 এবং 17,999 টাকা।

  • ডিসপ্লে - 6.67 ইঞ্চি FHD+, সুপার AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 50 এমপি + 2 এমপি ডুয়াল সেটআপ (রিয়ার), এলইডি ফ্ল্যাশ, 16 এমপি ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর
  • স্টোরেজ – 6 এবং 8 GB RAM, 128 GB ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 5,000 mAh, দ্রুত চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট
    Smart Phone Under 20k
    POCO X6 5G (ছবি - POCO India)

3. Poco X6 5G: Poco ভারতীয় বাজারে দীর্ঘদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে এই সংস্থার স্মার্টফোন । এর মধ্যে Poco X6 5G মডেলটি রয়েছে ৷ যেটির দাম 20 হাজার টাকারও কম ৷ তিনটি ভ্যেরিয়েন্টে বিক্রি হচ্ছে মোবাইলগুলি ৷ দাম যথাক্রমে 18,499 টাকা, 20,999 টাকা এবং 21,999 টাকা।

  • ডিসপ্লে - 6.67 ইঞ্চি FHD+, AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 64 MP + 8 MP + 2 MP (পিছন), 16 MP ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - স্ন্যাপড্রাগন 7s Gen-2 প্রসেসর
  • স্টোরেজ - 8 এবং 12 জিবি র‌্যাম, 256 এবং 512 জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 5,100 mAh ব্যাটারি, টার্বো চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট
    Smart Phone Under 20k
    OnePlus Nord CE 3 5G (ছবি - OnePlus India)

2. OnePlus Nord CE 3 5G: ওয়ানপ্লাসের Nord CE সিরিজের স্মার্টফোনগুলিও বাজারে অল্প দিনের মধ্য়ে জনপ্রিয় হয়ে উঠেছে ৷ 20 হাজারের কম দামে পাওয়া যাচ্ছে Nord CE 3 5G ৷ দাম 19,400 টাকা এবং 26,899 টাকা। স্মার্টফোনের ভ্যারিয়েন্টের উপর নির্ভর করছে দাম ৷

  • ডিসপ্লে - 6.7 ইঞ্চি FHD+, ফ্লুইড AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 50 এমপি + 8 এমপি + 2 এমপি (রিয়ার) 16 এমপি ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - স্ন্যাপড্রাগন 782G প্রসেসর
  • স্টোরেজ - 8 জিবি এবং 12 জিবি র‌্যাম, 128 জিবি এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 5,000 mAh ব্যাটারি, সুপার VOOC চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট

দামে কম মানে নয়! মাত্র 2000 টাকায় মিলবে দুর্দান্ত অডিয়ো কোয়ালিটির ইয়ারবাড

Smart Phone Under 20k
Samsung Galaxy M35 5G (ছবি - Samsung India)

1. Samsung Galaxy M35 5G: দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং-এর 'M' সিরিজটি বেশ জনপ্রিয় ৷ এই সিরিজের একাধিক স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে । তারমধ্যে একটি হল Galaxy M35 5G ৷ যার তিনটি ভেরিয়েন্টে বিক্রি হচ্ছে, যার দাম যথাক্রমে 19,999 টাকা, 21,499 টাকা এবং 24,499 টাকা।

  • ডিসপ্লে - 6.6 ইঞ্চি, sAMOLED GG Victus+, 120 Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 50 এমপি + 8 এমপি + 2 এমপি (রিয়ার), 13 এমপি ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - এক্সিনোস অক্টা-কোর প্রসেসর
  • স্টোরেজ - 6 জিবি এবং 8 জিবি র‌্যাম, 128 জিবি এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 6,000 mAh ব্যাটারি, দ্রুত চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট

সমস্ত তথ্য বাজার চলতি স্মার্টফোন যেগুলি 20 হাজারের কমে পাওয়া যায়, সাধারণ সেগুলির ফিচার উল্লেখ করা হয়েছে সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ অন্যান্য় আরও বিভিন্ন কোম্পানির মোবাইল আছে যেগুলি 20 হাজারের নীচে পাওয়া যায় ৷ পছন্দমতো সেরাটা বেছে নিতেই পারেন ৷

কেনার আগে দেখে নিন 2024 TVS JUPITER 110-এর আকর্ষণীয় কিছু ফিচার

হায়দরাবাদ: সামনেই পুজো আসছে ৷ এই সময়ে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দেয় স্মার্টফোন কোম্পানিগুলি ৷ বেশি দামের স্মার্টফোনেও ছাড় থাকে ব্যপক ৷ 20 হাজার টাকা বাজেটে পেয়ে যাতে পারেন দুর্দান্ত ফিচারের একাধিক স্মার্টফোন ৷ এই তালিকায় আছে স্যামসাং-এর গ্যালাক্সি সিরিজ থেকে ওয়ানপ্লাসের মতো স্মার্টফোন ৷ এছাড়াও আছে রিয়েল মি, সিএমএফ ও পোকো-র স্মার্টফোন ৷ এই সমস্ত মোবাইলের ডিসপ্লে থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ সবটাই উন্নত মানের ৷ 20,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোনের তালিকা এখানে রইল ৷

Smart Phone Under 20k
Realme Narzo 70 Pro (ছবি - Realme India)

5. Realme Narzo 70 Pro: আপনি যদি 20 হাজারের মধ্যে স্মার্টফোন কিনতে চান তবে Realme একটি ভালো বিকল্প হতে পারে ৷ কোম্পানি তার বেস মডেলটি 19,999 টাকায় এবং শীর্ষ মডেলটি 21,999 টাকায় বিক্রি করছে।

  • ডিসপ্লে - 6.67 ইঞ্চি FHD+, AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 50 এমপি + 8 এমপি + 2 এমপি (রিয়ার), 16 এমপি ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর
  • স্টোরেজ - 8 জিবি র‌্যাম, 128 জিবি এবং 265 জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 5,000 mAh ব্যাটারি, সুপার ফার্স্ট চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট
    Smart Phone Under 20k
    CMF ফোন 1 (ছবি - CMF India)

4. CMF ফোন 1: CMF, নাথিং ফোনের একটি সাব-ব্র্যান্ড এটি ৷ ভারতীয় বাজারে CMF ফোন 1 লঞ্চ করেছে ৷ কোম্পানি এই ফোনটি ই-কমার্স ওয়েবসাইটে বিক্রি করছে। এটিতে দু’টি ভ্যেরিয়েন্টে আছে ৷ দাম যথাক্রমে 15,999 এবং 17,999 টাকা।

  • ডিসপ্লে - 6.67 ইঞ্চি FHD+, সুপার AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 50 এমপি + 2 এমপি ডুয়াল সেটআপ (রিয়ার), এলইডি ফ্ল্যাশ, 16 এমপি ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর
  • স্টোরেজ – 6 এবং 8 GB RAM, 128 GB ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 5,000 mAh, দ্রুত চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট
    Smart Phone Under 20k
    POCO X6 5G (ছবি - POCO India)

3. Poco X6 5G: Poco ভারতীয় বাজারে দীর্ঘদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে এই সংস্থার স্মার্টফোন । এর মধ্যে Poco X6 5G মডেলটি রয়েছে ৷ যেটির দাম 20 হাজার টাকারও কম ৷ তিনটি ভ্যেরিয়েন্টে বিক্রি হচ্ছে মোবাইলগুলি ৷ দাম যথাক্রমে 18,499 টাকা, 20,999 টাকা এবং 21,999 টাকা।

  • ডিসপ্লে - 6.67 ইঞ্চি FHD+, AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 64 MP + 8 MP + 2 MP (পিছন), 16 MP ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - স্ন্যাপড্রাগন 7s Gen-2 প্রসেসর
  • স্টোরেজ - 8 এবং 12 জিবি র‌্যাম, 256 এবং 512 জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 5,100 mAh ব্যাটারি, টার্বো চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট
    Smart Phone Under 20k
    OnePlus Nord CE 3 5G (ছবি - OnePlus India)

2. OnePlus Nord CE 3 5G: ওয়ানপ্লাসের Nord CE সিরিজের স্মার্টফোনগুলিও বাজারে অল্প দিনের মধ্য়ে জনপ্রিয় হয়ে উঠেছে ৷ 20 হাজারের কম দামে পাওয়া যাচ্ছে Nord CE 3 5G ৷ দাম 19,400 টাকা এবং 26,899 টাকা। স্মার্টফোনের ভ্যারিয়েন্টের উপর নির্ভর করছে দাম ৷

  • ডিসপ্লে - 6.7 ইঞ্চি FHD+, ফ্লুইড AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 50 এমপি + 8 এমপি + 2 এমপি (রিয়ার) 16 এমপি ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - স্ন্যাপড্রাগন 782G প্রসেসর
  • স্টোরেজ - 8 জিবি এবং 12 জিবি র‌্যাম, 128 জিবি এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 5,000 mAh ব্যাটারি, সুপার VOOC চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট

দামে কম মানে নয়! মাত্র 2000 টাকায় মিলবে দুর্দান্ত অডিয়ো কোয়ালিটির ইয়ারবাড

Smart Phone Under 20k
Samsung Galaxy M35 5G (ছবি - Samsung India)

1. Samsung Galaxy M35 5G: দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং-এর 'M' সিরিজটি বেশ জনপ্রিয় ৷ এই সিরিজের একাধিক স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে । তারমধ্যে একটি হল Galaxy M35 5G ৷ যার তিনটি ভেরিয়েন্টে বিক্রি হচ্ছে, যার দাম যথাক্রমে 19,999 টাকা, 21,499 টাকা এবং 24,499 টাকা।

  • ডিসপ্লে - 6.6 ইঞ্চি, sAMOLED GG Victus+, 120 Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 50 এমপি + 8 এমপি + 2 এমপি (রিয়ার), 13 এমপি ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - এক্সিনোস অক্টা-কোর প্রসেসর
  • স্টোরেজ - 6 জিবি এবং 8 জিবি র‌্যাম, 128 জিবি এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 6,000 mAh ব্যাটারি, দ্রুত চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট

সমস্ত তথ্য বাজার চলতি স্মার্টফোন যেগুলি 20 হাজারের কমে পাওয়া যায়, সাধারণ সেগুলির ফিচার উল্লেখ করা হয়েছে সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ অন্যান্য় আরও বিভিন্ন কোম্পানির মোবাইল আছে যেগুলি 20 হাজারের নীচে পাওয়া যায় ৷ পছন্দমতো সেরাটা বেছে নিতেই পারেন ৷

কেনার আগে দেখে নিন 2024 TVS JUPITER 110-এর আকর্ষণীয় কিছু ফিচার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.