ETV Bharat / technology

একাধিক আইফোনকে 'ভিনটেজ' ঘোষণা, মিলবে না খারাপ হওয়া যন্ত্রাংশ

আমেরিকান টেক জায়েন্ট অ্যাপল তাদের ভিন্টেজ তালিকায় iPhone XS Max-সহ একাধকি মডেল যুক্ত করেছে। এই তালিকায় Apple Watch 2 রয়েছে ৷

Vintage Apple product
iPhone XS Max 2018 সালে লঞ্চ হয়েছিল (ছবি অ্যাপল)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 20, 2024, 3:31 PM IST

হায়দরাবাদ: কয়েকমাস আগেই বাজারে এসেছে আইফোন 16 সিরিজ ৷ তারমধ্যেই বেশকিছু পুরনো আইফোন ও অ্যাপেল ওয়াচকে 'ভিনটেজ' ঘোষণা করল অ্যাপল ৷ এই তালিকায় রয়েছে iPhone XS Max থেকে শুরু করে আইফোন 8প্লাস মডেল ৷ এই মডেলটি 2018 সালে লঞ্চ করেছিল অ্যাপল। সেইসঙ্গে, 2015 সালে লঞ্চ হওয়া iPhone 6S Plus মডেলটিও ভিন্টেজ ডিভাইসের তালিকায় স্থান পেয়েছে।

'তুমি পৃথিবীর বোঝা, মরে যাও'! পড়ুয়াকে হুমকি AI চ্যাটবোটের

অ্যাপলের ভিনটেজ পণ্যের তালিকা

অ্যাপলের ওয়েবসাইট অনুসারে, আইফোন 5 থেকে সাত বছর আগে লঞ্চ করেছে ৷ এটিও পুরানো বা ভিনটেজ ফোনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ফোনটিকে ভিনটেজ ফোন হিসেবে ধরা হচ্ছে। এছাড়াও ভিনটেজ তালিকা ভুক্ত অ্যাপলের অন্যান্য মডেলগুলি হল,

  • iPhone 4 8GB
  • iPhone 5
  • iPhone 6s Plus
  • iPhone SE
  • iPhone 8 Red
  • iPhone 8 Plus Red
  • iPhoneX এক্স
  • iPhoneXS Max

ভিনটেজ তালিকাভুক্ত ঘড়ি

অ্যাপল পুরানো ডিভাইস হিসেবে অ্যাপল ওয়াচ সিরিজ 2-এর 4টি মডেলকে ভিন্টেজ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সেগুলি হল,

  • অ্যাপল ওয়াচ সিরিজ 2, অ্যালুমিনিয়াম (সেকেন্ড জেনারেশন), 38 মিমি
  • অ্যাপল ওয়াচ সিরিজ 2, অ্যালুমিনিয়াম (সেকেন্ড জেনারেশন), 42 মিমি
  • অ্যাপল ওয়াচ সিরিজ 2, স্টেইনলেস স্টিল (সেকেন্ড জেনারেশন), 38 মিমি
  • অ্যাপল ওয়াচ সিরিজ 2, স্টেইনলেস স্টিল (সেকেন্ড জেনারেশন), 42 মিমি

হোয়াটসঅ্যাপে 'হাইলাইট' ফিচার, মিউট থাকলেও আসবে নোটিফিকেশন

অ্যাপলের ভিনটেজ পণ্য কি ?

আমেরিকান টেক জায়েন্ট কোম্পানি অ্যাপল 7 বছরেরও বেশি পুরনো মডেলকে ভিনটেজ তালিকভুক্ত করেছে ৷ এগুলিকে 'অবসোলেট' হিসেবে ঘোষণা করেছে । যার অর্থ হল, কোম্পানি আর এই সমস্ত পুরনো মডেলের কোনও ডিভািস মেরামত করে না বা এই নির্দিষ্ট ডিভাইসগুলির জন্য আর কোনও যন্ত্রাংশ তৈরি করে না। তবে অ্যাপেলের তরফে ম্যাক ল্যাপটপের জন্য একটি বিশেষ তথ্য জানানো হয়েছে । যদি কোনও ম্যাক ল্যাপটপ 10 বছরের বেশি পুরানো হয়, তবে সেটির ব্যাটারি পরিবতন করা যাবে ৷ যন্ত্রাংশ বাজারে পাওয়া যাবে।

213 কোটি জরিমানা হোয়াটসঅ্যাপের,পালটা অভিযোগ মেটার

হায়দরাবাদ: কয়েকমাস আগেই বাজারে এসেছে আইফোন 16 সিরিজ ৷ তারমধ্যেই বেশকিছু পুরনো আইফোন ও অ্যাপেল ওয়াচকে 'ভিনটেজ' ঘোষণা করল অ্যাপল ৷ এই তালিকায় রয়েছে iPhone XS Max থেকে শুরু করে আইফোন 8প্লাস মডেল ৷ এই মডেলটি 2018 সালে লঞ্চ করেছিল অ্যাপল। সেইসঙ্গে, 2015 সালে লঞ্চ হওয়া iPhone 6S Plus মডেলটিও ভিন্টেজ ডিভাইসের তালিকায় স্থান পেয়েছে।

'তুমি পৃথিবীর বোঝা, মরে যাও'! পড়ুয়াকে হুমকি AI চ্যাটবোটের

অ্যাপলের ভিনটেজ পণ্যের তালিকা

অ্যাপলের ওয়েবসাইট অনুসারে, আইফোন 5 থেকে সাত বছর আগে লঞ্চ করেছে ৷ এটিও পুরানো বা ভিনটেজ ফোনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ফোনটিকে ভিনটেজ ফোন হিসেবে ধরা হচ্ছে। এছাড়াও ভিনটেজ তালিকা ভুক্ত অ্যাপলের অন্যান্য মডেলগুলি হল,

  • iPhone 4 8GB
  • iPhone 5
  • iPhone 6s Plus
  • iPhone SE
  • iPhone 8 Red
  • iPhone 8 Plus Red
  • iPhoneX এক্স
  • iPhoneXS Max

ভিনটেজ তালিকাভুক্ত ঘড়ি

অ্যাপল পুরানো ডিভাইস হিসেবে অ্যাপল ওয়াচ সিরিজ 2-এর 4টি মডেলকে ভিন্টেজ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সেগুলি হল,

  • অ্যাপল ওয়াচ সিরিজ 2, অ্যালুমিনিয়াম (সেকেন্ড জেনারেশন), 38 মিমি
  • অ্যাপল ওয়াচ সিরিজ 2, অ্যালুমিনিয়াম (সেকেন্ড জেনারেশন), 42 মিমি
  • অ্যাপল ওয়াচ সিরিজ 2, স্টেইনলেস স্টিল (সেকেন্ড জেনারেশন), 38 মিমি
  • অ্যাপল ওয়াচ সিরিজ 2, স্টেইনলেস স্টিল (সেকেন্ড জেনারেশন), 42 মিমি

হোয়াটসঅ্যাপে 'হাইলাইট' ফিচার, মিউট থাকলেও আসবে নোটিফিকেশন

অ্যাপলের ভিনটেজ পণ্য কি ?

আমেরিকান টেক জায়েন্ট কোম্পানি অ্যাপল 7 বছরেরও বেশি পুরনো মডেলকে ভিনটেজ তালিকভুক্ত করেছে ৷ এগুলিকে 'অবসোলেট' হিসেবে ঘোষণা করেছে । যার অর্থ হল, কোম্পানি আর এই সমস্ত পুরনো মডেলের কোনও ডিভািস মেরামত করে না বা এই নির্দিষ্ট ডিভাইসগুলির জন্য আর কোনও যন্ত্রাংশ তৈরি করে না। তবে অ্যাপেলের তরফে ম্যাক ল্যাপটপের জন্য একটি বিশেষ তথ্য জানানো হয়েছে । যদি কোনও ম্যাক ল্যাপটপ 10 বছরের বেশি পুরানো হয়, তবে সেটির ব্যাটারি পরিবতন করা যাবে ৷ যন্ত্রাংশ বাজারে পাওয়া যাবে।

213 কোটি জরিমানা হোয়াটসঅ্যাপের,পালটা অভিযোগ মেটার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.