ETV Bharat / technology

চৈত্র পূর্ণিমার সান্ধ্য আকাশে ঝলমলে গোলাপি চাঁদ, সাক্ষী থাকুন আপনিও - APRIL PINK MOON 2025

আর কয়েকঘণ্টার অপেক্ষা, তারপরই চৈত্র পূর্ণিমার আকাশে উঠবে এক বিশেষ চাঁদ ৷ আজ চাঁদের রঙ আগুন রঙা নয়, হবে গোলাপি ৷

Pink Moon
আকাশে আজ গোলাপি চাঁদ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : April 12, 2025 at 3:58 PM IST

3 Min Read

হায়দরাবাদ: এক বিরলদৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবীবাসী ৷ লাল-হলুদ নয় আজ আকাশে দেখা যাবে গোলাপি চাঁদ । আজ চৈত্র পূর্ণিমা, তার মধ্যে গোলাপি চাঁদের দেখা এই দৃশ্য সাক্ষী হতে চাইবেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন, তা বলার অপেক্ষা রাখে না ৷ বাড়ি, ছাদ এবং বারান্দা থেকে এই মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন ৷ এটিকে সাধারণ ভাষায় গোলাপি চাঁদ বলা হলেও জ্যোর্তিবিজ্ঞানীদের ভাষায় এটি 'মাইক্রো মুন' ৷ এটি পৃথিবী থেকে দৃশ্যমান সমস্ত পূর্ণিমার চাঁদের থেকে অনেকটাই ছোটো হবে আকারে ৷ তাই এটিকে মাইক্রো-মুন বলা হয়েছে ৷

কেন মাইক্রো মুন বলা হয় ?

এপ্রিল মাসের চৈত্র মাসে পূণির্মার দিন দেখা যাওয়া এই গোলাপি অর্ধচন্দ্রাকার চাঁদ ৷ আজকের এই চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে প্রায় 14% ছোট । এই আকারের পার্থক্য খালি চোখে দেখা । পৃথিবী থেকে অনেক দূরে থাকার কারণে, গোলাপি ছোট এবং কম উজ্জ্বল হবে। যার কারণে চাঁদকে গোলাপি লাগবে ৷

কখন গোলাপি চাঁদ দেখা যাবে ?

Space.com-এর তথ্য অনুযায়ী, আজ, 12 এপ্রিল রাত 8.22 মিনিটে আকাশে গোলাপি মাইক্রো চাঁদ দেখা যাবে । আগামিকাল (রবিবার) ভোর 5টা পর্যন্ত দেখ যাবে ৷ ভারতে, 'চৈত্র পূর্ণিমা'র দিনে গোলাপি চাঁদ দেখা যায়, যা মনে করা হয় সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসবের প্রতীক । ভারতে পূর্ণিমার সময়কাল 12 এপ্রিল ভোর 3.21মিনিট থেকে শুরু হয়ে 13 এপ্রিল ভোর 5.15 মিনিট পর্যন্ত শেষ হবে ।

কেন গোলাপি চাঁদ বলা হয়েছে ?

প্রতি বছর, এপ্রিল মাসের চৈত্র পূর্ণিমার দিন আকাশে গোলাপি চাঁদ দেখা যায়। এই সময় চাঁদের রঙ সম্পূর্ণ গোলাপি দেখায় । তবে, বাস্তবে, চাঁদের রঙ গোলাপি নয়, সোনালী এবং আরও চকচকে দেখায় । আমেরিকানরা নাম 'গোলাপি চন্দ্র', মনে করা হয় বসন্তে ফোটা ফুলের রঙ প্রতিফলিত হয়ে চাঁদের রঙে ৷ বিশেষত মার্কিন মুলুকে এই সময়ে মস পিঙ্ক এবং ফ্লোক্স এই দুই রকমের ফুল ফোঁটে । এই ফুলের রঙ গোলাপি ৷ ইস্টার রবিবারের তারিখ নির্ধারণেও গোলাপি চাঁদের ভূমিকা রয়েছে। এই বছর, ইস্টার 20 এপ্রিল পড়ছে, গত বছরের তুলনায় প্রায় এক মাস পরে। চাঁদ দেখেই এই দিন নির্ধারণ করা হয়েছে ৷

গোলাপি চাঁদ দেখার সেরা জায়গা

গোলাপি চাঁদের সাক্ষী থাকতে হলে প্রথমেই সঠিক জায়গা বাছতে হবে ৷ পরিষ্কার আকাশও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ মেঘে ঢাকা আকাশে কখনও এই চাঁদের দেখা মিলবে না ৷

  • উঁচু বাড়ির ছাদ যেখানে আকাশ দেখা যায় ৷ সেই রকম বাড়ির ছাদে উঠে পূর্ব দিকের আকাশে তাকালে দেখা মিলবে গোলাপি চাঁদের ৷
  • যাঁরা গ্রামে থাকেন তাঁরাও এই স্বর্গীয় ঘটনা সাক্ষী থাকেত পারবেন ৷ কম দূষণের ফলে গ্রামের আকাশ অন্ধকার হলেও পরিষ্কার হয় ৷ ফলে সহজেই এই চাঁদ দেখা যাবে ৷
  • সমুদ্র সৈকত বা খোলা মাঠ গিয়েও গোলাপি চাঁদ দেখতে পারেন ৷

এই সুযোগ বার বার আসে না! দোল পূর্ণিমার আকাশে 'রক্তাভ চাঁদ'

বছরের শেষ দিনে মহাশূন্যে অঘটন! আকাশে আজ কালো চাঁদ

হায়দরাবাদ: এক বিরলদৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবীবাসী ৷ লাল-হলুদ নয় আজ আকাশে দেখা যাবে গোলাপি চাঁদ । আজ চৈত্র পূর্ণিমা, তার মধ্যে গোলাপি চাঁদের দেখা এই দৃশ্য সাক্ষী হতে চাইবেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন, তা বলার অপেক্ষা রাখে না ৷ বাড়ি, ছাদ এবং বারান্দা থেকে এই মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন ৷ এটিকে সাধারণ ভাষায় গোলাপি চাঁদ বলা হলেও জ্যোর্তিবিজ্ঞানীদের ভাষায় এটি 'মাইক্রো মুন' ৷ এটি পৃথিবী থেকে দৃশ্যমান সমস্ত পূর্ণিমার চাঁদের থেকে অনেকটাই ছোটো হবে আকারে ৷ তাই এটিকে মাইক্রো-মুন বলা হয়েছে ৷

কেন মাইক্রো মুন বলা হয় ?

এপ্রিল মাসের চৈত্র মাসে পূণির্মার দিন দেখা যাওয়া এই গোলাপি অর্ধচন্দ্রাকার চাঁদ ৷ আজকের এই চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে প্রায় 14% ছোট । এই আকারের পার্থক্য খালি চোখে দেখা । পৃথিবী থেকে অনেক দূরে থাকার কারণে, গোলাপি ছোট এবং কম উজ্জ্বল হবে। যার কারণে চাঁদকে গোলাপি লাগবে ৷

কখন গোলাপি চাঁদ দেখা যাবে ?

Space.com-এর তথ্য অনুযায়ী, আজ, 12 এপ্রিল রাত 8.22 মিনিটে আকাশে গোলাপি মাইক্রো চাঁদ দেখা যাবে । আগামিকাল (রবিবার) ভোর 5টা পর্যন্ত দেখ যাবে ৷ ভারতে, 'চৈত্র পূর্ণিমা'র দিনে গোলাপি চাঁদ দেখা যায়, যা মনে করা হয় সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসবের প্রতীক । ভারতে পূর্ণিমার সময়কাল 12 এপ্রিল ভোর 3.21মিনিট থেকে শুরু হয়ে 13 এপ্রিল ভোর 5.15 মিনিট পর্যন্ত শেষ হবে ।

কেন গোলাপি চাঁদ বলা হয়েছে ?

প্রতি বছর, এপ্রিল মাসের চৈত্র পূর্ণিমার দিন আকাশে গোলাপি চাঁদ দেখা যায়। এই সময় চাঁদের রঙ সম্পূর্ণ গোলাপি দেখায় । তবে, বাস্তবে, চাঁদের রঙ গোলাপি নয়, সোনালী এবং আরও চকচকে দেখায় । আমেরিকানরা নাম 'গোলাপি চন্দ্র', মনে করা হয় বসন্তে ফোটা ফুলের রঙ প্রতিফলিত হয়ে চাঁদের রঙে ৷ বিশেষত মার্কিন মুলুকে এই সময়ে মস পিঙ্ক এবং ফ্লোক্স এই দুই রকমের ফুল ফোঁটে । এই ফুলের রঙ গোলাপি ৷ ইস্টার রবিবারের তারিখ নির্ধারণেও গোলাপি চাঁদের ভূমিকা রয়েছে। এই বছর, ইস্টার 20 এপ্রিল পড়ছে, গত বছরের তুলনায় প্রায় এক মাস পরে। চাঁদ দেখেই এই দিন নির্ধারণ করা হয়েছে ৷

গোলাপি চাঁদ দেখার সেরা জায়গা

গোলাপি চাঁদের সাক্ষী থাকতে হলে প্রথমেই সঠিক জায়গা বাছতে হবে ৷ পরিষ্কার আকাশও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ মেঘে ঢাকা আকাশে কখনও এই চাঁদের দেখা মিলবে না ৷

  • উঁচু বাড়ির ছাদ যেখানে আকাশ দেখা যায় ৷ সেই রকম বাড়ির ছাদে উঠে পূর্ব দিকের আকাশে তাকালে দেখা মিলবে গোলাপি চাঁদের ৷
  • যাঁরা গ্রামে থাকেন তাঁরাও এই স্বর্গীয় ঘটনা সাক্ষী থাকেত পারবেন ৷ কম দূষণের ফলে গ্রামের আকাশ অন্ধকার হলেও পরিষ্কার হয় ৷ ফলে সহজেই এই চাঁদ দেখা যাবে ৷
  • সমুদ্র সৈকত বা খোলা মাঠ গিয়েও গোলাপি চাঁদ দেখতে পারেন ৷

এই সুযোগ বার বার আসে না! দোল পূর্ণিমার আকাশে 'রক্তাভ চাঁদ'

বছরের শেষ দিনে মহাশূন্যে অঘটন! আকাশে আজ কালো চাঁদ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.